কাজল ছাড়া আমাদের মেকআপ অসম্পূর্ণ। চোখ হাইলাইট করতে এবং আকর্ষণীয় দেখাতে আজকাল সবাই চোখে কাজল (3 amazing ways to make homemade kajal) লাগায়। আপনি যদি আপনার সুন্দর চোখ নষ্ট করতে না চান তাহলে চোখে বাড়িতে তৈরি কাজল লাগান। বাড়িতে তৈরি কাজলকে অরগ্যানিক কাজলও বলা হয় কারণ এই কাজল তৈরি করার সময় কোনও রাসায়নিকের ব্যবহার করা হয় না। এটা চোখের জন্য পুরোপুরি সুরক্ষিত। আর এটা বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। শুধু এটা তৈরি করার জন্য আপনাকে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে।
জেনে নিন কিভাবে অ্যালোভেরা থেকে তৈরি করবেন কাজল
অ্যালোভেরা এমনিতেই বহু গুণ সমৃদ্ধ। অ্যালভেরা জেল এমনিতেই অনেকে চোখে লাগান আরাম পাওয়ার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে অ্যালোভেরা জেল থেকে কাজল তৈরি করলে সেটাও চোখের জন্য যথেষ্ট লাভজনক হবে। অ্যালোভেরা জেল থেকে তৈরি এই কাজল (3 amazing ways to make homemade kajal) চোখ ঠাণ্ডা রাখবে আর আরাম দেবে।
- একটা মাটির প্রদীপ নিন আর সেটা ক্যাস্টর তেল দিয়ে ভরে দিন।
- এবার একটা প্লেটে অ্যালোভেরা জেল মাখিয়ে প্লেট এমনভাবে প্রদীপের উপর রাখুন যাতে প্রদীপের শিখা অ্যালোভেরায় লাগে এবং সেটা জ্বলতে থাকে।
- যতক্ষণ না অ্যালোভেরা জেল পুরোপুরি জ্বলছে ততক্ষণ অপেক্ষা করুন।
- এবার যখন জেল পুরোপুরি জ্বলে যাবে ছুরি দিয়ে কাজল (3 amazing ways to make homemade kajal) চেঁচে নিয়ে কৌটোয় রেখে দিন।
- এই পদ্ধতি সম্পূর্ণ করতে ৫ থেকে ৮ ঘণ্টা সময় লাগে।
জেনে নিন কিভাবে কর্পূর থেকে তৈরি করবেন কাজল
কর্পূর থেকে কাজল (3 amazing ways to make homemade kajal) তৈরি করার পদ্ধতি খুব পুরনো আর কার্যকরী। যখন বেশ ঘন হয়ে কালি পড়বে সেটা ছুরি দিয়ে চেঁচে নিয়ে কৌটোয় রেখে দিন। কর্পূর থেকে তৈরি কাজল চোখের জন্য খুব ভালো। এটা চোখে আরাম দেয়। চোখের মধ্যে ধূলিকণাও বের করে দেয় এই কাজল। শুধু খেয়াল রাখবেন যেন কর্পূর পুরোপুরি জ্বলে যায়।
- কর্পূরের দু তিন টুকরো নিয়ে নিন।
- কর্পূরের টুকরো প্লেটের মাঝামাঝি রেখে দিন।
- এবার দু দিকে দুটো ছোট পাত্র রাখুন।
- এবার কর্পূর জ্বালিয়ে দিন আর পুরোটা জ্বলতে দিন।
জেনে নিন আমন্ড বা কাঠবাদাম থেকে কিভাবে তৈরি করবেন কাজল
- প্রথমে একটা গভির মাটির প্রদীপ নিন আর সেটা মাটিতে রাখুন।
- মনে রাখবেন প্রদীপে তেল দেবেন, ঘি নয়।
- এবার এই প্রদীপের উপর থালা এমনভাবে রাখুন যাতে প্রদীপ নিভে না যায়।
- এবার এই থালার উপর কয়েকটি বাদাম রাখুন (একেকবার ১টা বা ২টো) আর বাদামগুলোকে জ্বলতে দিন।
- বাদাম পুরো জ্বলে গেলে ৩ থেকে ৪ মিনিট পর বাদাম সরিয়ে নিন।
- এই পদ্ধতি বাকি বাদাম দিয়েও করুন।
- এই কৌশল ততক্ষন করুন যতক্ষণ না সব বাদাম জ্বলে যায়।
- সব বাদাম জ্বলে গেলে ছুরি দিয়ে এর কালি চেঁচে নিন আর বাদাম থেকে তৈরি কাজল (3 amazing ways to make homemade kajal) কৌটোয় ভোরে রাখুন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!