রূপচর্চা ও বিউটি টিপস

অফিস সামলে নিজের স্কিনকেয়ার করবেন কিভাবে

SRIJA GUPTA  |  May 25, 2022
অফিস সামলে নিজের স্কিনকেয়ার করবেন কিভাবে

এই প্যাচপ্যাচে গরমে রোজ ভিড় ঠেলে যারা অফিস যাচ্ছেন তাঁরা বীরাঙ্গনা। সবদিক সামলে, কোনওমতে নাকে মুখে গুঁজে অফিস বেড়োনোর মাঝে স্কিনকেয়ার করার কথা আমাদের মাথাতেও থাকে না, থাকার কথাও নয় বুঝছি। কিন্তু না মাথায় রাখলে কি হবে বলুন (working women daily skin care routine)? প্লিজ ঘড়ির পাঁচ মিনিট অফিস বেড়োনোর আগে নিজের জন্য রাখুন। অফিস সামলে স্কিনকেয়ার কিভাবে করবেন বলছি আমরা..

সকালের সিটিএম

ঘুম ভেঙ্গে ব্রাশ করার পরেই ক্লেনজিং করবেন। তারপর টোনার ভাল করে মুখে মেখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করুন। এটা ভুলেও ভুলে যাবেন না (working women daily skin care routine)।

সানস্ক্রিন মাস্ট

হ্যাঁ একদম। আপনি হাল্কা টাচ আপ করুন বা না করুন সানস্ক্রিন লাগানো মাস্ট। অফিসেও সানস্ক্রিন ক্যারি করবেন। তিন-চার ঘন্টা অন্তর রি অ্যাপ্লাই করবেন।

গোলাপজল ক্যারি করুন

ওয়েট টিস্যুর বদলে অফিসে গোলাপজল ক্যারি করুন। নিজেও বানাতে পারেন আবার রোজওয়াটার কিনে সেটিও সাথে রাখতে পারেন। ছোট স্প্রে বোতলে গোলাপজল ভরে সেটিকে নিয়ে অফিস যান (working women daily skin care routine)। অফিসব্রেকে বা টয়লেটে গিয়ে মুখে অল্প স্প্রে করে নেবেন। জানি অফিসে ব্রেকের সময় যা দেয় তা টিফিন খেতেই চলে যায়। তবুও এক মিনিট বের করে জাস্ট স্প্রে করে নেবেন৷ 

বাড়ি ফেরার পর

সারাদিন ক্লান্ত হয়ে আবার ভিড় ঠেলে বাড়ি ঢুকে আর অফিসফেরত শরীরটা আর চলে না। বাড়ি ফেরার পর নিজেকে আয়নায় দেখে কান্নাও পেয়ে যায়! এক কাজ করবেন, অফিস যাওয়ার আগে ছোট বাটিতে অল্প জল নিয়ে তাতে আধখানা লেবুর রস মিশিয়ে বাটিটা ফ্রিজে ঢুকিয়ে রেখে যাবেন। অফিস থেকে ফিরে সেই লেবুজল একটা সুতির রুমালে ভিজিয়ে মুখে বিছিয়ে রাখুন। ১০ মিনিট পর দেখবেন মুখের সব ঘাম, তেল আর ক্লান্তি কেমন ম্যাজিকের মত চলে গেছে৷

কাজ তো থাকবেই। তাই বলে সেই অফিসের চাপে নিজের খেয়াল রাখতে ভুলে গেলে তো হবে না! এখানে যা সাজেস্ট করা হয়েছে তার কোনওটাই কিন্তু কঠিন বা সময়সাপেক্ষ নয়। অফিসের কাজের মাঝে বেসিক স্কিনকেয়ার করাই যায়।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App

Read More From রূপচর্চা ও বিউটি টিপস