ফ্যাশন

দর্জির কাছে মাপ দিয়েও ফিট হচ্ছে না ব্লাউজ? মাপ দেওয়ার সময় এই ভুলগুলো করছেন না তো?

Doyel Banerjee  |  Jan 17, 2020
দর্জির কাছে মাপ দিয়েও ফিট হচ্ছে না ব্লাউজ? মাপ দেওয়ার সময় এই ভুলগুলো করছেন না তো?

দর্জির (tailor) কাছে ব্লাউজ (blouse) দিচ্ছেন রীতিমতো মাপজোক করে, অথচ তৈরি প্রোডাক্ট যখন হাতে আসছে, তখন দেখা যাচ্ছে সেটা ঠিকঠাক মাপের হয়নি। কী সমস্যা বলুন তো? এদিকে ঠিকঠাক সঠিক মাপের (stitch) ব্লাউজ ছাড়া কি সুন্দর করে গুছিয়ে শাড়ি পরা যায়? আচ্ছা রেডিমেড ব্লাউজের ক্ষেত্রে এইসব সমস্যা হয় সেটা বুঝলাম কিন্তু তৈরি করা ব্লাউজে কেন এসব সমস্যা হবে? সমস্যা হচ্ছে তার কারণ কিন্তু আপনার দর্জি নয়। কারণ হচ্ছেন আপনি! সরাসরি আপনার দিকেই আঙুল তুলছি বলে কিছু মনে করবেন না প্লিজ। আসলে এই ভুল আপনি, আমি সবাই করে থাকি। না, আর এই সব ভুল রিপিট করবেন না। গাইড করে দিচ্ছি আমরা। 

কোন ধরনের ফ্যাব্রিক বেছে নিচ্ছেন

Instagram

সিল্ক, সুতি না ভেলভেট, কীরকম ফ্যাব্রিক দিয়ে আপনি ব্লাউজ তৈরি করতে দিচ্ছেন, সেটা একটা বড় প্রশ্ন। অনেক সময় এরকম হয় যে, কিছু কাপড় সহজে স্ট্রেচ হতে চায় না। তাই যে মাপ দিচ্ছেন, সেটা যখন ওই কাপড়ের উপর প্রয়োগ করা হয়, এদিকওদিক হয়ে যায়। তাই সিল্ক এবং ভেলভেটের ক্ষেত্রে একটু জায়গা ছেড়ে ব্লাউজ বানাবেন। যাতে প্রয়োজন হলে ঠিক করে নেওয়ার অবস্থা থাকে। 

পিরিয়ড চলাকালীন ব্লাউজের মাপ দেবেন না

shutterstock

এটা জানতেন? আমিও জানতাম না। এরকম কত বার করেছি, তার ইয়ত্তা নেই। পিরিয়ড চলাকালীন শরীর রসস্থ হয়। আমাদের শরীর তখন বেশি করে জল গ্রহণ করে। যে কারণে শরীর ভারী হয়ে যায় আর ফুলে যায়। তাই ওই মাপে যদি আপনি ব্লাউজ তৈরি করেন, তা হলে সেটা আপনার লুজ হবে। 

বগলের অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ

instagram

হাসি পাচ্ছে বুঝি শুনে? কিন্তু এটাই সবচেয়ে বড় সত্যি। মেয়েদের শরীরের গঠন অনুযায়ী আর্মপিট বা বগলের অংশ ঠিকঠাক বসে গেলেই আপনার গোটা ব্লাউজ শরীরে ঠিকঠাক চেপে বসবে। তাই যিনি মাপ নিচ্ছেন, তাঁকে বলবেন তিনি যেন আর্মপিটের মাপ নেওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকেন। সচেতন থাকতে হবে আপনাকেও। বেশি টাইট বা লুজ যেটাই অনুভব করবেন দর্জিকে বলবেন। 

সঠিক ব্রা পরে মাপ দেবেন

pexels

https://bangla.popxo.com/article/full-sleeve-blouse-designs-for-winter-in-bengali

মাপ দেওয়ার সময় এই ব্রাটা এখন পরেনি, ভাল ব্রা অন্য সময় পরব!এটাই ভাবেন তো? কিন্তু এই মারাত্মক ভুল একদম করবেন না। কারণ, যে ব্রা পরে আপনি মাপ দিচ্ছেন, দর্জি কিন্তু সেটাই খাতায় লিখবেন। পরে যদি আপনি অন্য মাপের বা অন্য ধরনের ব্রা পরেন, স্বভাবতই আপনার ব্লাউজ ঠিকঠাক মাপের বলে মনে হবে না। 

ব্লাউজে যখন প্যাডিং দিচ্ছেন

Instagram

আমরা পরামর্শ দিচ্ছি যে প্যাডিংয়ের পরিবর্তে ব্লাউজের মাপ অনুযায়ী লঁজারি বেছে নিন। প্যাডিং আসলে ব্লাউজের সঠিক মাপ নষ্ট করে দেয়। একান্তই যদি প্যাডিং দিতে হয়, দর্জিকে বলে দেবেন যেন সেটা ঠিকঠাক ব্লাউজের সঙ্গে বসে যায়। প্যাডিং খুব মোটা বা খুব পাতলা কোনওটাই হবে না। 

বোতামের বদলে সাইডে চেন বা জিপ বসিয়ে দিন

instagram

বোতাম বসালে সত্যি বলতে কি বিস্তর ঝামেলা আছে। সেটা খুলে যায়, ঠিকঠাক লাগে না। নানা হ্যাপা! তার চেয়ে এক কাজ করুন। সাইডে চেন বা জিপ বসিয়ে নিন। এতে আপনার ব্লাউজের সুন্দর ডিজাইন নষ্ট হবে না। দেখতেও ভাল লাগবে আর ব্লাউজ ঠিকঠাক মাপে বসবে। 

Main Image: theblousepost

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From ফ্যাশন