বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য

গরমকালেও ব্যবহার করা যায় এমন ১০টি ফাউন্ডেশান

Doyel Banerjee  |  Apr 28, 2019
গরমকালেও ব্যবহার করা যায় এমন  ১০টি ফাউন্ডেশান

গরম (summer) এলেই মেকআপ করতে যারা ভালোবাসেন তাদের মুখ শুকিয়ে যায়। মনে হয় এবার সব মেকআপের জিনিসপত্র আলমারিতে তুলে রাখতে হবে। বিশেষ করে  ফাউন্ডেশানের (foundations) তো আপাতত ছুটিই হয়ে গেল। মুখে এমনিতেই এত ঘাম হয় তার উপরে ফাউন্ডেশান (foundations)  দিলে কীরকম অবস্থা হবে সেটা ভেবেই অনেকে আঁতকে ওঠেন। তবে এসব দুঃস্বপ্ন এবার কাটিয়ে ফেলুন। আমরা নিয়ে এসেছি এমন ১০টি  ফাউন্ডেশান (foundations)  যা একদম নিশ্চিন্তে গরমকালে ব্যবহার করা যায়।

১)Maybelline Fit me & Poreless Foundation

একদম ভারতীয় স্কিন টোনের কথা চিন্তা করেই এটা তৈরি করা হয়েছে। এটি আপনাকে একটি সেমি ম্যাট ফিনিশ দেবে আর দেবে মিডিয়াম কভারেজ। তৈলাক্ত ত্বকের জন্য এটা সেরা। যাদের ত্বক শুষ্ক তারা এটা লাগাবার আগে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

কিনতে হলে এখানে ক্লিক করুন 

দামঃ ৫২৫ টাকা (৩০এমএল)

২) Lo’real  24H Infallible Stay Fresh Foundation

এটার দাম একটু বেশি হলেও ফুল কভারেজ ম্যাট ফিনিশ পেতে এটুকু টাকা খরচ করাই যায়। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব ভালো এবং এটি ত্বকে অনেকক্ষণ থাকে। ফলে যারা সারাদিন বাইরে থাকে তাদের জন্য এটি আদর্শ।

দামঃ ১৩২৫ (৩০এমএল)

কিনতে হলে এখানে ক্লিক করুন

৩) Faces Glam On Prime Perfect Foundation

পাঁচটি শেডে এই ফাউনডেশান পাওয়া যায়। এর ক্রিমি টেক্সচার সহজেই ত্বকের সঙ্গে মিশে যায়।

দামঃ ৬৯৯ টাকা (৩০এমএল)

কিনতে হলে এখানে ক্লিক করুন

 

৪) Lo’real True Match foundation

এই ফাউনডেশানের আছে একাধিক শেড। ফলে আপনি নিজের পছন্দমতো একটা বেছে নিতে পারেন। এর পিগমেনটেশান আর ব্লেন্ডিং কোয়ালিটি এতটাই ভালো যে মুখে কিছু লাগিয়েছেন মনেই হবে না। এটি মিডিয়াম থেকে ফুল কভারেজ দেয় এবং অনেকক্ষণ মুখে থাকে।

দামঃ ১০২৫ টাকা (৩০এমএল)

কিনতে হলে এখানে ক্লিক করুন

 

৫) Lo’real  Magic Nude Liquid Powder Foundation

এটিও তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। এই ফাউনডেশানের বৈশিষ্ট্য হল এটি লিকুইড ফাউনডেশান হলেও যখন লাগাবেন পাউডারি এফেক্ট দেবে অর্থাৎ তেলতেল করবে না। প্রতিদিন যারা ফাউনডেশান ব্যবহার করে তাদের জন্য এটা ভালো। এর অনেকগুলো শেড আছে এবং এটি গরমকালের জন্য আদর্শ। কারণ এতে আছে এসপিএফ ১৮।

দামঃ ৮৯৯ টাকা (২৭এমএল)

 

৬) Revlon Colorstay (Oily to combination) Foundation

যারা খুব ঘামে এবং যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এটি সেরা। এটি ম্যাট ফিনিশ দেয় ও অনেকক্ষণ থাকে। আপনি ঘামলেও ফাউনডেশান ঠিক থাকে।

দামঃ ৮৯৯ টাকা (২৭এমএল)

কিনতে হলে এখানে ক্লিক করুন 

 

৭) Lakme Absolute Mattreal Skin Natural Mousse

ওয়ার্কিং লেডি যারা তারা এটা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। মুজের গুণ আছে বলেই কোনও ব্রাশ বা স্পঞ্জ ছাড়াই এটা ত্বকে সুন্দর করে মিশে যায়। গরমকালে তো এটা লাগবেই যে কোনও সময়েই অনায়াসে ব্যবহার করা যায়। কারণ এর টেক্সচার আপনার ত্বকের সঙ্গে খুব সুন্দর মিলিয়ে যায়।

দামঃ ৮৯৫ টাকা (৩০এমএল)

কিনতে হলে এখানে ক্লিক করুন       

 

৮)Bourjois Paris Healthy Mix Foundation

এই  ফাউন্ডেশান আপনার মুখে সুন্দর গ্লো নিয়ে আসবে। অসহ্য গরমেই দিব্যি ৬ থেকে ৭ ঘণ্টা এটি মুখে থেকে যায়।

দামঃ ১৪৮০ টাকা (৩০এমএল)

 

৯)Colorbar Full Cover Makeup Stick

এটি হল  ফাউন্ডেশান কাম কনসিলার। এতে আছে এসপিএফ ৩০ তাই কাজ করে সানস্ক্রিন হিসেবেও।

দামঃ ৬৭৫ টাকা (৮ গ্রাম)

কিনতে হলে এখানে ক্লিক করুন  

১০)Maybelline Dream Satin Liquid Foundation

এর মুজ টেক্সচার আপনার ত্বকের ছিদ্রকে অনেক ছোট দেখাবে। ত্বকের সঙ্গে সুন্দর ভাবে মিশে যায়। ৫ থেকে ৬ টা শেডে পাওয়া যায়। ডিউ লুক পেটে হলে এটি বেছে নেবেন।    

দামঃ ৭০০ টাকা (২৭এমএল)

 

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Read More From বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য