Care

চুলে হট অয়েল মাসাজ করেন? কিন্তু সঠিকভাবে করেন তো!

Debapriya Bhattacharyya  |  Sep 10, 2020
চুলে হট অয়েল মাসাজ করেন? কিন্তু সঠিকভাবে করেন তো!

কথায় আছে ‘তেলে চুল তাজা’, কিন্তু চুল কিভাবে তাজা সে’কথা আর কেউ বলেনি। বলতে পারেন বলার প্রয়োজন বোধ করেননি কেউ। আর খুব সম্ভবত সেই কারণেই আমরা চুলে তেল মালিশ করার সময়ে যেমন তেমন করে লাগাই। অনেকেই এত জোরে জোরে শরীরের সব শক্তি দিয়ে চুলে তেল লাগান দেখে মনে হয় রীতিমত কুস্তির ম্যাচ চলছে। আবার অনেকে অন্য কারও দেখা দেখি হট অয়েল মাসাজ (step by step guide to hot oil hair massage) করেন। কিন্তু ডবল বয়েলার সিস্টেমে তেল গরম না করে সরাসরি তেল গরম করে চুলে লাগান। ফলে দুটো সমস্যা হয় – এক, চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল অকালে ঝরে পড়ে; দুই, মাথার তালু পুড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। এতকিছু না করে বরং জেনে নিন হট অয়েল মাসাজ করার সঠিক পদ্ধতি।

বাড়িতে কীভাবে হট অয়েল মাসাজ করবেন

চুলে হট অয়েল মাসাজ করা (step by step guide to hot oil hair massage) খুব একটা শক্ত কাজ নয়। স্টেপ বাই স্টেপ কীভাবে এই কাজটি করবেন দেখে নিন –

বাড়িতে হট অয়েল তৈরি করতে যা যা লাগবে

কীভাবে হট অয়েল তৈরি করবেন

১। আপনার চুলের লেন্থ অনুযায়ী তেল নিয়ে নিন বাটিতে। আপনার যতটা ইচ্ছে বা প্রয়োজন তততাই নিন, এখানে কোনও নির্দিষ্ট মাপ নেই।

২। সসপ্যানে অর্ধেক জল ভর্তি করুন এবং তা আঁচে বসান। আঁচ কিন্তু মিডিয়াম থাকবে অথবা কম। কখনওই হাই ফ্লেম-এ তেল গরম করবেন না। এতে তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

৩। জল ফুটতে শুরু করলে তেলের বাটিটি সসপ্যানে বসিয়ে দিন। সাবধানে কাজটা করবেন।

৪। মাঝে মাঝে আঙুল ডুবিয়ে দেখে নিন তেল হাল্কা গরম হয়েছে কি না। মোটামুটি গরম হলে আঁচ বন্ধ করুন এবং জল থেকে বাটি তুলে নিন।

৫। আপনার হট অয়েল তৈরি। এবার মাসাজের অপেক্ষা (step by step guide to hot oil hair massage)।

বাড়িতে হট অয়েল মাসাজ কীভাবে করতে যা যা লাগবে

ব্যবহারবিধি

১। প্রথমেই ভাল করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আচড়ান, এতে জট ছাড়ানোর সময়ে চুল কম ভাঙে।

২। ঘাড় থেকে শুরু করে শরীরে ভাল করে তোয়ালে জড়িয়ে নিন, যাতে চুলে তেল লাগানোর সময়ে গায়ে তেল না পড়ে।

৩। অল্প অল্প করে হট অয়েল নিন (step by step guide to hot oil hair massage) এবং আঙুলের ডগার সাহায্যে মাথার তালু ও চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করুন। সম্ভব হলে সার্কুলার মোশনের মাসাজ করুন। এতে রক্তসঞ্চালন ভাল হয়।

৪। মিনিট দশেক মাসাজ করার পর একটি ব্যান্ডের সাহায্যে চুল খোঁপা বেঁধে নিন। যদি চুল বাঁধা না যায়, সেক্ষেত্রে কিছু করার নেই।

৫। মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন।

৬। ঘন্টা খানেক পর শ্যাম্পু করে নিন। শ্যাম্পু হয়ে গেলে চুলে কন্ডিশনার লাগান এবং ভাল করে চুল ধুয়ে নিন।

চুলে হট অয়েল মাসাজের জন্য কী কী তেল উপযুক্ত

বিশেষ টিপস

১। ময়লা চুলে কিন্তু হট অয়েল মাসাজ (step by step guide to hot oil hair massage) করবেন না, এতে চুলের উপকারের থেকে অপকার বেশি হবে। কারণ তেলের সঙ্গে ময়লা আটকে চুলের গোড়ায় জমে যাবে এবং তা থেকে চুলের নানা সমস্যা সৃষ্টি হতে পারে। শ্যাম্পু করে পরিষ্কার চুলে তবেই হট অয়েল মাসাজ করুন।

২। বাড়িতে হট অয়েল মাসাজ করুন বা পার্লারে প্রফেশনালের কাছেই করুন, সব সময়ে অরগানিক এবং বিশুদ্ধ তেল দিয়েই মাসাজ করবেন।

৩। সপ্তাহে অন্তত একবার করে হট অয়েল মাসাজ করুন। এতে চুলের গোড়ায় রক্তসঞ্চালন সঠিকভাবে হবে এবং চুলে পুষ্টিও হবে। চুল মজবুত হবে এবং হত অয়েল মাসাজ প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ফলে চুল জেল্লাদারও হবে।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Care