নাইটলাইফ এবং ফুড

ফুডি এবং মুডিরা ভিড় জমান পার্ক স্ট্রিটের এই ১২টি রেস্তরাঁয়!

Doyel Banerjee  |  May 9, 2019
ফুডি এবং মুডিরা ভিড় জমান পার্ক স্ট্রিটের  এই ১২টি রেস্তরাঁয়!

বাবার সঙ্গে পার্ক স্ট্রিটে (park street) গিয়েছি, অথচ কোনও রেস্তরাঁয় (restaurants) না খেয়েই ফিরে এসেছি, সত্যি কথা বলতে গেলে, ছোটবেলার এমন কোনও দিনের কথা আমার মনেই পড়ে না (top restaurants in park street)। পার্ক স্ট্রিটের (park street) মহিমাই এরকম! রাস্তার দু’ ধারে সারি দিয়ে সাজানো দোকান আপনাকে হাতছানি দিয়ে ডাকবে আর সেই ডাক উপেক্ষা করে জাস্ট সম্ভব নয়। এখনও বিবাহবার্ষিকী বা জন্মদিনের সেলিব্রেশনে পার্ক স্ট্রিট (park street) ছাড়া মাথায় অন্য কিছু আসে না। যদিও এখন কলকাতার অন্য অঞ্চলেও অনেক নামী রেস্তরাঁ (restaurants) আছে তবু পার্ক স্ট্রিট (park street) এখনও স্বমহিমায় উজ্জ্বল। তাই যাঁরা খেতে ভালবাসেন, আর যাঁরা বিলের কথা চিন্তা না করে খাওয়াতে ভালবাসেন, তাঁদের জন্য রইল পার্ক স্ট্রিটের সেরা (top) ১২টি রেস্তরাঁর (top) সন্ধান।

১) পিটার ক্যাট

দুর্গা পুজো-বড়দিন, মানে, উৎসবের দিনগুলো বাদ দিন, খাওয়ার জন্য সারা বছরই এখানে লম্বা লাইন পড়ে। ছয়ের দশকের এই রেস্তরাঁ শুধু কলকাতাবাসীর নয় মন জয় করেছে বহু বলিউড চিত্রতারকাদেরও।

ঠিকানা ১৮ এ স্টিফেন কোর্ট, পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট কেএফসির বিপরীতে। কলকাতা ১৬

ফোন: (০৩৩) ২২২৯ ৮৮৪১

দু’জনের জন্য খরচ ১,০০০ টাকা 

POPxo Recommends চেলো কাবাব

২) মোকামবো

পিটার ক্যাটের মতোই পুরনো এই রেস্তরাঁর জন্ম সেই ১৯৫৬ সালে। এখানে এমন কয়েকটি সিগনেচার ডিশ আছে, যেমন ডেভিল ক্র্যাব বা প্রন ককটেল, যা অন্য কোথাও পাবেন না।

ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর ২৫বি, পার্ক স্ট্রিট, কলকাতা ১৬, কারনানি ম্যানসানের কাছে

ফোন: (০৩৩) ২২২৯ ০০৯৫

দু’জনের জন্য খরচ ১,২০০ টাকা

POPxo Recommends চিকেন আলা কিভ

৩) বারবিকিউ নেশন

b

পেট ভরে যারা কাবাব খেতে ভালবাসেন, তাঁদের জন্য আদর্শ। ব্যবস্থা আছে লাইভ গ্রিলিংয়েরও। অর্থাৎ আপনার টেবিলের উপরই থাকবে কাবাব সেঁকে নেওয়ার ব্যবস্থা।

ঠিকানা: ২৪, ফার্স্ট ফ্লোর, পার্ক সেন্টার বিল্ডিং, কলকাতা ১৬

ফোন: (০৩৩) ৬৪৮০ ৬০৬০

দু’জনের জন্য খরচ ১,৫০০ টাকা

POPxo Recommends মুর্শিদাবাদি চিকেন বিরিয়ানি

 

৪) তুং ফং

মোকামবোর পাশেই আছে তুংফং। কলকাতার চায়না টাউনের মনিকা লিউয়ের রেস্তরাঁ। এখানে এতটাই স্পেস আছে যে হাত-পা ছড়িয়ে আরাম করে বসা যায়। শান্ত পরিবেশ, আর খাওয়ার তো লাজবাব।

ঠিকানা: কারনানি ম্যানসান, ২৫বি, মির্জা গালিব স্ট্রিট, পার্কস্ট্রিট, কলকাতা ১৬

ফোন: (০৩৩) ২২১৭ ৪৯৬৯

দু’জনের জন্য খরচ ১,৪০০ টাকা

POPxo Recommends তুং ফং সিগনেচার ফ্রায়েড রাইস 

 

৫) খানদানি রাজধানী

যাঁরা নিরামিষ খান আর যাঁরা মাঝে-মধ্যে নিরামিষ পছন্দ করেন, তাঁদের দারুণ লাগবে এই জায়গা। ওয়েলকাম ড্রিঙ্ক হল এখানকার স্পেশ্যালিটি। পাওয়া যায় রাজস্থানি ও গুজরাতি থালি।

ঠিকানা: ২১, পার্ক স্ট্রিট, কলকাতা ১৬ (পার্ক হোটেলের পাশে)

ফোন: ৮১০০৪ ৩০৪০৭

দু’জনের জন্য খরচ ৯০০ টাকা 

POPxo Recommends  ডাল-বাটি-চুরমা

৬) মামাগোতো

নামটা জাপানি, যার মানে হল খাবার নিয়ে খেলা! জাপানি খাবার এখন কলকাতার ক্রেজ। খুব বেশিদিন হয়নি এই রেস্তরাঁ পার্ক স্ট্রিটে পা রেখেছে, তবে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

ঠিকানা: ২৪, পার্ক স্ট্রিট, কলকাতা ৭১

ফোন:(০৩৩) ৩৩৯৯ ৯৬১০

দু’জনের জন্য খরচ ১,৫০০ টাকা

POPxo Recommends  সুশি

৭) বারবিকিউ

পার্ক স্ট্রিটের অন্যতম জনপ্রিয় রেস্তরাঁ। সন্ধের পর তো রীতিমতো লাইন পড়ে এখানে! ভারতীয় আর চাইনিজ, এই দু’ ভাগে বিভক্ত এই রেস্তরাঁ। আর দুটোই ভীষণ ভাল।

ঠিকানা: ৪৩-৪৭-৫৫, পার্ক স্ট্রিট, কলকাতা ১৬

ফোন: ৯৮৩৬২ ৫৮৪৭৯

দু’জনের জন্য খরচ ১৫০০-১৭০০ টাকা

POPxo Recommends  চাইনিজ যে-কোনও পদ

 

৮) মুলাঁ রুজ

রেস্তরাঁর বাইরের উইন্ড মিলের ইনস্টলেশন বেশ আকর্ষক। আর ভিতরে ঢুকলে দিব্যি একটা কলোনিয়াল ফিলিং আসে। বেশ অনেকদিন পুরনো এই রেস্তরাঁ। এতদিন পরেও জনপ্রিয়তায় ভাঁটা পরেনি এতটুকু।

ঠিকানা: ৩১, পার্ক স্ট্রিট কলকাতা ১৬

ফোন: (০৩৩) ২২২৯ ৯৩৯৭

দু’জনের জন্য খরচ ৭০০-১,০০০ টাকা 

POPxo Recommends ককটেল প্রন

১০) ট্রিঙ্কাস

ঊষা উত্থুপের গান আর নস্টালজিয়া মাখা একটা রেস্তরাঁ! যদিও গানবাজনার পাট এখন উঠে গেছে তবু এখনও বড় মায়াময় এই রেস্তরাঁ।

ঠিকানা অক্সফোর্ড বুক স্টোরের কাছে, ১৭ বি পার্ক স্ট্রিট, কলকাতা ১৬ 

ফোন ৯৮৩১৫ ৯২১৯৯ 

দু’জনের জন্য খরচ ১০০০ -১২০০ টাকা 

POPxo Recommends সিজলার 

১১) ফ্লেভারর্স অব চায়না

একদম খাঁটি চিনা খাবার খেতে চাইলে চোখ বুজে এখানে চলে যান। বেশ সাজানো-গোছানো ছিমছাম রেস্তরাঁ, মন্দ লাগবে না।

ঠিকানা: ৪৩ ও ৪৭, পার্কস্ট্রিট, কলকাতা ১৬

ফোন: (০৩৩) ২২২৯ ৮৮৮৫

দু’জনের জন্য খরচ ১,৫০০ টাকা

POPxo Recommends ফ্রায়েড ল্যাম উইথ চিলি হানি সস

১২) হাকুনা মাটাটা

একদম নামের মতোই হাসিখুশি আর ঝলমলে একটা রেস্তরাঁ। অল্পদিনের মধ্যেই বেশ নামও করে ফেলেছে। যদিও এখানে গেলে লায়ন কিংয়ের দেখা মিলবে না, তবে খাওয়াদাওয়া ফার্স্ট ক্লাস!

ঠিকানা: ১২ ডি পার্ক স্ট্রিট, পার্ক হোটেলের উল্টো দিকে, কলকাতা ৭১

ফোন: ৮২৭৪০ ৫৬০৬৬

দু’জনের জন্য খরচ ১,০০০-১,৫০০ টাকা

POPxo Recommends  সি-ফুড  

এই রেস্তরাঁগুলোতে সরাসরি টেবিল বুক করতে ক্লিক করুন এখানে 

যদি বাড়িতে খাবার ডেলিভারি চান তাহলে এখানে ক্লিক করুন 

 

** পার্কস্ট্রিট অঞ্চলের বেশিরভাগ রেস্তরাঁ দুপুর সাড়ে তিনটে থেকে চারটের পর আর লাঞ্চের অর্ডার নেয় না। এর পর আবার সন্ধে ছ’টা থেকে অর্ডার নেওয়া শুরু হয়।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

 

Read More From নাইটলাইফ এবং ফুড