ADVERTISEMENT
home / ফ্যাশন
কমলা এখন ফ্যাশনে ইন – দেখে নিন ৭টা লুক

কমলা এখন ফ্যাশনে ইন – দেখে নিন ৭টা লুক

ফ্যাশনের জগতে কোনটা যে কখন ট্রেন্ডি আর কখন যে কোনটা বাতিল বলা খুব মুশকিল। এই যেমন কয়েকবছর আগেও নিয়ন কালারগুলোকে বলা হতো ‘ক্যাটক্যাটে রঙ’ কিন্তু এখন কিন্তু ওই রঙগুলিই ট্রেন্ডি। এটা সত্যি যে ঠিকভাবে ক্যারি না করতে পারলে এই রঙগুলো পরাটা একটু দুঃসাহসিক হয়ে যায়, তবে একটু আধটু এক্সপেরিমেন্ট তো করাই যেতে পারে তাই না? এই যেমন সেদিন আমার একটা কমলা রঙের গাউন পছন্দ হল কিন্তু মা কিছুতেই কিনতে দিলেন না, কি না কমলা Orange নাকি ‘ক্যাটক্যাটে রঙ’! কিন্তু দেখুন, এই বলিউড সেলিব্রেটিদেরকে কমলা রঙটাই কি সুন্দর মানিয়েছে… আসল কথা হল আপনি কীভাবে রঙটাকে ক্যারি করছেন আর কতটা আত্মবিশ্বাসের সাথে ক্যারি করছেন। আপনিও যদি কমলা রঙ পছন্দ করেন, তাহলে অবশ্যই এই ৭ টা লুক দেখে নিন –

১। প্রিয়াঙ্কার কমলা ট্র্যাকপ্যান্টস

1 priyanka chopra orange is bollywood's new blackবলিউডের ‘দেসি গার্ল’ প্রিয়াঙ্কাকে দেখা গেল তার প্রিয় পোষ্য ডায়নার সাথে। তারা দুজন হাঁটতে বেরিয়েছিলেন। কালো ক্রপড ট্যাঙ্ক টপের সাথে কমলা ট্র্যাক কিন্তু ভালই লাগছে। আর প্রিয়াঙ্কার এই আউটফিটে একটা বেশ স্পোরটি লুক আছে যেটা খুবই স্মার্ট!

২। জানহবীর কমলা স্লিটেড আলারকলি

2 janhvi orange is bollywood's new blackশ্রীদেবী কন্যাকে যদিও বেশিরভাগ সময়তেই প্যাস্টেল শেডে দেখা যায়, কিন্তু ‘ধড়ক’-এর প্রমোশনে তাঁকে এক অন্য লুকে দেখা গিয়েছিল। ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা কমলা স্লিটেড আলারকলি আর নীল রিপড জিন্সে ফিউশন একটা লুকে তাঁকে খুবই সুন্দর দেখাচ্ছিল।

৩। কঙ্গনার কমলা ড্রেস

3 kangana orange is bollywood's new blackউজ্জ্বল রঙের সাথে নিউট্রাল রঙ কিন্তু একটা ব্যালান্স তৈরী করে। আর কঙ্গনা বেবি পিঙ্ক, ডার্ক গ্রে আর বার্নট কমলার কম্বিনেশন করে সেই ব্যালান্সটাই তৈরি করেছেন। ড্রেসটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার বিভু মহাপাত্র।

ADVERTISEMENT

৪। সোনাম কিন্তু পুরোটাই কমলায় মোড়া

4 sonam kapoor orange is bollywood's new blackসোনাম কাপুর বলিউডের ফ্যাশন ডিভা নামে পরিচিত। তার ফ্যাশন সেন্স নিয়ে কোনও কথা বলা উচিত নয়। কমলা রঙের জাম্পস্যুটের ওপরে কমলা রঙের জ্যাকেট বোধহয় একমাত্র সোনামই পরতে পারেন! রাজেশ প্রতাপ সিং-এর ডিজাইনে সোনামকে দেখা গেল বিমানবন্দরে।

৫। নানা শেডের কমলায় আথিয়া অনন্য

5 athiya shetty orange is bollywood's new blackআথিয়া শেট্টির এই দেসি লুক কিন্তু দারুণ! কোরাল আর কমলার কম্বিনেশনে এই আউটফিটে তাঁকে খুবই সুন্দর লাগছে। আর কমলার এই শেডটি এতটাই সুন্দর যে চোখে লাগছেও না ‘ক্যাটক্যাটে’ বলে।

৬। কমলা ট্রাউজারে সোফি চৌধরি

6 sophie choudry orange is bollywood's new blackকমলা রঙের পেপারব্যাগ ওয়েস্ট প্যান্টসের সাথে সাদা শার্ট আর সাদা জুতোর কম্বিনেশনে গায়িকা এবং অভিনেত্রী সোফি চৌধরি কিন্তু একটা ট্রেন্ড সেট করেছেন। অফিস হোক বা কোনও ফরম্যাল মিটিং – এই লুক কিন্তু সব জায়গায় মানানসই।

৭। চকচকে কমলায় আবারও প্রিয়াঙ্কা

7 Priyanka chopra pantsuit orange is bollywood's new blackকমলা রঙ ক্যাটক্যাটে বলে মনে হয়? আর সেটাও চকচকে ফ্যাবিকের ওপরে? না বাবা এসব পরা যাবে না – আপনার যদি মনে এরকম কোনও ভাবনা আসে, তাহলে প্লিজ একবার প্রিয়াঙ্কা চোপড়ার এই লুকটি দেখুন। স্যাটিনের এই প্যান্ট-স্যুটে দেসি গার্লকে কিন্তু বিদেশি বলেই মনে হচ্ছে। আর এই ওয়ার্ম কমলা রঙে কিন্তু তিনি ইন্সটাগ্র্যামে আগুন লাগিয়ে দিয়েছেন!

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

03 May 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT