Oily Skin

সেরার সেরা পাঁচটি অয়েল ফ্রি ময়শ্চারাইজার – তৈলাক্ত ত্বকের সঞ্জীবনী

Debapriya Bhattacharyya  |  May 31, 2021
সেরার সেরা পাঁচটি অয়েল ফ্রি ময়শ্চারাইজার – তৈলাক্ত ত্বকের সঞ্জীবনী

খেয়াল করে দেখবেন, সারা শরীরের মধ্যে মুখেই বেশি ঘাম হয় আর মুখটাই প্রথম তেলতেলে হয়ে যায়! কিন্তু বাইরে থেকে ত্বক যতই তেলতেলে দেখতে লাগুক না কেন, ত্বকের ভিতরের আর্দ্রতা সবসময় বজায় না-ও থাকতে পারে। ঠিকঠাক যত্ন না নিলে ত্বক অকালেই বুড়িয়ে যায়। আর ঠিক সেজন্যই ত্বককে ময়শ্চারাইজ (top 5 oil free moisturizers for monsoon) করা খুব দরকার। আর গরমকালে এমন ময়শ্চারাইজার দরকার, যা আপনার ত্বককে ঠান্ডা করবে আর সেটাও তেলতেলে না করে…

বায়োটিক বায়ো ড্যান্ডেলিওন ভিসিবলি এজলেস সিরাম

যে-কোনও ধরনের ত্বকের জন্য উপযোগী এই সিরামটি নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম তো হবেই, পাশাপাশি কমে যাবে বয়সজনিত বলিরেখাও। শীত হোক বা গরম, ত্বকের আর্দ্রতা বজায় রাখার সঙ্গে এই সিরামটি ভিতর থেকে পুষ্টি জুগিয়ে ত্বকের (top 5 oil free moisturizers for monsoon) টেক্সচার ঠিক করতেও সাহায্য করে।

সুবিধে: যে-কোনও জায়গায় পেয়ে যাবেন এবং দাম এক্কেবারে পকেটসই।

সমস্যা: কিছুই নেই।

দাম: ১৬১ টাকা (৪০ মিলি)

ক্লিনিক ডারম্যাটিক্যালি ডিফারেন্ট হাইড্রেটিং জেলি

যাঁরা গরমকালে ভারী এবং চিটচিটে কোনও ময়শ্চারাইজার লাগাতে পছন্দ করেন না, তাঁরা বেছে নিন এই প্রোডাক্টটি। এই জেল বেসড ময়শ্চারাইজার ত্বকের গভীরে গিয়ে আপনার ত্বককে পুষ্টি যোগায় এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

সুবিধে: একদম হালকা, কোনও চিটচিটে ভাব নেই।

সমস্যা: দাম একটু বেশির দিকে।

দাম: ৩,৮০০ টাকা (১২৫ মিলি)

খাদি ন্যাচারাল আয়ুর্বেদিক মিন্ট অ্যান্ড কুকুম্বার ফেস স্প্রে

যদি চান যে, গরমকালে ত্বক ঠান্ডা থাকুক, তা হলে খাদি ন্যাচারাল-এর এই কুকুম্বার স্প্রে ব্যবহার করুন। যেহেতু প্রোডাক্টটি (top 5 oil free moisturizers for monsoon) আয়ুর্বেদিক, কাজেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যখনই গরমের চোটে ত্বকে জ্বালাভাব বা কোনও রকম ইরিটেশন হবে, একবার শুধু স্প্রে করে নেবেন।

সুবিধে: সব জায়গায় পাবেন এবং সস্তা।

সমস্যা: যাঁদের ত্বক খুব বেশি শুষ্ক, তাঁদের জন্য এই প্রোডাক্টটি উপযুক্ত নয়।

দাম: ২৫০ টাকা (১০০ মিলি করে দুটো বোতল)

গ্লো ইরিডিসেন্ট ব্রাইটেনিং ময়শ্চারাইজিং ক্রিম

এমন একটি ময়শ্চারাইজিং ক্রিম খুজছেন কি, যা আপনার ত্বকে তেলতেলে ভাব আনবে না অথচ ত্বক আর্দ্র রাখবে তাহলে গ্লো ইরিডিসেন্ট ব্রাইটেনিং ময়শ্চারাইজিং ক্রিম আপনার জন্য বেশ কাজের। এটি যে শুধু ত্বকের আরদ্রতা ধরে রাখে তা নয়, অ্যান্টি এজিং হিসেবেও দারুন কাজ করে।

সুবিধে: শুষ্ক ত্বকের জন্য খুব ভাল, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকে জেল্লা ফিরিয়ে আনে

সমস্যা: পকেটসই নয়

দাম: ১৫৯৫ টাকা (৩০ মিলি)

নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল

কোনোরকম অতিরিক্ত তেলতেলে ভাব ছাড়াই ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য বেছে নিতে পারেন নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। কোনোরকম অতিরিক্ত তেলতেলে ভাব ছাড়াই ত্বকের আর্দ্রতা (top 5 oil free moisturizers for monsoon) বজায় রাখার জন্য এই অয়েল-ফ্রি প্রোডাক্টটি সত্যিই খুব ভাল। 

সুবিধে: সারা দিন ত্বক নরম রাখে।

সমস্যা: অয়েল-ফ্রি বলে শুষ্ক ত্বকে খুব একটা ভাল কাজ করে না।

দাম: ৯০০ টাকা (১৪৫ মিলি)

https://bangla.popxo.com/article/pro-tips-to-do-makeup-and-skin-care-in-budget-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Oily Skin