লাইফস্টাইল

মেয়েদের উপার্জন শুধুই ‘হাতখরচ’ নয়, তাঁরা হতে পারেন পরিবারের মেরুদণ্ড

Indrani Bose  |  Mar 8, 2022
মেয়েদের উপার্জন শুধুই ‘হাতখরচ’ নয়, তাঁরা হতে পারেন পরিবারের মেরুদণ্ড

আর্থিক উপার্জন। নিজের পায়ে দাঁড়ানো। স্বাধীন হওয়া। এই প্রসঙ্গগুলির সঙ্গে আমরা বেশ পরিচিত। প্রায়ই আমরা এই কথা শুনি। প্রত্যেকটি প্রত্যেকটির সঙ্গে সংযুক্ত। কিন্তু অনেকেই মনে করেন, মেয়েরা নিজের শখ ও আহ্লাদ পূরণ করার জন্য় রোজগার করছে। ঠিক আছে, হাত খরচ চালানোর জন্য় রোজগার করা যেতে পারে। কিন্তু মেয়েরা কি শুধুই নিজের হাতখরচ চালানোর জন্য় রোজগার করেন? তাঁর উপার্জন কি শুধুই তাঁর স্বার্থপূরণের জন্য় সীমাবদ্ধ। তা কিন্তু নয়। এই ধারণা প্রচলিত কারণ, অনেকেই এখনও মনে করেন, সংসার চালানোর মতো কোনও দক্ষতা মেয়েদের নেই। তাঁরা নিজের জন্য় উপার্জন করতে পারে। কিন্তু বাড়ি কেনা, গাড়ি কেনা বা একটা সংসারের দায়িত্ব নেওয়ার মতো কোনও যোগ্য়তাই মেয়েটির নেই। তাই তাঁর উপার্জন ‘হাতখরচ’ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু সমাজের এই বদ্ধমূল ধারণাকে মিথ্য়ে প্রমাণ করেছেন অনেক মেয়ে। কখনও সিনেমা বা সাহিত্যে এবং কখনও বাস্তবে। (womens day) মেয়েরাই তাঁদের পরিবারের মেরুদণ্ড হয়ে উঠেছে। বাড়ির পুরুষ সদস্য়ের অবর্তমানে সংসারের হাল ধরেছে। সংসারের দায়িত্ব সামলেছে (backbone of family)। শ্রম ও উপার্জন দুই দিয়েই।

পরিবারের প্রধান কি পুরুষ সদস্য়ই ?

আসলে অতীতে পরিবারে পুরুষরাই উপার্জন (backbone of family) করতেন। তাঁরাই হতেন পরিবারের প্রধান। তিনিই সংসারের খরচ চালাতেন। সবার দায়িত্ব নিতেন। কিন্তু এই ছবি এখন তো পরিবর্তন হয়েছে। পরিবারের মহিলা সদস্য়রাও উপার্জন করছেন। কিন্তু পরিবার প্রধান সেই পুরুষই। যিনি উপার্জন করেন। কিন্তু সত্য়ি বলতে পরিবারের মহিলা সদস্য়ও কোনও পুরুষ সদস্য়ের থেকে এক অংশও কম নয়। তিনিও পরিবারের দায়িত্ব নিতে পারেন। তাঁর উপার্জনেও চলতে পারে সংসার। পরিবারের সব সিদ্ধান্তে পুরুষ ও মহিলা সদস্য়ের উভয়ের সম-ভূমিকা থাকতে পারে। আর তাই করা উচিত।

মেয়েদের উপার্জন কি শুধুই হাতখরচ(backbone of family)?

এই ধারণার মতো ভুল ধারণা আর কিছু হয় না। মেয়েরা শুধুই নিজের হাতখরচ চালানোর জন্য় উপার্জন করেন না। বরং কখনও কখনও তাঁরাই হয়ে উঠতে পারেন সংসারের মেরুদণ্ড(backbone of family)। তাঁদের উপার্জনে সংসার চলতে পারে। পরিবারের প্রত্যেক সদস্যের দায়িত্ব নিতে পারেন তাঁরা। নিজের পছন্দের পোশাক তো কিনতে পারেনই, সঙ্গে পরিবারের প্রত্যেক সদস্য়ের কথা মাথায় রেখে সবার জন্য় একটা ফ্ল্যাটও কিনতে পারেন। এই বিষয়টা এতটাই স্পষ্ট। এরকমই মনে করেন স্কুল শিক্ষিকা প্রিয়াঙ্কাও। প্রায় ২২ বছর বয়স থেকে সংসারের দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা। বাড়ি ভাড়া দেন। বাবা ও মায়ের খেয়াল রাখেন। সংসারের খরচ সামলান। সঙ্গে নিজের ইচ্ছেপূরণের চেষ্টাও করেন। প্রিয়াঙ্কার মতোই অনেকে হয়ে ওঠেন তাঁদের পরিবারের মেরুদণ্ড। প্রিয়াঙ্কার মতোই গল্প ব্যাঙ্ককর্মী শ্রীরুপার। তাঁর সমবয়সী অনেক বন্ধুই এখন চাকরি করে বিয়ে করেছে। বিয়ের পর সংসার সামলাচ্ছে। কিন্তু শ্রীরুপার উপর তাঁর পরিবারের দায়িত্ব। বাবার ওষুধ, মায়ের ডাক্তারের খরচ দেন। এরপর একটা ছোট্ট ফ্ল্যাট কেনারও স্বপ্ন দেখছেন তিনি। তাঁর কাছে বিয়েই প্রধান উদ্দেশ্য নয়।

স্বপ্ন দেখার সাহস

সংসারে যতটা পারি আমরা চাইলেই সেটুকু অর্থ দিতে পারি। আবার সংসারের দায়িত্বও নিতে পারি। সেটা মেয়েরা তো বুঝতে শিখছেন, কিন্তু এই সমাজ কবে বুঝবে? মেয়েদের স্বপ্ন দেখার সাহস আছে। স্বপ্নপূরণের সাহসও আছে। তাই আমরা পারি পরিবারের মেরুদণ্ড (backbone of family)হয়ে উঠতে।

মূল ছবি – শেরনী

প্রবন্ধের অন্যান্য ছবি – পিকু

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দি, মারাঠি আর বাংলাতেও!                

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল