লাইফস্টাইল

নানা রকমের Offers আর discount এবারের নারী দিবসে (Women’s Day)

Doyel Banerjee  |  Mar 5, 2019
নানা রকমের Offers আর discount এবারের নারী দিবসে (Women’s Day)

আজ বাদে কাল আন্তর্জাতিক নারী দিবস (Women’s Day)। কিন্তু POPxo মনে করে শুধু ৮ই মার্চ নয়, জীবনের প্রতিটা দিনই নারী দিবস (Women’s Day)। আর তাই তো POPxo উদযাপন করছে #StrenghOfAWoman। এই উৎসব প্রতিদিনের, প্রতি মুহূর্তের। আপনার নারী দিবস (Women’s Day) যাতে মনে রাখার মতো হয় তাই আমরা নিয়ে এসেছি এমন কিছু অফার (offers) আর ডিসকাউন্টের (discount) খবর যা শুনলে আপনি বলবেন জাস্ট WOW! অন্য কেউ ভাগ বসাবার আগেই সেইসব ওয়াও খবর নিয়ে চলে এসেছি আমরা। আসুন এক ঝলকে দেখে নিয় এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কারা কারা কী কী অফার (offers) দিচ্ছে।

টপ অফার #১

কোথায়ঃ ইয়চ্চা

বিশেষ কী?

ইয়চ্চার প্যাতিসেরি বিভাগ নিয়ে এসেছে নারী দিবসের স্পেশ্যাল ম্যাকারুনস আর ডেজার্ট। এখানে যে চকোলেট পাওয়া যাবে সেটা হোমমেড। পাওয়া যাবে গোলাপের আকারে রাস্পবেরি ডিলাইস, চকোলেট পেবল উইথ ক্রাঞ্চি কোকোয়া নিব নুগাতিন ইত্যাদি।

কতদিন চলবেঃ গোটা মার্চ মাস

যোগাযোগঃ ইয়চ্চা

টপ অফার #২

কোথায়ঃ জে ডাব্লিউ ম্যারিয়ট

বিশেষ কী

জে ডাব্লিউ ম্যারিয়টের রান্নাঘর অর্থাৎ এখানকার বিখ্যাত রেস্তরাঁ জেডাব্লিউ কিচেন নিয়ে এসেছে বিশেষ কিছু পদ। যেমন গ্রিলড চিকেন স্টিক উইথ রেড ওয়াইন জুস, গ্রিলড অ্যাসপারাগাস অ্যান্ড মাশরুম ইত্যাদি। থাকছে কিছু লোভনীয় মিষ্টি যেমন রেড ভেলভেট কেক, ফ্রেশ বেরি টার্ট ইত্যাদি। নারী দিবসের এই বিশেষ বুফে লাঞ্চ ও ডিনার ছাড়াও ওইদিন ম্যারিয়টের স্পাতে থাকছে ৩০% ছাড়।

কতদিন চলবেঃ শুধু ৮ই মার্চ

যোগাযোগঃ জে ডাব্লিউ ম্যারিয়ট

টপ অফার # ৩

কোথায়ঃ ওয়েসটিন কলকাতা, রাজারহাট

বিশেষ কী?

১ থেকে ৮ই মার্চ যদি আপনি গ্রুপে এখানে বুকিং করেন (দশ জনের গ্রুপ হতে হবে) তাহলে কিটি পার্টির একটি টিকিতে আরেকটি পাবেন বিনামূল্যে। আর ৮ই মার্চ এখানে মহিলাদের জন্য যে বিশেষ বুফে লাঞ্চের ব্যাবস্থা করা হয়েছে সেখানে আছে ৫০% ছাড়।

কতদিন চলবেঃ ১ থেকে ৮ই মার্চ

যোগাযোগঃ কলকাতা, রাজারহাট

টপ অফার # ৪

কোথায় দা মিক্স বার অ্যান্ড কিচেন

বিশেষ কী

কমপ্লিমেনটারি ককটেল যেমন ড্রামা কুইন, গসিপ গার্ল ইত্যাদি। আর থাকছে মকটেল যেমন লাভলি অ্যান্ড বাবলি, পাওয়ারপাফ গার্লস ইত্যাদি। স্পেশ্যাল মেনুতে থাকছে এগজটিক আরবোরিও রাইস অ্যান্ড মাশরুম ফ্রিটার, বারবিকিউ চিকেন উইথ পাইনঅ্যাপেল সালসা এবং চকোলেট লাভা কেক।

কতদিন চলবেঃ ৮ই মার্চ, বিকেল ৪ টে থেকে দুপুর ১২ টা।

যোগাযোগঃ দা মিক্স বার অ্যান্ড কিচেন

টপ অফার # ৫

কোথায়ঃ আভামা জুয়েলার্স

বিশেষ কী?

নারী দিবস উপলক্ষ্যে আভামা জুয়েলার্স নিয়ে আসতে চলেছে তাদের নতুন কালেকশান ‘শক্তি’। এক লাখ টাকার গয়না কিনলে থাকছে বিনামূল্যে অপূর্ব একটি জুয়েলারি বক্স।

যোগাযোগঃ আভামা জুয়েলার্স  

এছাড়াও যে অফারগুলো নারী দিবসে থাকছে

মিত্র অ্যান্ড ঘোষ প্রকাশনার তরফ থেকে থাকছে বইয়ে ২৫% ছাড়।গোটা মাস জুড়ে এই অফার থাকবে।

কেয়া শেঠ এর বিভিন্ন প্রসাধনী কিনলে থাকছে বিশেষ ছাড়। চলবে ১৭ই মার্চ পর্যন্ত।

POPxo Recommends Nyka

POPxo Recommends Clovia

POPxo Recommends Zivame

POPxo Recommends Flipkart

অফার থাকছে এই নাইটক্লাব আর পাবেও

হোয়াটস ইন দা নেম, ক্যামাক স্ট্রিট

হার্ড রক কাফে, পার্ক স্ট্রিট

ক্লাব বুদ্যার, সেক্সপিয়ার স্মরনি

রাজকুটির, কলকাতা 

রাজকুটিরে সেদিন পাওয়া যাবে কিছু কলোনিয়াল পদ। আর তার সঙ্গে থাকছে খাবারের মোট বিলের উপর ১৫% ছাড়। 

বিশেষ উৎসব

নন্দন থ্রিতে চলবে উওম্যান্স ডে ফিল্ম ফেসটিভ্যাল, ৮ থেকে ১০ মার্চ, বিকেল ৪টে থেকে ৮ টা।

ফিটনেস ফ্রিক হলে যোগ দিতে পারেন উওমেন্স ডে রানে। শুরু হবে পুলিশ অ্যাথলেটিক ক্লাব থেকে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Read More From লাইফস্টাইল