Life

বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কীভাবে নিজের সুটকেস গোছাবেন হবু কনে

Debapriya Bhattacharyya  |  Jul 3, 2019
বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কীভাবে নিজের সুটকেস গোছাবেন হবু কনে

বিয়ের মরসুম তো বলতে গেলে প্রায় এসেই গেল, আপনাদের মধ্যেও অনেকেরই হয়তো সামনেই বিয়ে (wedding)। বিয়ের দিন কী পরবেন, কেমন সাজবেন, বিয়েতে কেমন মেনু হবে, বিয়েবাড়ির ডেকরেশন কেমন হবে, ছবি ঠিক কীভাবে তুলবেন – মোটামুটি সবই হয়তো ঠিক করে ফেলেছেন, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা প্রায়ই এড়িয়ে যাই, তা হল কনের সুটকেস গোছানো। অনেকেই হয়তো বলবেন, আরে বাবা বউভাতের দিন তো তত্ত্ব হিসেবে কনের সুটকেস যাবেই আর সঙ্গে যাবে তার সব প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু বিয়ে আর বউভাতের মাঝের দিনগুলোতেও তো নতুন বউ-এর কিছু দরকারি জিনিস প্রয়োজন, তাই না? আপনাদের কাজ সহজ করে দেওয়ার জন্য এখানে একটা চেকলিস্ট দিয়ে দিচ্ছি কী-কী ভরবেন সুটকেসে (suitcase) যাতে শ্বশুরবাড়িতে গিয়ে কোনও অসুবিধে না হয়!

শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কীভাবে সুটকেস গোছাবেন

শাটারস্টক

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Life