ADVERTISEMENT
home / লাইফস্টাইল
Honeymoon-এ গিয়ে এই ১৫টা ভাবনা প্রতিটি পুরুষের মাথাতেই ঘোরে!

Honeymoon-এ গিয়ে এই ১৫টা ভাবনা প্রতিটি পুরুষের মাথাতেই ঘোরে!

আপনি যদি মনে করেন যে শুধুমাত্র কনেরাই তাদের মধুচন্দ্রিমার ব্যাপারে এক্সাইটেড হন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন! হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। বিয়ের কনে অনেকসময়েই ভাবেন যে তার স্বামী ঠিক কিরকম ব্যাপারটা পছন্দ করবেন, মধুচন্দ্রিমায় গিয়ে তারা ঠিক কি কি করবেন, ব্রাজিলিয়ান ওয়াক্স নাকি চকলেট ওয়াক্স করালে বর খুশি হবে, কীরকম লঞ্জারি তার বর পছন্দ করবে – কিন্তু এসব কথা কিন্তু শুধুমাত্র কনেরা ভাবে না, সদ্যবিবাহিত বরেরাও তাদের মধুচন্দ্রিমা নিয়ে যথেষ্ট এক্সাইটেড থাকে। বিশেষ করে যাদের সম্বন্ধ করে বিয়ে হয়, তারা কিন্তু মধুচন্দ্রিমায় (honeymoon) যাবার জন্য যেমন এক্সাইটেড ফীল করেন, তেমনই নার্ভাসও ফীল করেন। আরে বাবা, মেয়েরা যেমন একজন অল্প-পরিচিত মানুষের সাথে সারাজীবন কাটানোর ভাবনায় টেনশনে থাকে, সেরকম ছেলেরাও তো টেনশনে থাকে! আর মধুচন্দ্রিমায় যাবার আগে তাদের মাথায় তাই নানা চিন্তা ঘোরে। এখানে ১৫টা ভাবনা তুলে ধরলাম –

জেনে নিনঃ হানিমুনে কি ধরনের ড্রেস নেবেন

Honeymoon-এ গিয়ে এই ১৫টা ভাবনা প্রত্যেকটা ছেলের মাথায় ঘোরে 

১। যাক বাবা, অবশেষে আমরা দু’জন। আত্মীয় আর বন্ধুরা তো এতদিন ভিড় করে ছিল। কিন্তু একটু অদ্ভুত লাগছে!

via GIPHY

ADVERTISEMENT

২। আচ্ছা, আমি কি আগে কথা শুরু করবো? নাকি ওকে একবার ছুঁয়ে দেখব? না, আগে বরং একটু দূর থেকেই কথা বলি… আমি চাইনা ও কোনোরকম অস্বস্তিতে পড়ুক। কিন্তু কি কথা বলব?

৩। আচ্ছা, বিয়ের আগে তো ফোনে কতো কথা বলতাম। ঘণ্টার পর ঘণ্টা… নানা বিষয়েই কথা বলতাম… সামনাসামনি আমার এতো নার্ভাস লাগছে কেন?

৪। আচ্ছা, ওর এই জায়গাটা পছন্দ হয়েছে তো? নাকি আমার যাতে খারাপ না লাগে সেজন্য বলল যে জায়গাটা পছন্দ! আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগছে…

৫। আচ্ছা, আমি ওকে বোর করছি না তো? জিজ্ঞেস করাটা কি উচিত হবে নাকি ব্যাপারটা ভীষণ বোকা বোকা হয়ে যাবে! কিন্তু আমার কেন জানিনা মনে হচ্ছে আমার সেন্স অফ হিউমার ও বেশ পছন্দ করছে!

ADVERTISEMENT

via GIPHY

৬। আমার এতো কাছে রয়েছে ও, আমি আর অপেক্ষা করতে পারছি না… না না… কি ভাবছি… ওর সম্মতি না নিয়ে কিছু করা উচিত না…

৭। এক মিনিট! ও কি চাইছে… আমার কেন মনে হচ্ছে যে ও-ও সেটাই চাইছে যেটা আমি চাইছি… ধুর বাবা! কিসব হচ্ছে!

৮। আচ্ছা, ও কি আমাকে হিন্ট দিচ্ছে? এরকম একটা সেক্সি নাইট গাউন পরেছে…

ADVERTISEMENT

৯। কি পারফিউম মেখেছে ও… আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না…

via GIPHY

১০। আমার শেভ করা উচিত ছিল… যদি ওর এরকম পছন্দ না হয়?

১১। আচ্ছা, আমার কাছে কি যথেষ্ট কন্ডোম আছে? না… আবার কিনতে হবে!

ADVERTISEMENT

১২। আমি ভাবতেই পারিনি যে আমার বৌ এতো সেক্সি! আচ্ছা, ও স্যাটিসফায়েড তো?

১৩। আচ্ছা, আমাদের দিনে কতবার ঠিক সেক্স করা উচিত? দুবার? না তিন বার? নাকি বারবার 😉

via GIPHY

১৪। আরেকবার? না আর একটু পরে…

ADVERTISEMENT

১৫। আচ্ছা, আমাকে ও ডেসপারেট ভাবছে না তো?

ছবি সৌজন্যেঃ ইউটিউব

গ্রাফিক্স সৌজন্যেঃ Giphy

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

 

03 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT