লাইফস্টাইল

পরিচিত কেউ কোভিড পজিটিভ হলে তাঁকে এই কথাগুলো কখনও বলবেন না!

Indrani Bose  |  Jul 9, 2021
পরিচিত কেউ কোভিড পজিটিভ হলে তাঁকে এই কথাগুলো কখনও বলবেন না!

করোনাভাইরাসে সংক্রমিত (covid-19 positive)হলে আক্রান্ত ব্যক্তির মধ্য়ে একটি মানসিক চাপ তৈরি হয়। একেই শারীরিক অসুস্থতা, তার উপর সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার জন্য এক মানসিক চাপ তৈরি হয়। আপনি যদি ইতিমধ্য়েই সংক্রমিত হয়ে থাকেন, তবে আপনি সেই বিষয়টি ভালই বুঝবেন। আপনার কোভিড পজিটিভ রিপোর্ট সবাই জানার পরেই আপনার কাছে একের পর এক ফোন আসতে থাকবে। সবাই আপনাকে একের পর এক প্রশ্ন করতে হবে। সবাই মোটামুটি একইধরনের প্রশ্নই করবে।

সবথেকে সাধারণ প্রশ্ন হল, “কীভাবে হল?” (covid-19 positive) এরকম আরও অনেক প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন। আপনি যদি সংক্রমিত না হন, তবে এই অভিজ্ঞতা আপনার নেই। কিন্তু আপনার পরিচিত কেউ যদি করোনায় সংক্রমিত হন, তবে তাকে দয়া করে এই ৮টি কথা কখনও বলবেন না। সেই কথাগুলি তাঁদের আঘাত করতে পারে কিংবা তাঁদের মনেও প্রভাব ফেলতে পারে।

আপনার পরিচিত কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তাঁকে এই কথাগুলো বলবেন না…

via GIPHY

কার থেকে হল?

এই প্রশ্ন কি করা উচিত? কিন্তু অনেক মানুষই এই প্রশ্ন করছেন। আচ্ছা আমি তো ভাইরাসকে প্রশ্ন করিনি, কী ভাই আপনি কার থেকে আমার কাছে এলেন? তাই আমার পক্ষেও জানা সম্ভব নয়।

এটা কি সত্য়িই কোভিড-১৯(covid-19 positive)?

না! এই একটু ঠান্ডা লেগে জ্বর হয়েছে আর কী। তবে আমার আরটিপিসিআর রিপোর্টটা তুলে রাখা আছে। আপনাকে পাঠিয়ে দেব।

আপনি কি ‘ওইটা’ ট্রাই করেছেন?

বুঝতেই পারছেন কোন কথাটা বলছি! আপনি কোভিডে সংক্রমিত শুনেই সবাই নিজের নিজের মতো করে আপনাকে পরামর্শ দেবেন। কেউ নুন জল খেতে বলবেন তো কেউ বলবেন অমুক একটা ওষুধ খেতে। আপনি এসব কথা শুনে শুধু মাথা নাড়ুন। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন।

ইশ! যদি আপনার কিছু হয়ে যায়!

হ্যাঁ, আমি যদি সত্যিই মারা যাই, তবে আপনাকে সারা জীবন জুড়ে ভূত হয়ে তাড়া করব! হে হে হে!

 

via GIPHY

আরে পজিটিভ থাকুন!

না, আমি তো কখনও পজিটিভ থাকার কথা ভাবিইনি। আপনি বললেন বলেই আমার মনে পড়ল।

আপনাকে দেখে তো কিছু মনে হচ্ছে না!

ওহ! আপনি কি ভাবছিলেন আমার গায়ে সবুজ সবুজ করোনাভাইরাস আপনি দেখতে পাবেন?

এটা কোনও বড় ব্যাপার নয়!

না সত্য়িই কোনও বড় ব্যাপার নয়। তাই আমার শরীর এত এত দুর্বল হয়ে পড়েছে!

আপনি বরাবর দুর্বল!

সত্য়িই কি তাই? আমার মনে হয় আমি অন্তত আপনার থেকে কম দুর্বল। কারণ, আমার শরীর এই বড় অসুখের সঙ্গে লড়াই করছে(covid-19 positive)।

 

আপনার পরিচিত কেউ কোভিড-১৯ পজিটিভ (covid-19 positive)হলে তাঁকে এই কথাগুলো বলুন…

via GIPHY

https://bangla.popxo.com/article/how-long-does-covid-immunity-last-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল