মেকআপের সরঞ্জাম

৫০০ টাকার নীচে গরমে লাগানোর জন্য এই ছয়টি লিপস্টিক শেড আছে তো?

Debapriya Bhattacharyya  |  Mar 5, 2021
৫০০ টাকার নীচে গরমে লাগানোর জন্য ছয়টি লিপস্টিক শেড in bengali

গরমের সঙ্গে লিপস্টিকের কী সম্পর্ক, তাই ভাবছেন তো? খুব যে গভীর সম্পর্ক আছে তা নয়, আবার একেবারেই যে সম্পর্ক নেই, তা-ও নয়। খোলসা করে বলি। শীতকালে আবহাওয়া এমনিতেই এত সুন্দর থাকে, গাঢ় রং পরলে ভালই লাগে। কিন্তু গরমকালে আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে হালকা, সুদিং রং না পরলে মানায় না। যাঁরা লিপস্টিক (top 6 lipstick shades under 500 for this summer) ছাড়া মেকআপের শুরু থেকে শেষ ভাবতে পারেন না, বাজেটের মধ্যে লিপস্টিক না হলে তাঁদের পক্ষে খুব মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ, তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে এবং দিনের বিভিন্ন সময়ে নানা শেডের লিপস্টিক লাগে। তাঁদের কথা এবং বাকি সকলের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি লিপস্টিক, যার দাম একদম আপনার আয়ত্তের মধ্যে আবার শেডগুলিও গরমের সঙ্গে মানানসই।

১। এল আই টি লিকুইড ম্যাট লিপস্টিক – কাফিং

কাফিং হল মালবেরি (top 6 lipstick shades under 500 for this summer) শেডের। আপনার রোম্যান্টিক বিকেলের জন্য আদর্শ। এটি পেটা দ্বারা অনুমোদিত ভেগান লিপস্টিক।

সুবিধে

দাম: মাত্র ৩৯৫ টাকা

২। এল আই টি লিকুইড ম্যাট লিপস্টিক – বু

বু হল ভার্সেটাইল নুড রোজ টিনটেড নুড লিপস্টিক। এটি পেটা দ্বারা অনুমোদিত ভেগান লিপস্টিক।

সুবিধে

দাম: মাত্র ৩৯৫ টাকা

৩। এল আই টি লিকুইড ম্যাট লিপস্টিক – বুটি কল

বুটি কল-এর লাল শেড (top 6 lipstick shades under 500 for this summer) আলাদা করে উত্তেজনা তৈরি করবে। এটি পেটা দ্বারা অনুমোদিত ভেগান লিপস্টিক।

সুবিধে

দাম: মাত্র ৩৯৫ টাকা

৪। এল আই টি – পি এইচ – লিপ বাম – বাইট মি

বাইট মি একটি ফ্রুটি স্ট্রবেরি ফ্লেভার। যখন আপনি কেয়ারফুলি কেয়ারলেস অ্যাটিটিউড চান, তখন এই লিপ বামটি লাগিয়ে নিন। এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

সুবিধে

দাম: মাত্র ৩৪৫ টাকা

৫। এল আই টি – পি এইচ – লিপ বাম – অরেঞ্জ ক্রাশ

ফ্রেশ ট্যাঞ্জারিন একটা সুগন্ধ রয়েছে অরেঞ্জ ক্রাশে। গরমের জন্য দারুণ (top 6 lipstick shades under 500 for this summer), রসালো এবং সুস্বাদু – ফ্রুটি ফ্লেভারের কথা বলা হচ্ছে কিন্তু! এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

সুবিধে

দাম: মাত্র ৩৪৫ টাকা

৬। এল আই টি – পি এইচ – লিপ বাম – নেটফ্লিক্স এন চিল

ইনটেনস চেরি ফ্লেভার নেটফ্লিক্স এন চিল। যে-কোনোও অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উঠতে এই লিপ বামটিই সাহায্য করবে।  এটি PETA অনুমোদিত ক্রুয়েলটি ফ্রি ভেগান প্রোডাক্ট।

সুবিধে

দাম: মাত্র ৩৪৫ টাকা

https://bangla.popxo.com/article/pro-tips-to-choose-colored-eyeliners-according-to-skin-tone-and-eye-color-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From মেকআপের সরঞ্জাম