সাজুগুজু করে রেডি তো হয়ে গেলাম। তারপরেই মাথায় বাজ ভেঙে পড়ে। সঙ্গে কী পরব? এই ড্রেসটার সঙ্গে কোন ধরনের অ্যাকসেসরি যাবে। আর এইসব চিন্তা মাথায় এলেই প্রথমেই মাথায় আসে কানের দুলের কথা।তখন আরেক হ্যাপা। কানের দুল রাখার মস্ত বাক্সটা বের করে আঁতিপাঁতি করে খোঁজাখুঁজি। এদিকে এইসব করতে গিয়ে পার্টি (party) বা অনুষ্ঠানে আপনি হয়ে গেলেন লেট লতিফ! এত ঝামেলার দরকার কী বাপু? আমরা ছোট্ট করে গাইডলাইন দিয়ে দিচ্ছি। কানের দুলের কথাই যখন উঠল, তখন বলি শুনুন। এই কানের দুলেই আপনি সবার নজর কেড়ে বাজিমাত করতে পারবেন। পাঁচটি কানের দুল বেছে আলাদা করে রাখুন যেগুলো সব রকমের অনুষ্ঠানে এবং সব ধরণের পোশাকের (dress) সঙ্গে দিব্যি মানিয়ে যায় (5 earrings you must not miss) । দেখে নিন কোন দুল সেগুলো…
পাথর (stone) বসানো ঈষৎ ঝোলা দুল (earrings)
এই দুল মানে পাথর বসানো একটু ঝোলা ধরণের। রাতের কোন অনুষ্ঠানে, বিশেষ করে রোম্যান্টিক ডিনার ডেটের জন্য এই দুল আদর্শ।প্রিন্টেড জাম্পস্যুট আর মাঝখানে সিঁথি করে খোলা চুল, আহা এই প্রেম জমে ক্ষীর না হয়ে যায় কোথায়!
এই ধরনের কানের দুল কিনতে হলে ক্লিক করুন নীচের লিঙ্কে
একরঙা পুঁতি(beads) দেওয়া দুল
আপনাকে কি অফিসের কাজে প্রায়ই বাইরে যেতে হয়? নাকি আপনি জন্মেছেন পায়ের তলায় সর্ষে নিয়ে? মোদ্দা কথা হল আমরা যখনই বাইরে যাচ্ছি আমাদের পোশাক এমন হওয়া উচিৎ যেটা পরে আমাদের অস্বস্তি না হয়। আর এমন ক্যাসুয়াল পোশাকের সঙ্গে মানানসই হল একরঙা পুঁতি দেওয়া দুল। এটা বেশি বড় নয়, তাই উগ্রতাও নেই। ছিমছাম যে কোন পোশাকের সঙ্গে এই দুল পরা যেতেই পারে।
এই ধরনের দুল কিনতে হলে ক্লিক করুন নীচের লিঙ্কে
বসা কানের দুল (stud)
এটা হল সেই চিরাচরিত বসা দুল বা স্টাড। এগুলো এত হাল্কা হয় যে কানে কিছু পরে আছেন মনেই হয়না। এলবিডি বা লিটল ব্ল্যাক ড্রেস পরতে যারা ভালোবাসেন তারা নিজেদের সংগ্রহে অবশ্যই এই দুল রাখবেন। যেহেতু এগুলো ছোট আকারের হয় তাই অনেক সময় এগুলো হাতে তৈরি পাওয়া যায়। দামেও বেশ সস্তা হয়।
এই ধরনের দুল কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন
বড় (big) আকারের জমকালো দুল
বুঝতেই পারছেন, এই ধরণের দুল আপনি কখন পরবেন। যখন আপনার পোশাকও একইরকমের জমকালো হবে। যাতে পোশাকের সঙ্গে এই দুলের ঝলমলে ব্যাপারটা মানিয়ে যায়। কাঞ্জিভরম বা উজ্জ্বল কোন সিল্কের শাড়ি, সিকোয়েনের কাজ করা গাউন (gown) বা জমকালো আনারকলি চুড়িদারের সঙ্গে এই দুল খুব ভালো মানাবে। তবে মনে রাখবেন যেহেতু আপনার পোশাক এবং দুল দুটোই খুব গর্জাস, সুতরাং বেশি মেকআপ করবেন না বা অন্য কোন জমকালো অ্যাকসেসরি পরবেন না।
এই ধরনের দুল কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন
হুপস (hoops)
হুপসের কোনও জুড়ি নেই। বিশ্বাস করুন। যে কোনও পোশাকের সঙ্গে এটা এত সুন্দর মানায় যে আপনাকে আর কিছু করতেই হয়না।
এই ধরনের দুল কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন
ছবি সৌজন্যঃ পেক্সেলস ডট কম, ফেসবুক, ইন্সটাগ্রাম, পিনটারেস্ট
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!