প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে রূপ রুটিনে রাখুন দারচিনি
দারচিনি। যে-কোনও রান্নায় যদি একটু পড়ে, রান্নার স্বাদই বদলে যায়। তা সে খাঁটি বাঙালি নিরামিষ রান্না হোক বা বিদেশি সিনামন রোল। রান্নাঘরে মশলার কৌটোয় এই মশলাটি থাকবেই। তবে দারচিনি যে আপনার ত্বকের যত্নেও দারুন কাজে লাগতে পারে, সে বিষয়ে বোধয় আপনার ঠিক জানা ছিল না তাই না? এই মশলাটিতে রয়েছে আয়রন এবং ক্যালশিয়াম। এছাড়াও দারচিনি থেকে নিঃসৃত এসেশিয়াল অয়েল ত্বকের জন্যও দারুন ভাল। (3 beauty diy with cinnamon)
ব্ল্যাকহেডস দূর করতে
ব্ল্যাকহেডস আমাদের একটি চিরন্তন সমস্যা। আপনি যত দামী ট্রিটমেন্টই করান না কেন, সে বার বার ফিরে ফিরে আসবেই! তবে আপনি চাইলে মাঝে মধ্যে দারচিনি ব্যবহার করতে পারেন ব্ল্যাকহেডস দূর করতে। প্রথমত এটি একটি ব্যথাহীন প্রক্রিয়া এবং দারচিনি ত্বকের বাউন্সিভাবও ফুটিয়ে তোলে (3 beauty diy with cinnamon)
যা যা লাগবে: এক টেবিল চামচ দারচিনি গুঁড়ো, একটি পাতি লেবু এবং এক চিমটি হলুদ গুঁড়ো
যেভাবে করবেন
স্টেপ ১: একটি পাত্রে, এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ো এবং লেবুর রস যোগ করুন।
স্টেপ ২: একটু বাড়তি ঔজ্জ্বল্যের জন্য আপনি মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়োও যোগ করতে পারেন।
স্টেপ ৩: এবার মিশ্রণটি আপনার মুখে দশ-পনের মিনিটের জন্য লাগিয়ে নিন এবং তারপর প্লেন জলে মুখ ধুয়ে নিন।
স্পট ট্রিটমেন্টের জন্য

অনেক সময়েই ব্রণ বা অ্যাকনের সমস্যায় ভুগি আমরা। অ্যাকনে বা ব্রণ দূর হলেও এর নাছোড় দাগ কিছুতেই দূর হয় না। এখানে কাজে আসতে পারে দারচিনি। কীভাবে?
যা যা লাগবে: এক চা চামচ দারচিনি গুঁড়ো, এক টেবিল চামচ খাঁটি মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস
যেভাবে করবেন
স্টেপ ১: একটি পাত্রে, দারচিনি গুঁড়ো ও মধু মেশান। (3 beauty diy with cinnamon)
স্টেপ ২: এবার লেবুর রস মিশিয়ে ভাল করে একটা মিশ্রণ তৈরি করুন।
স্টেপ ৩: এবার মিশ্রণটি আপনার মুখের যেখানে দাগ রয়েছে সেখানে লাগান। ঠোঁটের চারপাশ আর চোখের আশেপাশে লাগাবেন না। মিনিট দশেক পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
ন্যাচারাল পাউট করতে চান?
ইনস্টাগ্রামে করিনা কপূর বা ক্যাটরিনা কইফের পাউট দেখে আপনারও ইচ্ছে করে কিনা বলুন পাউট করে সেলফি তুলতে! না, পাউট করার জন্য আপনাকে সার্জারি করাতে হবে না। অল্প দারচিনিই এই কাজটি করতে আপনাকে অনেকটা সাহায্য করবে
যা যা লাগবে: পরিমান মত ভ্যাসলিন এবং সামান্য দারচিনি গুঁড়ো বা এসেনশিয়াল অয়েল (3 beauty diy with cinnamon)
যেভাবে করবেন
স্টেপ ১: একটি পাত্রে, দারচিনি গুঁড়ো ও ভ্যাসলিন মেশান।
স্টেপ ২: ভাল করে ফেটিয়ে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিন।
স্টেপ ৩: এবার মিশ্রণটি আপনার ঠোঁটে লাগিয়ে আলতো করে মাসাজ করুন। মিনিট দুই-তিন মাসাজ করার পর ভেজা টিসু দিয়ে মুছে নিন। এবার লিপ বাম লাগিয়ে নিন। দেখবেন কী সুন্দর একটা প্লাম্প ভাব এসেছে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!