গরমকাল মানেই সূর্যের দাপাদাপি, প্যাচপ্যাচে ঘাম আর চিটচিটে একটা ব্যাপার। প্রতিদিনের বিউটি রুটিনের এমনিতেই বারোটা বাজে তখন! আর যাঁদের ত্বক এমনিতেই তেলতেলে, তাঁরা স্বাভাবিকভাবেই গরমকালে ময়শ্চারাইজার (top 5 moisturizers for summer) লাগানোটা এড়িয়ে চলেন। এমনিতেই তো সারাক্ষণ মুখ ঘেমে থাকে, আর ঘাম থেকে ত্বক হয়ে ওঠে তেলতেলে; তার উপর যদি ময়শ্চারাইজার লাগাতে হয়, তা হলে তো আর দেখতে হবে না! কিন্তু অনেকেই জানেন না যে, ময়শ্চারাইজার শুধুমাত্র শীতকালে নয়, গরমকালেও লাগানো দরকার।
অনেকেই আছেন, যাদের কম্বিনেশন স্কিন অর্থাৎ গরমকালে ত্বক প্রচণ্ড তেলতেলে হয়ে যায় আর শীত পড়তে না-পড়তেই শুষ্ক হয়ে যায়। তাঁদেরও কিন্তু গরমের মধ্যে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে হ্যাঁ, শীতকালে যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন, গরমে অবশ্যই সেগুলো ব্যবহার করতে পারবেন না। হালকা কোনও প্রোডাক্ট আপনার প্রয়োজন। POPxo বাংলা তাই সেরা পাঁচটি ময়শ্চারাইজার বেছে দিচ্ছে, যেগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখবে কিন্তু ত্বককে চিটচিটে করবে না!
১। মনিশ মালহোত্রা আমলা ময়শ্চারাইজিং জেল
অনেকেই মনে করেন গরমকালে ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন হয় না। তবে এটি ভুল ধারনা। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা অনায়াসে জেল বেসড ময়শ্চারাইজার লাগাতে পারেন। এতে ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ হয় না আবার ত্বক আর্দ্রও থাকে। ট্রাই করতে পারেন মনিশ মালহোত্রা আমলা ময়শ্চারাইজিং জেল। সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি এই ময়শ্চারাইজারটি।
- সুবিধে: একশ শতাংশ প্রাকৃতিক
- সমস্যা: তেমন কিছুই নেই
- দাম: ৯৪৫ টাকা
২। নিউট্রোজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল
কোনোরকম অতিরিক্ত তেলতেলে ভাব ছাড়াই ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য বেছে নিতে পারেন নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। কোনোরকম অতিরিক্ত তেলতেলে ভাব ছাড়াই ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য এই অয়েল-ফ্রি প্রোডাক্টটি সত্যিই খুব ভাল।
- সুবিধে: সারা দিন ত্বক নরম রাখে।
- সমস্যা: অয়েল-ফ্রি বলে শুষ্ক ত্বকে খুব একটা ভাল কাজ করে না।
- দাম: ৯০০ টাকা
৩। খাদি ন্যাচারাল আয়ুর্বেদিক মিন্ট অ্যান্ড কুকুম্বার মিস্ট
যদি চান যে, গরমকালে ত্বক ঠান্ডা থাকুক, তা হলে খাদি ন্যাচারাল-এর এই কুকুম্বার স্প্রে ব্যবহার করুন। যেহেতু প্রোডাক্টটি আয়ুর্বেদিক, কাজেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যখনই গরমের চোটে ত্বকে জ্বালাভাব বা কোনও রকম ইরিটেশন হবে, একবার শুধু স্প্রে করে নেবেন।
- সুবিধে: সব জায়গায় পাবেন এবং সস্তা।
- সমস্যা: যাঁদের ত্বক খুব বেশি শুষ্ক, তাঁদের জন্য এই প্রোডাক্টটি উপযুক্ত নয়।
- দাম: ১১২ টাকা
৪। ক্লিনিক ডারম্যাটেক্যালি ডিফারেন্ট হাইড্রেটিং জেলি
যাঁরা গরমকালে ভারী এবং চিটচিটে কোনও ময়শ্চারাইজার লাগাতে পছন্দ করেন না, তাঁরা বেছে নিন এই প্রোডাক্টটি। এই জেল বেসড ময়শ্চারাইজার ত্বকের গভীরে গিয়ে আপনার ত্বককে পুষ্টি যোগায় এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।
- সুবিধে: একদম হালকা, কোনও চিটচিটে ভাব নেই।
- সমস্যা: দাম একটু বেশির দিকে।
- দাম: ২২০০ টাকা
৫। বায়োটিক বায়ো ড্যান্ডেলিয়ন ভিজিবলি এজলেস সিরাম
যে-কোনও ধরনের ত্বকের জন্য উপযোগী এই সিরামটি নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম তো হবেই, পাশাপাশি কমে যাবে বয়সজনিত বলিরেখাও। শীত হোক বা গরম, ত্বকের আর্দ্রতা বজায় রাখার সঙ্গে এই সিরামটি ভিতর থেকে পুষ্টি জুগিয়ে ত্বকের টেক্সচার ঠিক করতেও সাহায্য করে।
- সুবিধে: যে-কোনও জায়গায় পেয়ে যাবেন এবং দাম এক্কেবারে পকেটসই।
- সমস্যা: কিছুই নেই।
- দাম: ২৩০ টাকা
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From রূপচর্চা ও বিউটি টিপস
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA