Jewellery

এই ছয় ধরনের Earcuffs আপনাকে সাজিয়ে তুলবে নতুন করে

Doyel Banerjee  |  Jul 15, 2019
এই ছয় ধরনের Earcuffs আপনাকে সাজিয়ে তুলবে নতুন করে

একটু অন্যরকম সাজতে সবারই ইচ্ছে করে। আর আমাদেরও ইচ্ছে করে আপনাদের নতুন রূপে সাজিয়ে দিতে। নানা রকমের কানের দুল তো অনেক পরলেন, এবার একটু কিছু অন্যরকম ট্রাই করে দেখুন। যেমন ধরুন ইয়ারকাফস। কানের ধার বরাবর একটু উঁচু, কখনও বেঁকানো আবার কখনও প্যাঁচানো এই ইয়ারকাফ (earcuffs) দেখতে যেমন সুন্দর, দামেও খুব একটা বেশি নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই গয়না খুব জনপ্রিয়। তবে এখন সারা পৃথিবীতে মহিলারা ইয়ারকাফ ব্যবহার করেন। আমরা নিয়ে এসেছি এমন কয়েকটি ইয়ারকাফের ডিজাইন (designs), যেগুলো আপনি একবার দেখলে না কিনে থাকতে পারবেন না!

কী-কী প্রকারের ইয়ারকাফ আছে

ডিজাইনগুলো দেখার আগে আমরা জেনে নেব, মোটামুটি ইয়ারকাফের এই নকশাগুলোকে কয় ভাগে ভাগ করা যেতে পারে। 

১) ওয়েভড ইয়ারকাফ 

মোটামুটিভাবে বিশেষ কোনও কারুকাজ ছাড়া এক ধার বরাবর ঢেউয়ের মতো এক লাইনে চলা ইয়ারকাফকে বলা হয় ওয়েভ ইয়ারকাফ। যারা গয়নায় বেশি জটিলতা পছন্দ করেন না তাঁদের জন্য এটা আদর্শ। 

To Buy Click 

২) স্পাইকড ইয়ারকাফ 

নাম শুনেই বুঝতে পারছেন এটা কাঁটার মতো খোঁচা খোঁচা হবে। যারা বোল্ড লুক পছন্দ করেন তাঁদের জন্য মানানসই হবে এই ইয়ারকাফ। 

To Buy Click 

৩) র‍্যাপিং ইয়ারকাফ 

এটা আপনার কানকে যেন সৌন্দর্য দিয়ে মুড়ে দেয় আর তাই এরকম নাম দেওয়া হয়েছে। পাতা, ফুল, লতা এই জাতীয় নকশায় এগুলো পাওয়া যায়। শাড়ির সঙ্গে এই জাতীয় ইয়ারকাফ খুব ভাল লাগে দেখতে। 

To Buy Click 

৪) লম্বা চেন সমেত ইয়ারকাফ 

এই ইয়ারকাফে লম্বা সুন্দর চেন লাগানো থাকে। অনেক সময় মাথার চুলে এই চেন লাগানোর ব্যবস্থাও থাকে। 

To Buy Click

৫) ওয়াইল্ড বা বন্য ইয়ারকাফ 

আপনি যদি পার্টি অ্যানিম্যাল হন বা ফ্যাশনে একটু হটকে কিছু ট্রাই করে দেখতে ভালবাসেন, তা হলে এই ইয়ারকাফ শুধু আপনার জন্য। নানা রকম বন্য প্রাণীর শেপে এই ইয়ারকাফ পাওয়া যায়, তাছাড়াও আরও নানারকম অদ্ভুত শেপে এগুলো পাওয়া যায়। 

To Buy Click

৬) মাল্টি রিংস 

এই ইয়ারকাফ হঠাৎ করে দেখলে মনে হয় যে কানের ধার বরাবর বুঝি অনেকগুলো আংটি কেউ পরিয়ে দিয়েছে। আসলে এই ধরনের ইয়ারকাফসের এটাই স্টাইল। দারুণ এলিগ্যান্ট কিন্তু! 

To Buy Click

ডিজাইনগুলো দেখে নেওয়া যাক তা হলে

martymagic

এগুলোকে বলা হয় ওয়েভ ইয়ারকাফ উইথ ফ্রেঞ্চ টুইস্ট।

ebay

পাথর বসানো ইয়ারকাফ দেখতে খুব সুন্দর লাগে। এই ধরনের ইয়ারকাফ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয়। 

gothmall

কালো রঙের লতাপাতা ও কালো গোলাপ দেওয়া এই ওয়াইল্ড ইয়ারকাফের নকশা কিন্তু তারিফ করার মতো। এর মধ্যে একটা গথিক ব্যাপার আছে অর্থাৎ হ্যালোউইনের সময় এই ইয়ারকাফ দারুণ ইন্টারেস্টিং হবে।

etsy

পাতার কাজ করা র‍্যাপিং ইয়ারকাফস কিন্তু বেশ আকর্ষণীয়। 

instagram

শাড়ি হোক বা সালোয়ার এই মাল্টি রিং ইয়ারকাফস কিন্তু সব পোশাকের সঙ্গে মানানসই হবে।

perniapopupshop

৬) গর্জাস এই চেন সমেত ইয়ারকাফ বিয়েবাড়ি বা যে কোনও অনুষ্ঠানের অন্য মানানসই হবে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Jewellery