রূপচর্চা ও বিউটি টিপস

মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করতে কীভাবে শেভ করবেন

Debapriya Bhattacharyya  |  Sep 1, 2020
মুখের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করতে কীভাবে শেভ করবেন

অবাঞ্ছিত লোমের (unwanted facial hair shaving tips) সমস্যা আমাদের প্রতিটি মহিলার জীবনেই একটা বড় কষ্টের জায়গা। পার্লারে যাও, ব্যথা সহ্য করে ওয়াক্সিং করাও, আবার কিছুদিনের মধ্যেই একই প্রসেস রিপিট করো – মানে, বিষয়টা হল, চিরস্থায়ী কোনও বন্দোবস্ত করা সম্ভব হয়ে ওঠে না। হাতে বা পায়ে যদিও বা ওয়াক্সিং করানো যায়, কিন্তু অনেকেরই মুখেও অবাঞ্ছিত লোমের (unwanted facial hair shaving tips) সমস্যা থাকে এবং অনেক সময়েই তাঁদেরও ফেসিয়াল ওয়াক্সিং-এর যন্ত্রণা ভোগ করতে হয়।

মুখে লোমের সমস্যা কিন্তু নানা কারণে হতে পারে। চিকিৎসা পরিভাষায় একে হিরসুটিজম বলা হয়। এছাড়া আজকাল আমাদের জীবনযাত্রা এমন যে পি সি ও ডি এবং পি সি ও এস-এর মত সমস্যাও বহু মহিলার মধ্যে দেখা যায়। এই সমস্যার কারণেও মুখে হঠাৎ করেই লোম গজাতে শুরু করে। মহিলাদের শরীরে যখন ফিমেল হরমোন কমে গিয়ে মেল হরমোন বেড়ে যেতে থাকে তখন মুখে অবাঞ্ছিত লোমের (unwanted facial hair shaving tips) প্রকোপ বাড়ে। অনেকেই ওয়াক্সিং করান, আবার কেউ কেউ থ্রেডিং করান এ’সময়ে। কিন্তু এই দুটো পদ্ধতিই খুব যন্ত্রণাদায়ক। তাছাড়া নিজে নিজে এই কাজটা করাও যায় না। সেক্ষেত্রে অনেক মহিলাই মুখের অবাঞ্ছিত লোম দূর করতে শেভিং-এর পদ্ধতিটি আপন করে নেন।

ফেসিয়াল শেভিং কিভাবে করবেন

আপনি যদি ভাবেন যে মহিলাদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার জন্য শেভিং (unwanted facial hair shaving tips) করতে বলছি, তার মানে পুরুষরা যেমন প্রতিদিন দাড়ি কাটেন, সেভাবে মহিলাদেরও মুখে শেভ করতে হবে – ব্যপারটা কিন্তু একেবারেই তেমন নয়।

মুখের অবাঞ্ছিত লোম দূর করতে কেমন রেজার ব্যবহার করবেন

আপনি যদি শরীরের অবাঞ্ছিত লোম দূর করার জন্যও শেভ করেন, সেক্ষেত্রে যেমন রেজার ব্যবহার করেন, মুখের ক্ষেত্রে কিন্তু সেই রেজার ব্যবহার করলে হবে না। যেহেতু মুখের ত্বক অনেক বেশি পাতলা হয়, কাজেই কোনও ট্রিমার বা পাতলা ব্লেডের রেজার ব্যবহার করুন। আমরা আমাদের পছন্দের কয়েকটি প্রোডাক্টের উল্লেখ করছি এখানে –

ফেসিয়াল শেভিং-এর উপকারিতা

বিধিবদ্ধ সতর্কীকরণ : যদি ফেসিয়াল শেভিং-এর পর দেখেন যে অবাঞ্ছিত লোম পাতলা হয়ে গিয়েছে এবং গ্রোথও বেশ কমে গিয়েছে, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি লোমের গ্রোথ বেড়ে যায় বা লোমের টেক্সচার মোটা হয়ে যায়, তাহলে কোনও ভাল গাইনোকোলজিস্টের সাহায্য নেওয়াটাই ঠিক হবে।

https://bangla.popxo.com/article/pros-and-cons-of-bikini-wax-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!  

Read More From রূপচর্চা ও বিউটি টিপস