জানেন কি, প্রথমবার সঙ্গিনীর অনাবৃত শরীর দেখে পুরুষদের মাথায় কোন-কোন ভাবনা ঘুরপাক খায়?
প্রেম (relationship) মানেই কিন্তু শুধুমাত্র শারীরিক মিলন নয়, তবে একথাও সত্যি যে দু’জন মানুষের মধ্যে যখন একটা সম্পর্ক (relationship) গড়ে ওঠে তখন মনের মিলনের (sex) সঙ্গে শরীরের মিলন হওয়াটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। শরীরের মিলন বলতে শুধুমাত্র যৌনতা (sex) বোঝায় না। একে অন্যের হাতের উপরে হাত রাখা, কাছাকাছি গা ঘেঁষে বসা, একে অন্যের আলিঙ্গনে (hugs) হারিয়ে যাওয়া, ঠোঁটে ঠোঁট রাখা (kiss) – সব কিছুই কিন্তু মিলনের আওতায় পড়ে। দু’জন মানুষের মধ্যে রসায়নটা ঠিক থাকা খুব জরুরি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের সম্পর্কের (relationship) মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের মুহূর্ত কোনগুলো, তা হলে আমার মাথায় একটাই কথা আসে, সম্পর্ক যখন গড়ে উঠছিল, সেই সময়টা! একে অন্যের সঙ্গে আলিঙ্গনবদ্ধ (hugs) হয়ে কাটানো মুহূর্তগুলো খুব বেশি স্পেশাল। দেখা করা, লং ড্রাইভে যাওয়া, একে অন্যের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা, প্রথম চুমু (kiss), আর সবার শেষে একে অন্যের শরীরে মিশে যাওয়া (sex)!
কেবলমাত্র যে মহিলাদের এই অনুভূতিগুলো হয়, তা কিন্তু না। পুরুষদের মধ্যেও এই একই অনুভূতি রয়েছে। হ্যাঁ, তাঁরা সব সময়ে হয়তো মুখে প্রকাশ করেন না, কিন্তু প্রথমবার মিলনের (sex) ঠিক আগে যখন তাঁরা তাঁদের সঙ্গিনীকে (partner) প্রথমবার বিবস্ত্র ভাবে (naked) দেখেন, তখন সব পুরুষেরই ‘হৃৎপিণ্ড তিড়িং বিড়িং করে!’
প্রথমবার সঙ্গিনীকে বিবস্ত্র দেখে এই ২১টা না বলা ভাবনা, যা যে-কোনও পুরুষের মনে আসে
১। ওয়াও!!! শি ইজ সো হট!
২। ও নিজেও জানে না, যে এই মুহূর্তে ওকে ঠিক কতটা সুন্দর লাগছে! আমি পাগল হয়ে যাব…
৩। আমি এতটা ভাগ্যবান ঠিক কবে থেকে হলাম! আমার সঙ্গিনী (partner) এতটা সুন্দর যে আমি মিলনের জন্য আর অপেক্ষা করতে পারছি না…
৪। শি ইজ সো সেক্সি!
৫। আমি মিলনের (sex) জন্য কাতর হয়ে পড়ছি, আমার ভিতরে কী চলছে একমাত্র আমিই জানি… কিন্তু বেশি তাড়াহুড়ো করাটা ঠিক হবে না বোধহয়
৬। ওর অনাবৃত (naked) শরীরের প্রতিটি ভাঁজ আমি সত্যিই নিজের চোখে দেখতে পাচ্ছি এখন… আমার মতো ওরও গায়ে কাঁটা দিচ্ছে… নিপল শক্ত হয়ে যাচ্ছে… নরম পিঠ, মোলায়েম কাঁধ… ভাসা ভাসা চোখ… সব মিলিয়ে অপূর্ব!
৭। আমার চোখে যদি ও নিজেকে একবার দেখতে পেত, ঠিক যেন শিল্পীর পরম মমতায় গড়া এক মূর্তি… মিলনে পিপাসু…
৮। ওঁর এলোমেলো চুল মুখের উপরে এসে পড়ছে… কী অপূর্ব দেখতে লাগছে… আমি ওকে আমার আলিঙ্গনে (hugs) রাখতে চাই… মিলনের আগের মুহূর্তের এই চরম উত্তেজনা…
৯। আমাকে কী খুব বেশি প্রগলভ লাগছে?
১০। আমি ওঁর শরীরের প্রতিটা অংশ ছুঁতে চাই… ছোট্ট ছোট্ট কামড়ে ওঁর শরীরে আমার নিশানি রেখে যেতে চাই…
১১। নাহ! আমার নিজেকে আটকে রাখা আর সম্ভব হচ্ছে না… আমার মনে হয় আমার সঙ্গিনীও (partner) মিলনের (sex) জন্য পিপাসু হয়ে রয়েছে!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…