
কথায় বলে মুখই মনের আয়না, আর আয়নার তো অবশ্যই চাকচিক্য প্রয়োজন। তাই বোধ হয় আমরা রূপচর্চা করার সময়ে সবচেয়ে বেশি পরিচর্যা করি মুখের। আর সত্যি বলতে কী, যত রাজ্যের ত্বকজনিত সমস্যা কিন্তু মুখেই হয়। ব্রণ থেকে শুরু করে অ্যাকনে, দাগ-ছোপ থেকে শুরু করে র্যাশ – সবই যেন মুখেই বেরোয়! মুখের লাবণ্য ধরে রাখতে আমরা নানা ঘরোয়া ফেসপ্যাক, মাস্ক, বাবল মাস্ক, শিট মাস্ক আর বাজারচলতি নানা ক্লে-মাস্কও (various clay masks for different skin types) ব্যবহার করি। কিন্তু যে ভুলটা বেশিরভাগ সময়েই আমরা মোটামুটি সবাই করে ফেলি, তা হল নিজের ত্বকের ধরন অনুযায়ী ক্লে মাস্ক না লাগিয়ে যে-কোনও একটা মাস্ক লাগিয়ে নিই। আর সমস্যাটা এখানেই শুরু হয়। ত্বকের পরিচর্যায় উপকার তো কিছু পাওয়া যায় না, উল্টে সমস্যাগুলো মুখে আরও বেশি করে প্রকট হয়ে ওঠে। আজ জেনে নেওয়া যাক যে, কোন ধরনের ত্বকের জন্য কোন ক্লে মাস্ক ব্যবহার করা উচিত। সঙ্গে রইল আমাদের পছন্দের কিছু প্রোডাক্টও।
কোন রঙের ক্লে মাস্ক ত্বকের কী সমস্যা দূর করে
অবাক হবেন না, কী রঙের ক্লে মাস্ক ব্যবহার (various clay masks for different skin types) করছেন আর কেনই বা করছেন তা তো অবশ্যই জানা উচিত; তা না হলে মুখের ত্বকের সমস্যা বাড়বে বই কমবে না।
লাল বা গোলাপি: যাঁদের ত্বকে প্রচুর বড় এবং খোলা লোমকূপ রয়েছে এবং পিগমেনটেশন বা দাগ-ছোপের সমস্যা রয়েছে, তাঁরা ব্যবহার করতে পারেন এই রঙের ক্লে মাস্ক। সাধারণত লাল চন্দন আর মুলতানি মাটি মিশিয়ে তৈরি করা হয় বিউটি প্রোডাক্টটি।
বাদামি: যদি আপনার ত্বক খুব ম্যাড়ম্যাড়ে হয়, সেক্ষেত্রে আপনি বাদামি রঙের ক্লে মাস্ক লাগাতে পারেন। চটজলদি কোথাও বেরনোর আগে লাগিয়ে নিন এবং সময়মতো তুলে ফেলুন। ঝটপট ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে বাদামি রঙের ক্লে মাস্কের তুলনা হয় না।
কালো: যাঁদের নাকে বা মুখের ত্বকে ব্ল্যাকহেডস রয়েছে, তাঁরা ব্যবহার করতে পারেন কালো রঙের ক্লে মাস্ক (various clay masks for different skin types)। এগুলো সাধারণত চারকোল দিয়ে তৈরি হয়।
সাদা: আমাদের শরীরের মতো কিন্তু আমাদের ত্বকেরও ডিটক্স ট্রিটমেন্ট প্রয়োজন। ত্বক ডিটক্স করতে এবং গভীর থেকে পরিষ্কার করার জন্য সাদা রঙের ক্লে মাস্ক উপযুক্ত।
সবুজ: তৈলাক্ত ত্বকের পক্ষে খুবই উপযোগী। এছাড়াও সবুজ ক্লে মাস্কটি যদি পিপারমিন্টযুক্ত হয়, তা হলে তা সংবেদনশীল ত্বকেও ব্যবহার করা যায়, এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
কেমন ত্বকের জন্য কী ক্লে মাস্ক ব্যবহার করবেন
- যাঁদের ত্বক খুব সংবেদনশীল হয়, তাঁরা ইচ্ছে করলেই যে-কোনও বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না। গোলাপের নির্যাসযুক্ত কোনও ক্লে মাস্ক দিয়ে তাঁরা ত্বকের পরিচর্যা করতে পারেন।
- আপনি যদি নিয়মিত ত্বকের পরিচর্যা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু মাঝে-মাঝে ক্লে মাস্ক (various clay masks for different skin types) দিয়ে ত্বক গভীর থেকে পরিষ্কার করা প্রয়োজন।
- যাঁদের ত্বকে খুব বেশি ব্রণ-ফুসকুড়ি হয় এবং অ্যাকনের সমস্যা রয়েছে, তাঁরা ফ্রেঞ্চ গ্রিন ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From বিউটি প্রোডাক্টস নিয়ে নানা তথ্য
ফাউন্ডেশন ব্যবহার করার সময় এই মারাত্মক ভুলগুলি করবেন না প্লিজ
SRIJA GUPTA
প্রাকৃতিকভাবে পাউটি ঠোঁট পেতে ব্যবহার করুন কফি
Debapriya Bhattacharyya
ঘরে বসেই জেল্লাদার ত্বক পেতে ট্রাই করুন ভিটামিন সি শিট মাস্ক
Debapriya Bhattacharyya
গরমকালে এই ন্যাচারাল সানস্ক্রিনগুলোই ত্বকের সুরক্ষাকবচের কাজ করবে
Debapriya Bhattacharyya
অবাঞ্ছিত লোম অপসারণ করুন এই হেয়ার রিমুভাল সাবানগুলির সাহায্যে
Debapriya Bhattacharyya