বাজার ও কেনাকাটা

ফুট থেকে কেনাকাটার সময়ে এই চিন্তাগুলো কি আপনার মাথায়ও ঘোরে?

Debapriya Bhattacharyya  |  Nov 24, 2021
ফুট থেকে কেনাকাটার সময়ে এই চিন্তাগুলো কি আপনার মাথায়ও ঘোরে?

যতই সাউথ সিটি বা কোয়েস্টে শপিং করি না কেন, হাতিবাগান বা গড়িয়াহাটে ফুটের থেকে দরাদরি করে শপিং করার মজাই আলাদা। ঝেড়ে বেছে, দশটা দোকান ঘুরে পঞ্চাশটা জিনিস দেখে ৫০০ টাকার কুর্তি ১৫০ টাকায় কেনার পর যে একটা যুদ্ধজয়ের অনুভূতি হয়, সেটা ঠিক বলে বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে কি, এই অনুভূতিটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। (thoughts every woman get while street shopping)

যদিও এখন এই ডিজিটাল যুগে বাইরে গিয়ে শপিং করার থেকে অনলাইন শপিং করাটাই অনেকে বেশি পছন্দ করেন, তবুও ফুটের থেকে কেনাকাটা করার একটা আলাদা আকর্ষণ রয়েছে। যখন আপনি কলকাতায় হাতিবাগান বা গড়িয়াহাটে শপিং করতে যান, তখন সেটা শুধুমাত্র শপিং-এই সিমাবদ্ধ থাকে না, পেটপুজোও হয় বটে! তাছাড়া street shopping যে কলকাতার একটা ঐতিহ্যও বটে, সেটা বললে অত্যুক্তি করা হবে না। কি বলেন?

ধরুন আপনি গড়িয়াহাট বা হাতিবাগানে ফুটের থেকে শপিং করতে গেলেন, অনেক দরাদরির পর দোকানদার আপনার বলা দামেই জিনিসটি দেবেন বলে কথা দিলেন, কিন্তু ঠিক তখনই পাশ থেকে অন্য একজন বলে উঠলো। “দাদা ওটা আমাকে দিয়ে দিন, আমি আপনার বলা দামেই কিনবো”, কেমন লাগবে বলুন তো? কষ্ট হবে, রাগ হবে, মনে হবে যেন আপনি জেতা যুদ্ধ হেরে গেলেন! আমার তো এই চিন্তাটা মাথায় আসতেই বুকটা কেমন কেঁপে উঠলো! এরকমই অনেক রকমের ভাবনা আমাদের মাথায় ঘোরে যখন আমরা ফুটের থেকে শপিং করতে যাই – (thoughts every woman get while street shopping)

১। জিনিসটা কি খুব সস্তা বলে বোঝা যাচ্ছে?

২। আমার কলিগরা যদি বুঝতে পারে যে আমি ফুট থেকে কিনেছি?

৩। দোকানদার যা দাম বলবে আমি তার থেকে ২০০ টাকা কম বলব

৪। যদি না মানে জাস্ট হাঁটা লাগাবো, আমাকে ঠিক আবার ডাকবে

৫। আরেকটু দরাদরি করলে বোধয় আরেকটু দাম কমাবে

৬। আচ্ছা, জিনিসটা ডিফেক্টিভ নয় তো? (thoughts every woman get while street shopping)

৭। আমি যার থেকে কিনি, সেই লোকটা কোথায় গেল?

৮। যদি আমার দামে না দেয়? যদি অন্য কেউ বেশি দাম দিয়ে কিনে নেয়?

৯। আরেকবার কি ফিরে যাবো?

১০। না থাক, আর কয়েকটা দোকান দেখি

১১। উফ বাবা! কি গরম আর ভিড়! এতো লোকের শপিং করার কি আছে বুঝি না

১২। অবশ্য আমিও তো এই ভিড়েরই অংশ। আমাকে দেখেও হয়তো অন্যরা তাই ভাবছে

১৩। একটু মোমো খাই। দরাদরি করে হাঁপিয়ে গেছি, খিদেও পেয়েছে। (thoughts every woman get while street shopping)

১৫। যা বাবা! দোকানটা কোথায় ফেলে এলাম?

১৬। না, অন্য দোকানে তো আগের দোকান থেকেও বেশি দাম বলছে, আর কমাচ্ছেও না দামটা।

১৭। যাই ওই দোকানটাতেই যাই আরেকবার

১৮। বাবা, কেউ নেয়নি এখনো, আমি কিনেই ফেলি জিনিসটা।

১৯। দোকানের লোকটা কি ভাবছে আমার সম্বন্ধে কে জানে! (thoughts every woman get while street shopping)

২০। বাড়ি গিয়ে কেচে নিয়ে তারপরেই ড্রেসটা পরতে হবে, কতজনের হাত লেগেছে কে জানে!

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From বাজার ও কেনাকাটা