লাইফস্টাইল

পরিবেশ রক্ষার স্বার্থে রইল বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান, কবিতা ও উক্তি

Debapriya Bhattacharyya  |  Apr 21, 2020
পরিবেশ রক্ষার স্বার্থে রইল বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান, কবিতা ও উক্তি

চারদিকে পরিবেশ বিজ্ঞানীরা রব তুলেছেন ‘পরিবেশ বাঁচান, গাছ লাগান’, আর আমি আপনি কী করছি?

একদিন বিশ্ব পরিবেশ দিবস পালন করে, সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট করেইয়ে দায়িত্ব কোনওমতে পালন করার ভনিতা করছি। যদি তাই’ই হয়, তাহলে আপনার জন্য রইল বিশ্ব পরিবেশ রক্ষার স্বার্থে বেশ কয়েকটি পরিবেশ দিবসের স্লোগান, কবিতা ও পরিবেশ দূষণ নিয়ে উক্তি (World Environment Day Quotes In Bengali) যা হয়ত আপনাকে আরও উদ্বুদ্ধ করবে পরিবেশ বাঁচাতে।

বিশ্ব পরিবেশ দিবস কী? (World Environment Day In Bengali)

প্রতি বছর জন মাসের পঞ্চম দিনে বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। তবে কেন পালিত হয় বা কী কী হয় তা জানার আগে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছুটা ইতিহাস জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ (World Environment Day In Bengali) হিসেবে ঘোষণা করে। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

পরিবেশ দিবসের স্লোগান (World Environment Day Slogans In Bengali)

ছবি সৌজন্যে: শাটারস্টক

বিশ্ব পরিবেশ দিবসে যদি আপনি ভাবেন যে বেশ কয়েকটি দারুণ পরিবেশ রক্ষার স্লোগান (World Environment Day Slogans In Bengali) নেবেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে ভালো স্লোগান এখানেই পাবেন –

১। আপনি নিজেও পরিচ্ছন্ন থাকুন, আপনার পরিবেশও পরিচ্ছন্ন রাখুন।

২। মন এবং পরিবেশ – দুই’ই পরিষ্কার রাখুন (পরিবেশ দিবসের স্লোগান)।

৩। সবুজ পরিবেশই আপনার মন চিরসবুঝ রাখতে পারে।

৪। পরিবেশ রক্ষা করুন, এটাই আমাদের বাড়ি।

৫। নিঃশ্বাস নিন, গাছকেও একটু আনন্দ দিন।

৬। রিসাইকেল করুন, পৃথিবীর বোঝা আর বাড়াবেন না।

৭। আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখুন।

৮। পৃথিবীকে ‘মা’ কেন বলা হয় জানেন? কারণ তিনিই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আগলে রেখেছেন (পরিবেশ দিবসের স্লোগান)।

৯। বন্য বন্য এ অরণ্য সুন্দর

১০। এভাবে গাছ কাটতে থাকলে কীভাবে জড়িয়ে ধরবেন?

১১। সবুজই এখন নতুন কালো (World Environment Day Slogans In Bengali)

১২। পরিবেশ যদি না থাকে, আমরাও কিন্তু থাকবো না।

১৩। পরিবেশকে হয় ভালবাসুন, না পারলে আসুন!

১৪। ভিতর থেকে সবুজ থাকুন।

১৫। পরের প্রজন্মের জন্য কী রেখে যাবেন কোনও দিন ভেবে দেখেছেন?

১৬। ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার, একে আরও কালো করবেন না গাছ কেটে আর দূষণ ছড়িয়ে (বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান)।

১৭। বিশ্ব পরিবেশ দিবসে আপনি পরিবেশ রক্ষার জন্য কী করছেন?

১৮। আপনি কি পরিবেশের জন্য ভাবেন?

১৯। কিপ কাম অ্যান্ড সেভ দ্য আর্থ!

২০। আমরা আমাদের পরিবেশকে ভালবাসি, আর একে রক্ষার জন্য আমরা সব কিছু করতে রাজি।

পরিবেশ দূষণ নিয়ে উক্তি (Environmental Pollution Quotes In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সেলস

১। “আমার তখনই রাগ হয় যখন আমি দেখি মানুষ জিনিস নষ্ট করছে যা অন্য কেউ ব্যবহার করতে পারত” – মাদার টেরেসা।

২। “পরিবেশ দূষণ বন্ধ করাটাই একমাত্র সমাধান”

৩। “পরিবেশ দূষণ কীভাবে কমানো যায় সে বিষয়ে ভাবুন, বাড়ানোর জন্য অনেকে আছেন”

৪। “পরিবেশ দূষণ এমন একটি রোগ যার কোনও প্রতিকার নেই, শুধুমাত্র আমাদের চেস্টায় এই রোগের প্রতিরোধ সম্ভব” (পরিবেশ দূষণ নিয়ে উক্তি)

৫। “খুব সম্ভবত আমরাই শেষ প্রজন্ম যারা পরিবেশ দূষণ রোধ করতে পারি”

৬। “পরিবেশে যত দূষণ রয়েছে তা তো ক্ষতিকর বটেই, তবে আমাদের মনের দূষণ আরও বেশি ভয়ঙ্কর” (World Environment Day Quotes In Bengali)

৭। “বাতাসের দূষণ হোক বা মাটির, সব দূষণ গিয়ে একত্রিত হয় সমুদ্রে”

৮। “পরিবেশ দূষণ – যদি আপনি একে না মারেন, এটি আপনাকে মেরে ফেলবে”

৯। “সমুদ্র যেন এক বিশাল নর্দমা, যেখানে সবাই সব ময়লা জমা করে যায়” (পরিবেশ দূষণ নিয়ে উক্তি)

১০। “যারা পরিবেশ রক্ষা করে, যারা পরিবেশ দূষণ প্রতিরোধ করে, তাঁরা শুধু নিজেকে না, অন্যকেও ভালবাসার মানসিকতা রাখেন”

পরিবেশ দিবস কবিতা (World Environment Day Poems In Bengali)

ছবি সৌজন্যে: শাটারস্টক

পরিবেশ দিবস নিয়ে নানা কবিতাও (World Environment Day Poems In Bengali) লেখা হয়েছে। কয়েকটি আপনাদের সামনে তুলে ধরা হল –

১। কবিতার নাম – একটা গাছ একটা প্রান
কবি – অহনা
ভালবাসি দেখতে ছোট্ট গাছের হাওয়ায় মাথা নাড়া
ভালবাসি পুঁততে বাড়ির দাওয়ায় ছোট্ট একখানি চারা।
ভালবাসি ঢালতে নিয়ম করে ছোট্ট এক মগ জল
ভালবাসি দেখতে দুনিয়া সবুজ প্রানেতে ঝলমল।
ভালবেসো সব্বাই বাগানজোড়া সবুজের সমারোহ
মনে রেখো সব্বাই ব্যস্ততাতেও সে সবুজের বিদ্রোহ।
যেন ছোট্ট চারা শুধু গাছই নয় ছোট্ট একখানা প্রাণ
সেই ছোট্ট প্রাণ বাঁচলে তবেই এ পৃথিবীর বাঁচবে জান।
আজ বাঁচাও সবুজ, লাগাও সবুজ, ঘোচাও হিংসার রেশ
মনের সবুজ বাঁচলে তবেই বাঁচবে এ পরিবেশ।


২। কবিতার নাম – বিশ্ব পরিবেশ দিবস
কবি – সুমন বিশ্বাস
৫ই জুন হল পরিবেশের দিন, বাকি ৩৬৪ দিনই আমরা উদাসীন।
জেনেভা, রিও, কিয়োটো কিংবা মন্ট্রিলে
আলোচনা শুধু থেমে যায় চায়ের টেবিলে (পরিবেশ দিবস কবিতা)
এক দেশ খুঁজে বেড়াই অন্য দেশের ভুল, পরিবেশ বিজ্ঞানীরা ছেঁড়েন মাথার চুল
গ্রিন হাউজ গ্যাসে ভূলোক যাচ্ছে ভরে, রাস্ট্রের দোষ চাপা পড়ে শুধু টাকার জোরে।
গরম হচ্ছে বিশ্ব আর মেরুর বরফ গলছে, বাড়ছে জলস্তর এটা বিজ্ঞানীরা বলছে
তেল-কয়লা পুড়িয়ে চলে সভ্যতার চাকা
বাড়ছে নগর উন্নয়ন, বোন হচ্ছে ফাঁকা।


৩। কবিতার নাম – পরিবেশ দূষণ
কবি – অরণ্য  
চারপাশের সমস্ত কিছু নিয়ে গড়ে উঠেছে পরিবেশ
দূষণের কারণে ধীরে-ধীরে হচ্ছে প্রকৃতি শেষ,
পরিবেশের অবদানে গড়ে উঠেছে জাগতিক পরিস্থিতি
মানব সভ্যতার ভুলের কারণে প্রকৃতির হচ্ছে দুর্গতি!
নদী-নালা, পাহাড়-পর্বত আর গগনের ঝরা বৃষ্টি
বন-জঙ্গল, পশুপাখি সব’ই হল পরিবেশের সৃষ্টি,
গাছপালা, বন্যপ্রাণি, মাছ, আর কীট-পতঙ্গ করছে দান
আলো, উত্তাপ জল, বায়ু, মাটি বাঁচায় মোদের প্রাণ।
বিভিন্ন রাসায়নিক গ্যাস নির্গত হয়ে সমীর দূষিত হচ্ছে
কলকারখানায় জ্বালানি গ্যাসের ফলে অক্সিজেন কমে যাচ্ছে,
যানবাহনের নির্গত ধোঁয়া অনিলের সুদ্ধতা কেড়ে নিচ্ছে
পারমানবিক বিস্ফোরণ সভ্যতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে!
কলকারখানার বর্জ্যপদার্থ দূষিত করছে পানিয় জল
মানব দেহে অসুখে বাসা বাঁধছে এসব তারি প্রতিফল,
নোংরা পচা আবর্জনা অর পশু পাখির মল-মুত্র
নির্গত হচ্ছে তটিনীর নীরে এ সবই হল দূষণের সূত্র!
কৃষি ও শিল্প বিপ্লব নষ্টের একটা অন্যতম কারণ
জমিতে রাসায়নিক সার প্রয়োগের ফলে ঘটছে ভূমি দূষণ,
শহর এলাকার আবর্জনার স্তুপ পচে মৃত্তিকা দূষিত হচ্ছে
তার কারণে নানা সংক্রামক ব্যাধির দূতের বিস্তার ঘটছে!
নিদারুণ সৃষ্টিকারি যান্ত্রিকতার ফলে দূষণ হচ্ছে শব্দ
কলকারখানা ও যন্ত্রদানবের বিচিত্র হর্ণ থাকছেনা দব্ধ,
বাজি-পটকার আওয়াজ মারাত্মক আকার করছে ধারণ
শহরের পথে যানবাহনের আওয়াজ করছে শব্দ দূষণ!
সমাজের বুকে মনস্তাত্বিক দূষণ অতি মাত্রায় ঘটছে
অপসংস্কৃতির মত মানসিক রোগে সজাগ থেকে দূরে হটছে,
অতি ভাবনা মানসিক রোগের যদি না কর শোধন
অপরাধ প্রবণতা বেড়ে মানব সভ্যতার হবে অধঃপতন!
নানান ধরনের পরিবেশ দূষণ থেকে পেতে হলে মুক্তি
সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষদের সচেষ্ট হয়ে দিতে হবে যুক্তি,
সংবাদপত্র, টিভির মাধ্যমে প্রচার বাড়ানোর করছি নিবেদন
ছাত্রছাত্রি আর সমাজের মানুষকে হতে হবে সচেতন।
জল দূষণ, ভূমি দূষণ রোধের জন্য সঠিক তথ্য হবে জানতে
শব্দ দূষণের জন্য উচ্চ আদালতের নির্দেশ হবে মানতে,
অপসংস্কৃতিক দূষণ রোধের জন্য ঘটাতে হবে জাগরণ
সর্বদা গুরুত্ব দিয়ে গড়ে তুলতে হবে সমাজিক বনসৃজন।
রাষ্ট্রসঙ্ঘ পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য এগিয়ে এসেছে
পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হচ্ছে,
পরিবেশ মালিন্যমুক্ত হলে ধরণীর সভ্যতা সুন্দর গড়ে উঠবে
অন্যথা একদিন জরা ও মৃত্যু ভীষণ্য ধারায় পরিণত হবে!


৪। কবিতার নাম – দূষণ
কবি – ডাক্তার সন্তোষ কুমার মন্ডল
কে বলে তোমায় চিনি না।
খুব বেশী করে চিনি তোমায়,
তুমি ছিলে,তুমি আছ,তুমি থাকবে
সমাজের বাস্তবতার আনাচে কানাচে।
তোমার বাড়াবাড়ি নিয়ে কথা হয়
কেউ বা বলে তুমিই দায়ী (পরিবেশ দিবস কবিতা),
তুমিও ছাড়ার পাত্র নও–
সরলকোনে দায়কে ঘুরিয়ে
হাত-পা ঝেড়ে ফেলতে চাও
সন্দেহের মায়াবী তীক্ষ্ণ তিরটা
সতর্ক মানুষের পানে সরিয়ে।
তুমি বল,আকাশ কালো করে কে!
আমি থাকি নিরুত্তর ছবি।
তুমি বল, বাতাস দূষিত হয় কেন?
আমি লুকোবার পথ খুঁজি।
তুমি বল, মাঠ-ঘাট-রাস্তা ভাঙ্গে কেন?
আমি ঢাকা দিই আমার কূ-কর্ম,
তোমার কৈফিয়ৎ চাওয়া মানুষের কাছে
আমার প্রকাশ নিরুত্তর ছবি।
মাটি তপ্ত হয় মরুভুমির ন্যায়,
সূর্য এগিয়ে যায় ওজোন পেরিয়ে,
দাম্ভিক সমুদ্রের ক্রুর অট্টহাসি
সুন্দরবনকে আয়াসলব্ধ গ্রাসে।
— তাও কি প্রকৃতি দায়ী?
তোমার সন্দিগ্ধ মনের কোণে
খেলা করে কোন গভীর গোপন?
বিপথে ফেলা মনুষ্যত্বের সংজ্ঞাটাকে
নাই বা ধরে রাখলে,
হোক না কিছু ক্ষতি তোমার
ধরাকে বাঁচিয়ে রাখতে।

এটিও পড়ুন :
Save Earth Slogans in Hindi
पृथ्वी दिवस का इतिहास
Environment Day Quotes in Hindi

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল