home / রূপচর্চা ও বিউটি টিপস
সাজতে ভালবাসেন? কিন্তু অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করে বিপদ ডেকে আনবেন না!

সাজতে ভালবাসেন? কিন্তু অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করে বিপদ ডেকে আনবেন না!

নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে আপনি অবশ্য়ই সাজগোজ করেন। তা ভাল। আমরা ত্বকের যত্ন নিতে বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্টও ব্যবহার করি। মেকআপ করতে ভালবাসি। কিন্তু ত্বকে প্রসাধনীর ব্যবহার একটি মাত্রা পর্যন্ত ঠিক আছে। মাত্রা অতিরিক্ত মেকআপ ব্যবহার করলে তা আসলে আপনার কোনও উপকার করে না, বরং আপনার ত্বকের যথেষ্ট ক্ষতি করে। অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে কী কী হতে (harmful effects) পারে, তাই জানাচ্ছি আমরা

মেকআপ ব্যবহার করুন, কিন্তু মাত্রারিক্ত নয়

মাথা যন্ত্রণা (harmful effects)

প্রসাধনীতে অনেক সময় উপস্থিত ডায়াজোলিডিনায়েল ইউরিয়া এবং ডিএমডিএম হাইডেনশন নামক রাসায়নিক থাকে। যা ত্বকের ভিতরে বারে বারে প্রবেশ করে। ফলে মাথা যন্ত্রণা হওয়ার মতো সমস্যা বাড়তে পারে। তেমনই চোখের মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। সেই সঙ্গে চোখের সংক্রমণের মতো রোগও হতে পারে। তাই কথায় কথায় মেকআপ করার প্রবণতা না ছাড়লে কিন্তু বিপদ!

এলার্জির প্রকোপ বাড়তে পারে

কসমেটিক্সে যাতে ব্য়াকটেরিয়াল গ্রোথ হতে না হয়, তা সুনিশ্চিত করতে অনেক ক্ষেত্রেই ইথাইল-প্যারাবেন (harmful effects) , বিউটিল-প্যারাবেন এবং আইসোপ্রপিল-প্যারাবেন নামক বেশ কিছু কেমিকাল ব্যবহার করা হয়ে থাকে, যা থেকে যে কোনও সময়ে মারাত্মক অ্যালার্জি হতে পারে। সেই সঙ্গে লেজুড় হতে পারে স্কিন ইরিটেশন এবং ফোসকা পড়ার মতো সমস্যাও। তবে এখানেই শেষ নয়, বহু প্রসাধনীতেই সেলিকাইলেট নামক একটি উপাদানও থাকে, যা থেকেও অ্যালার্জি হতে পারে। তাই বেশি মাত্রায় মেকআপ করার ভুল কাজটি করো না যেন!

ত্বকে বয়সের ছাপ পড়ে অসময়ে

একথা একদম ঠিক যে যত বেশি মেকআপ করবেন, তত তাড়াতাড়ি ত্বক বুড়িয়ে যাবে। কারণ দীর্ঘ সময় ধরে কেমিকেল ভর্তি কসমেটিক্স ব্যবহার করার কারণে স্বাভাবিক ভাবেই ত্বকের এত মাত্রায় ক্ষতি হয় যে বলিরেখা প্রকাশ পেতে শুরু করে, সেই সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে অসময়েই ত্বক বুড়িয়ে যাওয়ার আশঙ্কা যায় বেড়ে। যদি প্রকৃত অর্থে সুন্দরী হয়ে উঠতে চান, তাহলে চুল এবং ত্বকের পরচর্যায় কসমেটিক্সের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা (harmful effects) শুরু করুন, উপকার পাবেনই!

ADVERTISEMENT

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

23 Feb 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
good points logo

good points text