ডি আই ওয়াই লাইফ হ্যাকস

খেতে বসে হেঁচকি ওঠে? কয়েকটি ঘরোয়া সমাধান জেনে রাখুন

Indrani BoseIndrani Bose  |  Dec 2, 2021
খেতে বসে হেঁচকি ওঠে? কয়েকটি ঘরোয়া সমাধান জেনে রাখুন

খেতে বসে কি আপনার মাঝেমধ্যেই হেঁচকি ওঠে? অনবরত হেঁচকি উঠতে থাকে, তাই এক সময় বাধ্য হয়ে খাওয়া বন্ধ করে দিতে হয়। খেতে বসে হেঁচকি ওঠার সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের কিছু ঘরোয়া পদ্ধতি সব সময় জেনে রাখতে হয়। যাতে সঙ্গে সঙ্গে হেঁচকি ওঠা কমিয়ে দিতে পারেন তিনি। ঘরোয়া পদ্ধতিতে হেঁচকি কমানোর উপায় (hiccups) কী কী হবে, আসুন জেনে নিই।

হেঁচকি উঠছে (hiccups) ? বাড়িতেই কীভাবে ঠিক করবেন?

John Krasinski Ugh GIF by The Animal Crackers Movie - Find & Share on GIPHY

পদ্ধতিগুলো একদমই ঘরোয়া পদ্ধতি। কিন্তু এতে যদি আপনার হেঁচকি ওঠা (hiccups) না বন্ধ হয়, তবে আপনি চিকিৎসকের পরামর্শ দিন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস