লাইফস্টাইল

আদা চা থেকে শুরু করে মিষ্টি পান – কন্ডোমের নানা অদ্ভুত ফ্লেভার একবার ট্রাই করতে পারেন!

Debapriya Bhattacharyya  |  Dec 9, 2019
আদা চা থেকে শুরু করে মিষ্টি পান – কন্ডোমের নানা অদ্ভুত ফ্লেভার একবার ট্রাই করতে পারেন!

কন্ডোমের (condom) ব্যবহার চলে আসছে সেই ষোড়শ শতকের গোড়ার দিক থেকে। কী, তথ্যটা বেশ বিস্ময়কর না? কন্ডোম শুধুমাত্র অসুরক্ষিত যৌনমিলন থেকেই আমাদেরকে রক্ষা করে তা নয়, অবাঞ্ছিত গর্ভধারণের হাত থেকেও রক্ষা করে। অনেকেরই মনে একটা ধারণা আছে যে শারীরিক মিলনের সময়ে কন্ডোম ব্যবহার করলে সেই যৌনতৃপ্তি পাওয়া যায় না, আবার অনেকে কন্ডোম পরে তবেই মিলনে রত হন। যার যার পছন্দ! তবে একদম প্রথমেই যে চমকপ্রদ তথ্যটি দিলাম, সেরকম আরও একটি চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি আজ। আজ কথা বলব, কন্ডোমের নানা ফ্লেভার নিয়ে। আরে বাবা, জানি, আপনি নানা ফ্লেভারের (flavours) কন্ডোম ট্রাই করেছেন। স্ট্রবেরি, চকলেট, ব্যানানা – সবই হয়ত ট্রাই করেছেন আর এখন ভাবছেন যে আমি আবার কন্ডোমের ফ্লেভার নিয়ে নতুন কী তথ্য পেশ করবো! আরে বাবা, তথ্য রয়েছে বলেই না লিখতে বসেছি কষ্ট করে। আজ এমন কয়েকটি অদ্ভুত ফ্লেভারের কথা বলব, যেগুলো কন্ডোমে ব্যবহার করা হল কেন, তা নিয়ে এখনও পর্যন্ত ভেবে কেউ কুল-কিনারা করতে পেরেছে বলে অন্তত আমার জানা নেই!

অদ্ভুত কয়েকটি কন্ডোমের ফ্লেভার – ‘এক্সট্রা প্লেজার’-এর জন্য!

via GIPHY

এই যে এতগুলো ফ্লেভারের (flavours) কথা জানালাম, আপনারাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না যে আপনারা আদৌ কোনও ফ্লেভারটা ট্রাই করলেন কিনা, আর করলেও অভিজ্ঞতা কেমন হল! আরেকটা কথা, আমার মনে হয়, ‘মাছের ঝোল’-এর একটা ফ্লেভার হলে ভাল হবে, আপনাদেরও যদি এমন কিছু অদ্ভুত ফ্লেভারের কথা মাথায় আসে, যা কন্ডোমে (condom) ব্যবহার করা যেতে পারে, আমাদেরকে অবশ্যই তা লিখে জানান।

https://bangla.popxo.com/article/8-types-of-condoms-for-that-extra-pleasure-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়

Read More From লাইফস্টাইল