লাইফস্টাইল

আর কত দিন ঋতুস্রাব সংক্রান্ত ভ্রান্ত ধারণা পুষে রাখবেন?

Debapriya Bhattacharyya  |  Apr 22, 2021
আর কত দিন ঋতুস্রাব সংক্রান্ত ভ্রান্ত ধারণা পুষে রাখবেন? in bengali

প্যাডম্যান ছবিটি দেখেছেন? যদি না-ও দেখে থাকেন, তবুও পিরিয়ড নিয়ে যে বার্তা অক্ষয়কুমার এবং তাঁর সহকর্মীরা প্রচার করেছিলেন, সে খবর তো নিশ্চই রেখেছেন! আপনি হয়তো ভাবছেন, সক্কাল-সক্কাল হঠাৎ করে আমি আবার কেন ‘period’, ‘ঋতুস্রাব’ -এর মতো শব্দ উচ্চারণ করছি! তার কারণ ঋতুস্রাব নিয়ে কথা বলার কোনও নির্দিষ্ট সময় হয় না!

ছবি – পেক্সেলস ডট কম

আজও আমাদের দেশের অনেক জায়গায় ঋতুস্রাব নিয়ে খোলাখুলি কথা বলতে চান না অনেকেই। আমার নিজের মনে আছে, যখন আমি প্রথমবার ঋতুমতী হয়েছিলাম, অনেক ছোট ছিলাম বলে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম; কিন্তু আমার বাড়িতে বড়রা আমার সেই ভয় ভাঙানো তো দূরের কথা, period যে একটা স্বাভাবিক প্রক্রিয়া সেটাও বলার প্রয়োজন মনে করেননি। উল্টে আমাকে বলা হয়েছিল, “কাউকে বলবে না কিন্তু!”

ঋতুস্রাব নিয়ে যে-সব ভ্রান্ত ধারণা অনেকের মনেই এখনও রয়েছে

ছবি – পেক্সেলস ডট কম

আজও অনেকের মুখেই শুনে থাকবেন, “শরীর খারাপ হয়েছে!” আরে বাবা, ঋতুস্রাবের মতো একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়াকে ‘শরীর খারাপ’ কেন বলা হয়, তা আজও আমার মাথায় ঢোকেনি। এমনকী, period নিয়ে প্রচুর কুসংস্কার এবং ভুল ধারণা আছে আমাদের সমাজে! যেমন-

তবে যাই হোক, নানা ধরনের গঠনমূলক প্রচারের সাহায্যে আজ কিছুটা হলেও এই সব কুসংস্কার মানুষের মন থেকে দূর করা গেছে। তবে আজও কিন্তু অনেকেই স্যানিট্যারি ন্যাপকিনের বদলে কাপড়ের প্যাড ব্যবহার করেন তাঁদের ঋতুস্রাব চলাকালীন। অনেকেই জানেন না বা জানলেও পরিচ্ছন্নতার দিকে অতটা গুরুত্ব দেন না। Period চলাকালীন পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে কিন্তু নানা রোগ হতে পারে এবং তখন কিন্তু সত্যি সত্যিই ‘শরীর খারাপ’ হবে!

ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্নতা বজায় না রাখলে যে সমস্যাগুলি হতে পারে

 

ঋতুস্রাব চলাকালীন কিভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন?

ছবি – পেক্সেলস ডট কম

এতক্ষণে আশা করি বুঝতে পারছেন যে, ঋতুস্রাব চলাকালীন hygiene বজায় রাখাটা কেন জরুরি! কিন্তু ঠিক কীভাবে পরিচ্ছন্নতা বজায় রাখবেন, সেটা অনেকেই বুঝে উঠতে পারেন না। কয়েকটা ছোট-ছোট বিষয় মাথায় রাখলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে…

https://bangla.popxo.com/article/immunity-boosting-foods-to-prevent-corona-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল