ADVERTISEMENT
home / রিলেশনশিপ
ইন্ট্রোভার্ট (introvert) মানুষের জন্য এই ৫টি উপহার (gift) একদম উপযুক্ত

ইন্ট্রোভার্ট (introvert) মানুষের জন্য এই ৫টি উপহার (gift) একদম উপযুক্ত

ইন্ট্রোভার্ট (introvert) বা অন্তর্মুখী মানুষ আমরা চারপাশে আকছার দেখতে পাই, এবং আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে তারা অহংকারী, তাই তারা কারো সাথে মেশেনা. যদিও এই ধারণাটা কিন্তু সত্যি না. আসলে ইন্ট্রোভার্ট (introvert) মানুষরা সব সময় তাদের মনের ভাব ঠিক গুছিয়ে প্রকাশ করতে পারেন না এবং সেজন্য এদের মেলামেশাটা (social circle) একটু সীমিত. আপনারও যদি এরকম কোনো ইন্ট্রোভার্ট (introvert) বন্ধু থাকেন এবং আপনি কোনো অকেশনে তাকে কোনো উপহার (gift) দিতে চান কিন্তু ঠিক বুঝে উঠতে পারেন না, যে কি উপহার (gift) দেওয়া যায়, তাহলে এই আর্টিকেলটি আপনার কাজে লাগবে. আজ আমরা এমন কয়েকটা উপহারের (gift) কথা বলবো, যেগুলো আপনার অন্তর্মুখী (introvert)বন্ধুকে দেবার জন্য একদম উপযুক্ত!

কিন্ডল মেম্বারশিপ

Introvert 1আপনার অন্তর্মুখী (introvert) বন্ধুটি যদি বই পড়তে ভালোবাসেন, তাহলে এর থেকে ভালো আর কোনো উপহার (gift) হয় না! আপনার বন্ধু এই উপহারটি পেয়ে খুশিই হবেন. সারাদিন বই পড়ে বেশ সময় কেটে যাবে. এই আনলিমিটেড মেম্বারশিপে (unlimited membership) বিভিন্ন ধরণের বই পরা যায়. ৬ মাস বা ১ বছরের মেম্বারশিপ গিফট করতে পারেন.

অনলাইন আনলিমিটেড ভিডিও অন ডিমান্ড মেম্বারশিপ

Introvert 2আপনার অন্তর্মুখী (introvert) বন্ধুটি সিনেমা বা ওয়েব-সিরিজ দেখতে ভালোবাসেন, তাহলে এর থেকে ভালো আর কোনো উপহার হয় না! আপনার বন্ধু এই উপহারটি (gift) পেয়ে খুশিই হবেন. সারাদিন নানা সিনেমা বা ওয়েব-সিরিজ দেখে বেশ সময় কেটে যাবে. নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, হৈচৈ – নানারকমের সংস্থা এই ভিডিও-অন-ডিমান্ডের সার্ভিস দেয়. যে কোনো একটা আপনি উপহার সিবেবে দিতেই পারেন.  এই আনলিমিটেড মেম্বারশিপে (unlimited membership) বিভিন্ন ধরণের সিনেমা বা ওয়েব-সিরিজ দেখা যায়. ৬ মাস বা ১ বছরের মেম্বারশিপ গিফট করতে পারেন.

নয়েস-ক্যানসেলিং হেডফোন

Introvert 3যেহেতু আপনার বন্ধুটি ইন্ট্রোভার্ট (introvert), তাই স্বাভাবিকভাবেই এটা ধরে নেওয়া যেতে পারে যে তিনি খুব একটা লোকের সাথে মিশতে (social circle) পছন্দ করেন না এবং ভিড়েও এক থাকতেই বেশি পছন্দ করেন. তাই নয়েস-ক্যানসেলিং হেডফোন তার জন্য সেরা উপহার (gift). গান চালিয়ে তিনি ভিড়ের মধ্যেও নিজের দুনিয়াতেই থাকতে পারবেন.

ADVERTISEMENT

নিজের হাতে বানানো কোনো উপহার

Introvert 4আপনি যদি নিজের হাতে কোনো গিফট (gift) বানিয়ে আপনার ইন্ট্রোভার্ট (introvert) বন্ধুকে উপহার দেন. তাহলে কিন্তু তিনি সত্যিই খুব খুশি হবেন. ধরুন কোনো ফটোফ্রেম বানালেন এবং তার মধ্যে আপনার বন্ধুর নানা মুহূর্তের সুন্দর ছবি লাগিয়ে তাকে উপহার দিলেন. কিংবা নিজের হাতে কোনো কার্ড বানিয়েও গিফট করতে পারেন. খুব বেশি ক্রিয়েটিভ আপনাকে তার জন্য হবার প্রয়োজন নেই, ব্যাস একটু পার্সোনাল টাচ থাকলেই হলো!

আরোমা ক্যান্ডেলস

Introvert 5নিজের বাড়ি বা পছন্দের কোনা যেকোনো ইন্ট্রোভার্টের (introvert) কাছে খুব পছন্দের হয়, কারণ তারা সেখানে শান্তি পান. তাদের এই মানসিক শান্তিকে না হয় আরেকটু বাড়াতে যায়নি সাহায্য করলেন! আরোমা ক্যান্ডেল উপহার হিসেবে দিয়ে. এই মোমবাতির সুগন্ধ আপনার বন্ধুকে রিলাক্স করতে সাহায্য করবে.

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT
01 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT