ওয়েলনেস

শীতকাল বলেই জল কম খাবেন? ভোগাবে ডিহাইড্রেশন

Indrani Bose  |  Nov 7, 2021
শীতকাল বলেই জল কম খাবেন? ভোগাবে ডিহাইড্রেশন

শীতকালে ডিহাইড্রেশন (winter dehydration) ভোগাতে পারে । একথা ঠিক যে, শীতকালে আমাদের ঘাম কম হয়। তার মানে এই নয়, শীতকালে শরীরে জলের ঘাটতি হবে না। আসলে শীতকালে শরীরে জলের ঘাটতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কারণ, বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে পরিবেশ রুক্ষ হয়। আমাদের শরীরেও সেই প্রভাব পড়ে। ত্বক যেমন রুক্ষ হয়ে যায়, একইসঙ্গে শরীরের ভিতরেও জলের ঘাটতি হতে পারে। তাই শীতকালে ডিহাইড্রেশন ( winter dehydration) সমস্যা করতেই পারে। তাহলে আপনি কী করবেন ?

শীতকালে মূলত যে ভুলগুলি করে থাকেন ( winter dehydration)

আসলে আপনার শরীরে সবসময় জলের প্রয়োজন। আর্দ্রতার প্রয়োজন। প্রস্রাব করলে আপনার শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যায়। এবং অন্যান্য মাধ্যমেও জল বের হয় শরীর থেকে। তাই প্রয়োজনীয় জল আপনাকে খেতেই হবে। সেই সঙ্গে পর্যাপ্ত ও সঠিক পরিমাণ খাবারও আপনাকে খেতে হবে।

নিয়ম করে জল খাবেন

কী করে বুঝবেন শরীরে জলের ঘাটতি ( winter dehydration) হচ্ছে ?

কীভাবে হাইড্রেটেড থাকবেন শীতকালে?

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ওয়েলনেস