ফ্যাশন

আপনার সুতির পোশাকগুলোর বিশেষ যত্ন প্রয়োজন, পরামর্শ দিলাম আমরা

Indrani Bose  |  Jul 16, 2021
আপনার সুতির পোশাকগুলোর বিশেষ যত্ন প্রয়োজন, পরামর্শ দিলাম আমরা

কলকাতার মতো শহরে বেশিরভাগ সময়টাই গরম থাকে। বছরের কয়েকটা মাস শীত পড়ে। তবে বেশিরভাগ সময়টাই গরম। তার জন্য়েই আমাদের পোশাকগুলোও সেভাবে কিনতে হয়। এমন পোশাক পরতে হয়, যা পরে গরমেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। গরম সব থেকে আরাম দেয় সুতির পোশাক। তাই আমাদের সবার আলমারিতেই সুতির পোশাক বেশি থাকা ভাল। সুতির পোশাক খুবই কম্ফোর্টেবল। সুতি হল প্রাকৃতিক ফেব্রিক। তুলো থেকে সুতো তৈরি করে বুননে তৈরি হয় সুতির পোশাক। তাই এই ফেব্রিকের বিশেষ যত্ন প্রয়োজন। তাই কাচা থেকে শুরু করে তাকে ভাঁজ করা পর্যন্ত একটি বিশেষ যত্ন প্রয়োজন। আসুন জেনে নিই সুতির পোশাকের যত্ন (take care of cotton dress) নেবেন কীভাবে

 

 

সুতির পোশাকের যত্ন

সুতির পোশাকের যত্ন নিয়ে প্রধান ৩টি বিষয় (take care of cotton dress) 

সঠিক নিয়ম মেনে আয়রন করবেন

সুতির পোশাক কীভাবে কাচবেন

সুতির পোশাক শোকানোর সময় সতর্ক থাকুন

সুতির পোশাক আয়রন করার টিপস

প্রথমে পোশাক উল্টে নিন। উল্টো পিঠে ইস্ত্রি করে নিয়ে তারপর সোজা পিঠে ইস্ত্রি করুন(take care of cotton dress) ।

সুতির পোশাকের যত্ন (take care of cotton dress) নিয়ে আরও কয়েকটি টিপস

https://bangla.popxo.com/article/styling-tips-and-designs-for-cape-style-blouse-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!   

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন! 

Read More From ফ্যাশন