লাইফস্টাইল

রাত আরও সুন্দর হোক এই মিষ্টি মেসেজগুলোয়

Debapriya Bhattacharyya  |  May 18, 2022
রাত আরও সুন্দর হোক এই মিষ্টি মেসেজগুলোয়

সারাদিন ক্লান্তির পর ঘুমের দেশে পাড়ি দেওয়ার আগে যদি মোবাইলে টুং করে একটা সুন্দর গুড নাইট মেসেজ ঢোকে প্রিয়জনের কাছ থেকে, সারাদিনের ক্লান্তি যেন এক নিমেষে মুছে যায়… ঠিক সেরকমই আপনিও যদি আপনার প্রিয়জনকে ঘুমনোর আগে শুভ রাত্রি শুভেচ্ছা জানান, তাহলে তাঁরও কত ভাল লাগবে ভেবে দেখুন তো! কিন্তু কোথায় পাবেন এতো গুড নাইট মেসেজ সেটাই ভাবছেন তো? রইল সেরার সেরা ১৫টি Good Night Bengali SMS

আজ এখানে আপনাদের জন্য এমন কয়েকটি বাংলা মেসেজের সংকলন শেয়ার করছি যেগুলো আপনি আপনার মনের মানুষের সাথে সাথে আপনার বন্ধু-বান্ধব, এমনকী, মা-বাবাকেও পাঠাতে পারবেন। তাহলে আর দেরি না করে দেখে নিন সেরা বাংলা শুভ রাত্রি এস এম এস –

মনের মানুষকে পাঠান এই গুড নাইট মেসেজগুলো

১। আমার সোনা, আজ যদিও তুমি তোমার টেডি বিয়ারের সঙ্গে ঘুমোচ্ছ, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দু’জনে খুব তাড়াতাড়ি একসঙ্গে ঘুমবো…অনেক আদর, শুভ রাত্রি

২। যদিও তোমাকে শুভ রাত্রি লিখে পাঠাচ্ছি, কিন্তু আমি জানি আজ তোমার রাতটা ভাল কাটবে না! কারণ, আমি তোমার পাশে তোমাকে জড়িয়ে ধরে নেই।

৩। পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মিষ্টি মানুষটা এখন আমার পাঠানো মেসেজ পড়ছে…আর মিটিমিটি হাসছে… কি, তাই তো? শুভ রাত্রি আমার সোনা!

৪। সারাদিন তোমার সঙ্গে বকবক করেও আমার মন ভরে না… রাতটুকু যেন কাটতেই চায় না… এই রাতটা এত বড় আর খালি-খালি লাগে তোমাকে ছাড়া… তুমি হয়তো ঘুমিয়ে পড়েছ, তোমাকে জানাই শুভ রাত্রি। 

৫। রাতের মধ্যে একটা ম্যাজিক আছে আর আমাদের ভালবাসার মধ্যেও… সেজন্যই বোধ হয় রাত এত সুন্দর, ঠিক তোমার মতো…শুভ রাত্রি!

প্রিয় বন্ধুকে পাঠান এই গুড নাইট মেসেজগুলো

১। কেউ টাকা-পয়সা নিয়ে অহংকার করে, কেউ বা আবার রূপ নিয়ে; যাকে আমি মেসেজ করি, সে নিজের কপাল নিয়ে অহংকার করে 😀

২। রাতের তারা তাকিয়ে দেখো আকাশপানে ভাসে, সত্যিকারের বন্ধু পেলে মনে খুশি আসে। রাতজাগা এক পাখি জানি আমার পথের যাত্রী, সময় হল তাই তো এবার জানাই শুভ রাত্রি!

৩। চাঁদের আলো ঝিমিয়ে গেছে ঝিঁ ঝিঁ পোকাও চুপ, আমার তোমাকে এখনও বন্ধু মনে পড়ছে খুব… রাতের আঁধার ঘন কালো, এবার বন্ধু ঘুমোতে চলো! শুভ রাত্রি।

৪। নীরব রাতে ঘুমের পরি হাসছে মিটিমিটি, আমার আবার মনে পড়ছে ছোটবেলার স্মৃতি… বন্ধু তোকে দেখতে আমার মনটা দিল পাড়ি, এবার তা হলে ঘুমিয়ে পড়, না ঘুমলেই আড়ি!

৫। সকালটা শেষ হল নিরিবিলিতে। দুপুরটা গেল ক্লান্তিতে। বিকেল ভরে ছিল নীরবতায়। এবারে রাত শুরু হল চাঁদ-তারার খেলায়। তোর রাতটা কাটুক স্বপ্নে ঘিরে, সকালটা হোক ফুরফুরে! শুভ রাত্রি

মা-বাবাকে পাঠান এই গুড নাইট মেসেজগুলো

১। আকাশের চেয়ে উঁচু কিছু নেই, সমুদ্রের চেয়ে গভীর কিছু নেই, এমনিতে তো পৃথিবীর সব মা-বাবাই দারুণ, কিন্তু আমার মা-বাবার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই! শুভ রাত্রি

২। আমি তোমাকে বাবা বলে ডাকি ঠিকই, কিন্তু তুমি আমার সবচেয়ে ভাল বন্ধু। তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে অন্যভাবে বাঁচতে শিখিয়েছে, অন্যভাবে ভাবতে শিখিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমার রাতটা যেন শুভ হয়!

৩। জ্যোৎস্না ভরা চাঁদের আলো, মা গো তুমি থেকো ভাল… রাত্রি এবার অনেক হল, ঘুম আমাকে জানিয়ে দিল… শুভ রাত্রি!

৪। সারা জীবনে যত গান শুনেছি, তার মধ্যে সেরা হল তোমার গলায় ঘুমপাড়ানি গান…শুভ রাত্রি মা

৫। সারাজীবন আমার মাথার উপরে ছাতা হয়ে থেকেছ তুমি বাবা, যাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি… আজকের রাতটা তুমি অন্তত নিশ্চিন্তে ঘুমোও… শুভ রাত্রি…

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল