সারা বছর আমরা রূপচর্চা করি বা না করি, পুজোর (Durga Puja) ঠিক আগ দিয়ে কিন্তু পার্লারে হত্যে দিয়ে পড়ে থাকি ফেসিয়াল করানোর জন্য, সে পাড়ার পার্লারই হোক বা ব্র্যান্ডেড কোনও বিউটি স্টুডিওই হোক! আসলে পুজোর আগে নিজেকে একটু হলেও ঘষামাজা করাটা আমাদের কর্তব্য। তবে একথাও ঠিক যে, এই সময় পার্লারগুলোতে এত বেশি ভিড় হয় যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কুছ পরোয়া নহি, আপনি অনায়াসে নিজের সময় ও সুযোগমতো বাড়িতে বসেই ফেসিয়াল করে নিতে পারেন বেশ কিছু ফেসিয়াল কিট (facial kits) দিয়ে। কীভাবে করবেন, জেনে নিন।
বাড়িতে ফেসিয়াল কিট ব্যবহার করার আগে কিছু বিষয় মাথায় রাখুন
- বাজারচলতি যে-কোনও ফেসিয়াল কিট কিনে তা নিয়ে কিন্তু একেবারেই এক্সপেরিমেন্ট করা ঠিক না, আর বিশেষ করে পুজোর আগে তো ভুলেও এসব করতে যাবেন না। ফেসিয়াল কিট ব্যবহার করার আগে কিছু সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।
- আপনার ত্বকের ধরন কেমন অর্থাৎ আপনার ত্বক (skin) তৈলাক্ত নাকি সংবেদনশীল, নাকি শুষ্ক নাকি মিশ্র, সে ব্যাপারে আগে জেনে নিন। তারপরে নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল কিট কিনে ব্যবহার করুন।
- যদি প্রথমবার কোনও ব্র্যান্ড ব্যবহার করেন, তা হলে আগে প্যাচ টেস্ট করে নিন, অর্থাৎ কানের পিছনে একটু প্রোডাক্টটি লাগিয়ে দেখুন কোনও সমস্যা হচ্ছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা ত্বক বা র্যাশ বেরোচ্ছে কিনা। যদি এরকম কিছু হয়, তা হলে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার জন্য সঠিক নয়।
- যদি কোনও ফেসিয়াল কিট ব্যবহার করার পরেও ত্বকের সমস্যাগুলি সমাধান না হয়ে থাকে তা হলে ত্বক বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
- প্রোডাক্ট ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই নিয়মাবলী পড়ে নেবেন।
পাঁচটি সেরা ফেসিয়াল কিট
১। ভিএলসিসি গোল্ড ফেসিয়াল কিট
সুবিধে
ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বক শুষ্ক হতে দেয় না
ত্বকের উপর থেকে মরা কোষ দূর করতে সাহায্যে করে
দাগ-ছোপ ও পিগমেনটেশন দূর করতে সাহায্য করে
অসুবিধে
কিছুই নেই
২। লোটাস স্কিন রেডিয়ান্ট ফেসিয়াল কিট
সুবিধে
পকেটসই এবং মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়
গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে
ত্বকে ইভেন টোন প্রদান করে
বেশ অনেকদিন পর্যন্ত এই ফেসিয়ালের প্রভাব ত্বকে লক্ষ করা যায়
অসুবিধে
একবারেই ব্যবহার করে নিতে হবে, স্টোর করে রেখে দেওয়া যায় না
৩। অ্যারোমা ম্যাজিক পার্ল ফেসিয়াল কিট
সুবিধে
অ্যাকনে দূর করতে সাহায্য করে
ট্যান দূর করার জন্য খুব ভাল
অসুবিধে
একটু জ্বালা করে
৪। ভিএলসিসি ডায়মন্ড ফেসিয়াল কিট
সুবিধে
ইনস্ট্যান্ট গ্লো আসে এবং মোটামুটি এক সপ্তাহ থাকে
একটি কিট দু’-তিন বার ব্যবহার করা যায়
ত্বকে ইভেন টোন প্রদান করে
ত্বক মোলায়েম ও মসৃণ করতে সাহায্য করে
অসুবিধে
তৈলাক্ত ত্বকে ব্যবহার করা যাবে না
৫। শেহনাজ হুসেন স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট
সুবিধে
যে-কোনও ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে
ভ্যালু ফর মানি
ট্যান দূর করতে দুর্দান্ত কাজ করে
অসুবিধে
কিচ্ছু নেই
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!