“শুভ্র কোমল করকমল ফুটে থাক চিরদিন” এমনটাই বলেছিলেন রবীন্দ্রনাথ। অর্থাৎ নারীর সৌন্দর্য বয়ানে হাত দুটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই হাতের লালিত্য আরও সুষমা মণ্ডিত হয় যখন তা সেজে ওঠে নানা রকম গয়নায় (traditional hand jewellery designs for bengali brides)। আমরা এমনিতেই হাতে আমরা নানারকম গয়না পরে থাকি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা বালা, চুড়ি ইত্যাদি পরি। কিন্তু বিয়ের সময় বাঙালি কনের শুধু এটুকুতে হয় না। তাঁকে সাজিয়ে তুলতে আরও গয়না লাগে। এখন কনেরা আধুনিক হয়েছেন, তাঁরা হাল্কা গয়না পরতে চান। কিন্তু মা, ঠাকুমার হাতের সেই মকরমুখী মোটা বালা বা শাশুড়ির দেওয়া অনন্ত বাজুবন্ধের সৌন্দর্যের কোনও তুলনা হয়না। এগুলো হল বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা তাই নিয়ে এসেছি বাঙালি কনের সাবেকি সাজের সঙ্গে জড়িত কিছু হাতের গয়না। দেখে নিন এই ডিজাইনগুলো, হয়তো আপনার কাজে লাগবে। আর না লাগলেও, পুরনো ধাঁচের এই গয়নার (traditional hand jewellery designs for bengali brides) অপার সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করুন।
রতনচূড়
নাম যেমন সুন্দর দেখতেও ঠিক ততটাই সুন্দর এই গয়না। হাতের উপরভাগ অর্থাৎ তালুর উল্টো দিকে এটি পরা হয়। কব্জির কাছে এটি চুড়ির মতো আটকানো থাকে এবং বাকি অংশ ছড়িয়ে হাতের আঙুলের সঙ্গে লাগানো থাকে। কেউ কেউ এটি সোনার পরেন তবে এটি অনেকটাই ছড়ানো হয় এবং দু’হাতে পরা হয় বলে অনেকটা সোনা লাগে। তাই অনেকেই এটি জাঙ্ক জুয়েলারি দোকান থেকে কেনেন বা রুপোর উপর সোনার জল করিয়ে নেন। একে রতনচূড় ছাড়াও হাতফুলও বলা হয়। দেখে নেব কয়েকটি ডিজাইন।
অনন্ত বাজুবন্ধ
এই গয়না অনেকটা মানতাসার মতো। এটি বাজুতে বা হাতের উপরিভাগে পরা হয়। তাই একে বাজুবন্ধও বলা হয়। তবে মানতাসার মতো এটি অত ভারি হয়না। এই গয়নার নাম অনন্ত কেন বলতে পারেন? সঠিক উত্তর আমিও জানি না। তবে সম্ভবত কনে তাঁর স্বামীকে নিয়ে অনন্ত সুখ লাভ করবেন বা তাঁর প্রতি স্বামীর ভালবাসা এই সোনার গয়নার (traditional hand jewellery designs for bengali brides) বাঁধনের মতো অনন্ত হবে এই ভেবেই নামকরণ। কয়েকটি ডিজাইন দেখে নেওয়া যাক।
মানতাসা
মানতাসা হল অনেকটা রিসলেটের মতো। কিন্তু এই গয়না বেশ ভারি এবং চওড়া। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো কনের মায়ের, দিদিমার বা ঠাকুমার লকারে তোলা থাকে। কারণ এটি বেশ পুরনো দিনের গয়না, এটি পরা হয় কব্জির কাছে বা রিষ্টে। এটি চওড়া ও চৌকো আকৃতির হয় এবং সঙ্গে চেন লাগানো থাকে। চেন দিয়েই এটি আটকানো হয়। দেখে নেব মানতাসার কয়েকটি ডিজাইন।
কঙ্কন
কী মিষ্টি না এই গয়নার নামটা? কঙ্কন! শুনলেই মনে হয় কিঙ্কিণী বেজে উঠছে দুই কঙ্কনে ঠোকা লেগে। এই গয়নাড় মাধুর্য সত্যিই নয়নাভিরাম। কঙ্কন আসলে বালা-ই (traditional hand jewellery designs for bengali brides)। কিন্তু এর ডিজাইন একটু অন্যরকমের হয়। ফিলিগিরি কায়দায় অর্থাৎ এর উপর কোনও নকশা খোদাই করে এটি তৈরি হয়।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From ফ্যাশন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA