সারা বছর আমরা চুড়িদার, ড্রেস বা ডেনিম-টপ পরলেও বছরের এই একটা সময়ে কিন্তু সব বাঙালি মেয়েরা শাড়ি (5 best saree boutiques in Kolkata for durga puja shopping) পরবেই! ঠিক ধরেছেন, দুর্গা পুজোতে আমরা আসলে শাড়ি বাদে অন্য কিছু ঠিক ভাবতে পারি না। তবে শুধুই কী আর লাল পাড় সাদা শাড়ি? মোটেও না, আমরা ডিজাইনার শাড়ির হদিশই এখানে দিচ্ছি, যাতে এবার পুজোয় আপনিও তাক লাগাতে পারেন! রইল কলকাতার সেরা শাড়ি বুটিকের সন্ধান। দুর্গা পুজোর তো আর বেশিদিন বাকি নেই, শপিং করতে হবে না?
৮৫ ল্যান্সডাউন
বহু পুরনো ও স্বনামধন্য শাড়ির বুটিক এটি, অবশ্য বুটিক না বলে ডিজাইনার স্টুডিও বলাটাই ভাল কারণ এখানে আপনি পেয়ে যাবেন নানান নামী ডিজাইনারের কালেকশন।
ঠিকানা – ৮৫, শরৎ বোস রোড, ডোভার টেরেস, কলকাতা – ৭০০০২৬
কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে
দাম – মোটামুটি ২৪ হাজার টাকা থেকে শুরু
ফোন নম্বর – ০৩৩-২৪৫৪৯৪৮৪
পালকি
আপনি যদি একটু কম বাজেটে ডিজাইনার শাড়ি কিনতে চান এবার দুর্গা পুজোয় পরার জন্য (5 best saree boutiques in Kolkata for durga puja shopping) তা হলে চলে যান আশুতোষ মুখার্জি রোডের পালকি-তে। এখানে আপনি দারুণ-দারুণ ডিজাইনের শাড়ি ছাড়াও পেয়ে যাবেন ভারী এবং হালকা লেহঙ্গা, ড্রেপ ড্রেস ও নানা ডিজাইনের কুর্তা। অনেকেরই যদিও শাড়ি পরা অভ্যাস থাকে না, তাঁরা নিরাশ হবেন না। কারণ এখানে চুড়িদার, আনারকলি এবং সালোয়ার-কামিজের কালেকশনও দেখার মতো।
ঠিকানা – ১১৮ এ, আশুতোষ মুখার্জি রোড, ভবানিপুর, কলকাতা – ৭০০০২৫
কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি সকাল ১১টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে
দাম – ডিজাইনার শাড়ি মোটামুটি ১০ হাজার টাকা থেকে শুরু হবে।
ফোন নম্বর – ৯৮৩০৮৮২৮৫৮
টক্সিক
অন্য ধরনের শাড়ি পেয়ে যাবেন এখানে। নাম শুনে ঘাবড়ে যাবেন না, এখানকার ডিজাইনগুলো একটু মিনিমালিস্টিক!
ঠিকানা – ৫৭ এম, বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা – ৭০০০১৯
কতক্ষণ খোলা থাকে – ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে ভাল হয়।
দাম – শাড়ির দাম জানতে সরাসরি বুটিকের সঙ্গে যোগাযোগ করুন
ফোন নম্বর – ৯৮৩১৬৩৯৩০৮
সেজল কানোই বুটিক
একটু অফবিট (5 best saree boutiques in Kolkata for durga puja shopping) কিছু চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন। নেটের উপরে জরি বা স্টোনের কাজ করা শাড়িতে এবারে দুর্গা পুজোতে আপনাকে কিন্তু দেখতে দারুণ লাগবে। জরির কাজ শুনে আবার ভাববেন না যেন ঝকমকে শাড়ি, জরি হলেও বেশ রুচিসম্পন্ন শাড়ি এখানে পাওয়া যায়।
ঠিকানা – ৫৭ এ, সাদার্ন অ্যাভিনিউ, কলকাতা – ৭০০০২৯
কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি সকাল ১১টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে
দাম – শাড়ির দাম জানতে সরাসরি বুটিকের সঙ্গে যোগাযোগ করুন
ফোন নম্বর – ৯৮৩০৯১৯৮০০
অগ্নিতা’জ
যদি শাড়িতেও একটু ইন্দো-ওয়েস্টার্ন লুক চান তা হলে দুর্গা পুজোর আগেই এখান থেকে শপিংটা সেরে ফেলুন।
ঠিকানা – ৪২এ, লেক ভিউ রোড, লেক টেরেস, বালিগঞ্জ, কলকাতা – ৭০০০২৯
কত ক্ষণ খোলা থাকে – সোম থেকে শনি সকাল ১১টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে
দাম – শাড়ির দাম জানতে সরাসরি বুটিকের সঙ্গে যোগাযোগ করুন
ফোন নম্বর – ০৩৩- ৪০০৫১৭৫৩
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!