বাড়ি রং করানো নিয়ে একটা কনফিউশন সব সময়ে থেকে যায়, কি রং করানো হবে! না আমি ব্র্যান্ডের কথা বলছি না, রং মানে কালারের কথা বলছি। একজন লাল বললে আরেক জনের পছন্দ সাদা, আবার অন্য কেউ হয়তো বললেন যে না, ঘিয়ে রং করানো হোক। নানা মুনির নানা মত আর কি! কিন্তু আপনি কি জানেন যে বাড়ির রঙের ওপরে আমাদের সংসারের অনেক ভাল-মন্দ নির্ভর করে? বিশ্বাস হচ্ছে না? (vastu tips to consider before painting the house)
বাস্তু শাস্ত্রে বলা আছে যে এক একটা রং আমাদের জীবনে এক এক রকমের প্রভাব ফেলে। আর শুধু বাস্তু শাস্ত্র কেন, নানা রং যে আমাদের ওপর এক এক রকমের প্রভাব সৃষ্টি করে, তার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। কোন রঙের প্রভাব আপনার জীবনে বা সংসারে কি রকম হবে, সেটা জেনে তবেই বাড়ি রং করানো ভাল।
লিভিং রুমের রং
আপনার বাড়ির বসার ঘর কিন্তু আপনার রুচি এবং ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে। আর যেহেতু বাইরের লোক এসে সবার আগে আপনার বসার ঘরটিকেই দেখে তাই বসার ঘরের একটা আলাদা গুরুত্ব সব বাড়িতেই থাকে। আর বাস্তু বিশেষজ্ঞদের মতে, বসার ঘরে ওয়ার্ম কালার করলে ভাল, তাতে বেশ একটা পজিটিভ এনার্জি বাড়িতে আসার সম্ভাবনা থাকে। আপনি হলুদ, কমলা, নীল, সবুজ, লাল – এরকম শেডের রং বাছতে পারেন আপনার বাড়ির বসার ঘরের জন্য। (vastu tips to consider before painting the house)
শোওয়ার ঘরের রং
শোওয়ার ঘরে যেহেতু আমরা বিশ্রাম নিই, তাই যদি শোওয়ার ঘরের রং ক্যাটক্যাটে হয় তাহলে তা বাড়ির সদস্যদের মনের ওপরে প্রভাব ফেলতে পারে। শোওয়ার ঘরের রং সব সময় এমন হওয়া উচিত যাতে তা চোখে আরাম দেয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী শোওয়ার ঘরে হালকা নীল, আকাশি, ঘিয়ে, হালকা গোলাপি, কচি কলাপাতা ইত্যাদি রং করলে তা বাড়ির সসধ্যেদের মধ্যে সুখ এবং প্রেম নিয়ে আসে।
খুদের ঘরের রং
বাচ্চাদের ঘরে এমন রং করানো ভাল যেগুলো উজ্জ্বল এবং এনার্জেটিক। বাচ্চারা যেহেতু খুব এনার্জেটিক হয় এবং পজিটিভ হয় সেজন্য এই সব রং-গুলো করলে তাদের পজিটিভিটি আরো বেশি করে বাড়ে। ল্যাভেন্ডার, কমলা, উজ্জ্বল হলুদ, গোলাপি এই রং-গুলিকে বাস্তুতে খুব গুরুত্ব দেওয়া হয়। (vastu tips to consider before painting the house)
গেস্ট রুমের রং
বাড়িতে অতিথি এলে তাদের জন্য একটা নির্দিষ্ট ঘর থাকেই। অতিথিরা যাতে খুশি হন এবং কোজি ফীল করেন সেজন্য তাদের ঘরের রং-ও সেভাবেই বাছা উচিত। আপনি গোল্ডেন বা যে কোনো ব্রাইট কালার যেমন হলুদ, নীল বা সবুজের শেড দিয়ে এই ঘরটি রং করাতে পারেন।
রান্নাঘরের রং
মেয়েদের অনেকটা সময়ই রান্নাঘরে কাটে। তাই রান্নাঘরের রং এমন হওয়া উচিত যাতে রান্নাঘরে যারা কাজ করছেন, তাদের একঘেয়েমি না আসে এবং কাজে এনার্জিও পান। বাস্তু শাস্ত্র অনুযায়ী সাদা, চকোলেট, গোলাপি, লাল এই রং-গুলো রান্নাঘরের জন্য উপযুক্ত। ধূসর এবং কালো রং ভুল করেও রান্নাঘরে করাবেন না। (vastu tips to consider before painting the house)
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!