কল্লোলিনী কলকাতা (Kolkata) – প্রতিদিন এখানে কিছু না কিছু নতুন ঘটে যা কলকাতাকে অন্য সব শহরের থেকে আলাদা করে রাখে। একদা সবুজে ঢাকা কলকাতা আজ অত্যধিক আধুনিকতা এবং শহুরে চাপে পড়ে প্রায় গাছহীন। রাস্তা চওড়া হবে সেজন্য গাছ কাটো, জলা জমি, খেলার মাঠ, বড় বাগান সব হঠিয়ে এখন শুধুই আকাশছোঁয়া আবাসন আর বড় বড় শপিং মল। কিন্তু গাছ না থাকলে মানুষ বাঁচবে কি করে বলুন তো? সবাই তো শুধু বলেই খালাস যে ‘গাছ লাগান, প্রান বাঁচান’, কিন্তু কাজের কাজ কি আদৌ হচ্ছে ঠিক যতটা হওয়া প্রয়োজন? সেজন্যই বোধ হয় সাধারণ মানুষের মধ্যে থেকে কেউ কেউ নিজের মতো করে কলকাতার সবুজকে এখনও বাঁচানোর চেষ্টা করছেন। আর সেই কাজেই নিজের সাধ্যমতো যোগদান করেছেন কলকাতারই একজন অটোচালক বিজয় পাল। নিজের অটোর ছাদে তিনি করেছেন ঘাসের বাগান এবং লাগিয়েছেন কিছু ফুলের চারাও।
বিজয় পালের অটোর ‘রুফ টপ গার্ডেন’ যে শুধুমাত্র অটোর শোভাবর্ধন করছে তা কিন্তু না, একই সাথে মানুষের কাছে পরিবেশ রক্ষার বার্তা যেমন পৌঁছচ্ছেন তিনি, তেমনি কিন্তু অপরদিকে এই অটোচালকের ‘সাধারণ’ অটো ‘প্রাকৃতিকভাবেই শীতাতপ নিয়ন্ত্রিত’ অটোতে পরিণত হয়েছে। যেহেতু ছাদে ঘাসের গালিচা তাই প্রখর গ্রীষ্মেও চড়া রোদেও অটোর ভেতরে বেশ ‘ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল’-ই লাগে। এতে বিজয়বাবু তো খুশিই, সাথে খুশি যাত্রীরাও।
কলকাতার এই অটোচালকের (auto driver) মতো চলুন না আমি আর আপনিও নিজের মতো করে যতটা সম্ভব আমাদের প্রানের শহর কলকাতা আর পরিবেশ (envioronment) – দুটোকেই রক্ষা করার চেষ্টা করি।
ছবি সৌজন্যেঃ Hotstar এবং The Quint
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA