Cut crease eye makeup ব্যাপারটা শুনতে বা দেখতে যতটা কঠিন মনে হয় আদতে কিন্তু ব্যাপারটা অতটাও কঠিন নয়! কাট ক্রিজ আই মেকআপের সাহায্যে চোখের উপরের অংশে এমন একটা গভীরতা তৈরি করা হয় যা দেখে মনে হয় যে ভুরু এবং চোখের পাতার মধ্যবর্তী অংশে বেশ অনেকটা জায়গা রয়েছে এবং একটা ইলিউশনের সৃষ্টি হয়। কাট ক্রিজ আই মেকআপ এমন একটি মেকআপ কৌশল যাতে চোখ দেখতে বেশ বড় লাগে আর ওয়েল-ডিফাইন্ডও মনে হয়।
নিজেই যাতে প্রফশনাল মেকআপ আর্টিস্টের মত Cut Crease Eye Makeup করতে পারেন সেজন্য রইল দুটি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল –
যা যা সরঞ্জাম প্রয়োজন
পদ্ধতি
ক) প্রথমেই চোখ পরিষ্কার করে নিয়ে চোখের উপরে ও নীচে প্রাইমার লাগিয়ে নিন।
খ) এবারে চোখের ক্রিজ এরিয়াতে অর্থাৎ যেখানে ভাঁজ পরে সেই অংশে হালকা হাতে ব্রাশের সাহায্যে নুড আইশ্যাডোর একটি কোট লাগান।
গ) এবারে চোখের উপরের অংশের বাইরের দিকে অর্থাৎ কানের দিকে পাতলা আইশ্যাডো ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন বা কনসিলার লাগান এবং এমনভাবে লাইনটি টানুন যাতে দেখে মনে হয় একটি বিভাজিকা সৃষ্টি হয়েছে।
ঘ) এবারে ভাল করে ব্লেন্ড করুন এবং ডার্ক ব্রাউন আইশ্যাডোর সাহায্যে ক্রিজ এরিয়াতে বিভাজিকা আরও স্পষ্ট করে তুলুন।
ঙ) এবার উপরের চোখের পাতার ধার বরাবর মোটা করে আইলাইনার লাগান এবং নীচের পাতায় ঘন করে কাজলের রেখা টানুন। হালকা মাস্কারা লাগান চোখের পাতায়, উপরে ও নীচে দু’দিকেই লাগাবেন, তা না হলে দেখতে ভাল লাগবে না।
যা যা সরঞ্জাম প্রয়োজন
পদ্ধতি
ক) প্রথমেই চোখ পরিষ্কার করে নিয়ে চোখের উপরে ও নীচে প্রাইমার লাগিয়ে নিন।
খ) এবারে চোখের ক্রিজ এরিয়াতে অর্থাৎ যেখানে ভাঁজ পরে সেই অংশে হালকা হাতে ব্রাশের সাহায্যে বেজ আইশ্যাডোর একটি কোট লাগান।
গ) এবারে চোখের উপরের অংশের বাইরের দিকে অর্থাৎ কানের দিকে পাতলা আইশ্যাডো ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন বা কনসিলার লাগান এবং এমনভাবে লাইনটি টানুন যাতে দেখে মনে হয় একটি বিভাজিকা সৃষ্টি হয়েছে।
ঘ) এবারে ভাল করে ব্লেন্ড করুন এবং ডার্ক ব্রাউন আইশ্যাডোর সাহায্যে ক্রিজ এরিয়াতে বিভাজিকা আরও স্পষ্ট করে তুলুন।
ঙ) এবার চোখের পাতার ধার বরাবর সরু করে আইলাইনার লাগান এবং নীচের পাতায় ব্রাউন আইশ্যাডো দিয়ে কাজলের রেখা টানুন। হালকা মাস্কারা লাগান চোখের পাতায়। ব্যস, আপনার ন্যাচারাল কাট ক্রিজ আই মেকআপ লুক তৈরি!
মূল ছবি – ইনস্টাগ্রামের সৌজন্যে
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!