Shoes

পুজোর কেনাকাটা: দুর্গা পুজোয় চাই নতুন জুতো! রইল কলকাতার সেরা ১০টি দোকানের হদিশ

Debapriya Bhattacharyya  |  Sep 20, 2019
পুজোর কেনাকাটা: দুর্গা পুজোয় চাই নতুন জুতো! রইল কলকাতার সেরা ১০টি দোকানের হদিশ

দুর্গা পুজো (Durga Puja) মানেই নতুন ধরনের সাজগোজ, আর সাজগোজ বলতে কিন্তু শুধুমাত্র পোশাক বা গয়না বোঝায় না। আপনার শ্রীচরণযুগলের জন্য চাই মানানসই অথচ আরামদায়ক জুতো (shoes), তা না হলে হেঁটে-হেঁটে ঠাকুর দেখবেন কীভাবে! আবার সব ধরনের জুতো সব পোশাকের সঙ্গেও মানানসই হয় না। কাজেই এক-এক রকমের পোশাকের জন্য বেশ কয়েকটি ভিন্ন ডিজাইনের জুতো রাখা কিন্তু জরুরি। কলকাতার কোথায়-কোথায় কেমন জুতো পাওয়া যায়, সেF হদিশ রইল আজ।

শাটারস্টক

১। শ্রী-লেদারস

বাঙালির দুর্গা পুজোতে জুতো কেনা মানেই কিন্তু শ্রীলেদারস! দারুণ কোয়ালিটির টেকসই এবং ফ্যশনেবল জুতো বাজেটের মধ্যে এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র মহিলাদের জন্য নয়, পুরুষদের জুতোর কালেকশনও খুব ভাল। 

ঠিকানা: ৩ ও ৪, নেলি সেনগুপ্ত সরণি, ফায়ার ব্রিগেড হেড কোয়াটার, এসপ্ল্যানেড, কলকাতা। এছাড়াও এঁদের আরও অনেক শাখা রয়েছে। 

দাম: মহিলাদের স্যান্ডেল মাত্র ৩০০ টাকা থেকে শুরু! 

ফোন নম্বর: ৮৪২০৯৭৬০৬৫ 

ওয়েবসাইট: https://sreeleathers.com

https://bangla.popxo.com/article/10-footwear-styles-that-will-rule-durga-puja-fashion-in-bengali

২। বাটা

বাটাও বহু পুরনো জুতোর কোম্পানি। যদিও আগে বাটা বলতেই মনে হত যে যারা স্টাইলিশ জুতো পরেন না তাঁরা বাটার জুতো পরেন। তবে বাটা কিন্তু এই ধারণা ভেঙে দিয়েছে। এখন এঁদের কালেকশনে রয়েছে পুরুষ-মহিলা উভয়ের জন্যই দারুণ স্টাইলিশ এবং টেঁকসই জুতোর সম্ভার।

ঠিকানা: ৭ বি, মিডলটন স্ট্রিট, কলকাতা। এছাড়াও এঁদের আরও অনেক শাখা রয়েছে কলকাতা ও জেলায়

দাম: ৮৯৯ টাকা থেকে শুরু হচ্ছে মহিলাদের স্যান্ডেল

ফোন নম্বর: ৯৯৮২১২৮৮২০

ওয়েবসাইট: বাটা ডট ইন

প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে

https://bangla.popxo.com/article/durga-puja-special-suburb-shopping-mall-guide-in-bengali

৩। মোচি

দামটা একটু বেশি হলেও ভ্যারাইটি আর কোয়ালিটির দিক থেকে কিন্তু জুতোগুলো দারুণ!

ঠিকানা: ৩ বি, গ্রাউন্ড ফ্লোর, মানসরোবর বিল্ডিং, ক্যামাক স্ট্রিট, কলকাতা। এছাড়াও এঁদের আরও অনেক শাখা রয়েছে

দাম: মহিলাদের স্যান্ডেল শুরু হচ্ছে মোটামুটি ১,১০০ টাকা থেকে

ফোন নম্বর: ০৩৩-৪০০৪৭৩৮১

ওয়েবসাইট: https://www.mochishoes.com/

প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে

৪। খাদিমস

শাটারস্টক

দুর্গা পুজোতে বাঙালি খাদিমস থেকে জুতো কিনবে না তা কি হয়? এঁদের জুতো যেমন ফ্যাশনেবল তেমনই আরামদায়ক!

ঠিকানা: ১৫৯/১এ, রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টর, ডোভার টেরেস, বালিগঞ্জ, কলকাতা। এছাড়াও এঁদের আরও অনেক শাখা রয়েছে।

দাম: মেয়েদের চপ্পল ও স্যান্ডেল মোটামুটি ৫০০ টাকা থেকে শুরু।

ফোন নম্বর: ০৩৩-২৪৬১৭৪০৯

ওয়েবসাইট: https://www.khadims.com

প্রতিদিন সকাল দশটা থেকে রাত ন’টা পর্যন্ত এঁদের সব আউটলেট খোলা থাকে। 

৫। মিলানো ফুটওয়্যার

পুজোর সময়ে যদি বেশ জমকালো জুতো পরতে চান এবং তা-ও কম দামের মধ্যে, তা হলে এখানে আসতেই হবে। এখানে সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি করা জুতো পাওয়া যায় এবং দামও খুব বেশি নয়।

ঠিকানা: ২৭, মির্জা গালিব স্ট্রিট, এসপ্ল্যানেড, তালতলা, কলকাতা

দাম: ৬০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর: ৯৮৩১৮৫৪৭০৬

ওয়েবসাইট: এঁদের কোনও ওয়েবসাইট নেই। ফোন করে যেতে পারেন।

https://bangla.popxo.com/article/must-have-dailywear-flat-shoes-and-sandals-for-women-in-bengali

৬। ডি-ফুট

এখানকার বিশেষত্ব হল, এঁরা স্পেশ্যাল এক ধরনের জুতো তৈরি করেন যা ডায়াবেটিক রোগীদের পরার উপযোগী।

ঠিকানা: সি ডি ১৭, সেক্টর ১, সল্ট লেক, কলকাতা

দাম: ১৯৯ টাকা থেকে শুরু

ফোন নম্বর: ০৩৩-৪০৬৬৬১০০

ওয়েবসাইট: https://dfut.in/

সোম থেকে শনি সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার দুপুর ১২টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে।

৭। জাভো

ট্রেন্ডি অথচ পকেটসই জুতোর খোঁজে থাকলে জাভো থেকে জুতো কিনতে পারেন।

ঠিকানা: এঁদের বেশিরভাগ জুতোই অনলাইনে বিক্রি হয়।

দাম: মোটামুটি ৩৫০ টাকা থে দাম শুরু।

ফোন নম্বর: ৭৪২৮০৬২৮৭৪

ওয়েবসাইট: এঁদের নিজস্ব কোনও ওয়েবসাইট নেই, তবে চাইলে অনলাইনে কিনতে পারেন এঁদের জুতো। অনলাইনে দুর্গা পুজোর জুতো কেনার জন্য এখানে ক্লিক করুন।

৮। ফ্যালকন

শাটারস্টক

ফ্যাশনেবল জুতো পরতে চাইলে একবার ফ্যালকনে ঢুঁ মারতে পারেন। পাম শু থেকে শুরু করে মোজরি, সব কিছুই এখানে পাবেন।

ঠিকানা: ২৪, এ জে সি বোস রোড, কলকাতা

দাম: মোটামুটি ১০০০ টাকা থেকে শুরু

ফোন নম্বর: ০৩৩-৬৫২৬১৯৫৪

ওয়েবসাইট: এঁদের নিজস্ব কোনও ওয়েবসাইট নেই। দোকানে এসে তবেই পছন্দ করে কিনতে পারবেন জুতো

সোম থেকে শনি সকাল দশটা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকে তবে রবিবার বন্ধ থাকে।

৯। ফ্যাব বেলা

ব্যালেরিনা থেকে শুরু করে পিপ-টো, সব রকম জুতোই পেয়ে যাবেন এখানে। আপনাকে শুধু ঠিক করতে হবে যে দুর্গা পুজোতে কোন পোশাকের সঙ্গে কোন জুতোটা পরবেন!

ঠিকানা: এঁদের সব জুতোই অনলাইনে কিনতে পারেন। কেনার জন্য এখানে ক্লিক করুন

দাম: মেয়েদের ব্যালেরিনা মোটামুটি ৯৫০ টাকা থেকে শুরু।

ফোন নম্বর: ৯৯৮৭৯৩০৪০৪

ওয়েবসাইট: যে-কোনও জিজ্ঞাসা থাকলে ই-মেল করতে পারেন roma@fabbella.com –এ।

https://bangla.popxo.com/article/durga-puja-special-sunglasses-according-to-your-face-shape-in-bengali

১০। লেডি গাগা

যদি আপনি ফ্যশনেবল এবং আরামদায়ক জুতো কিনতে চান, অথচ সঙ্গে এ-ও চান যে পকেটে টান পড়বে না, তা হলে লেডি গাগা-তে আসতে পারেন।

ঠিকানা: এ সি মার্কেট, ১/২, লর্ড সিনহা রোড,

দাম: ৩০০ টাকা থেকে দাম শুরু।

ফোন নম্বর: ৯২৩০৬৫০৩৩০

ওয়েবসাইট: এঁদের নিজস্ব কোনও ওয়েবসাইট নেই, তবে ফোন করে চলে যেতে পারেন কেনাকাটা করতে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দিতামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

Read More From Shoes