ADVERTISEMENT
home / Friends
কারও খারাপ সময়ে এই ৮টা Advice দেবেন না!

কারও খারাপ সময়ে এই ৮টা Advice দেবেন না!

এক একটা দিন যায় যেদিন কোনও কিছুই ঠিকভাবে হয় না। যাই করতে যাই না কেন, একটা না একটা বাধা পড়ে। সকালে ব্রেকফাস্ট পুড়িয়ে ফেলা থেকে আরম্ভ করে অফিসে বসের কাছে বকা খাওয়া, ট্র্যাফিক জ্যামে আটকে যাওয়া কিংবা বাইরে বেরিয়ে বাড়ির চাবি হারিয়ে ফেলা – মোট কথা দিনটা খারাপ (bad day) যায়। আবার অনেক সময়ে এটা একদিনের বদলে একটা লম্বা সময় জীবনে আসে যখন কোনও কিছুই ঠিকভাবে হয়না। কিছু না কিছু একটা সমস্যা প্রতিদিনই তৈরি হয়। সে সময়ে আমরা যদিও অনেককেই পাশে পাই এবং কিছু কিছু উপদেশ আমাদের কাজে লাগে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়েই কিছু কিছু লোকজন এমন কিছু অদ্ভুত উপদেশ (advice) দিয়ে বসে যে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আপনার আশেপাশেও যদি এমন কেউ থাকেন যিনি কোনও একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনি তাকে সত্যিই সাহায্য করতে চান তাহলে নিচের এই উপদেশ গুলো প্লিজ দেবেন না –

১। “প্লিজ, পজিটিভ ভাবে ব্যাপারটা দেখো”

এই কথাটা আমরা সবাই শুনি এবং সত্যি কথা বলতে কি, এতে যদি সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো আর চিন্তাই থাকত না!

২। “সব ঠিক হয়ে যাবে”

via GIPHY

সব যে একদিন ঠিক হয়ে যাবে সেটা আমিও জানি, নতুন কিছু বলুন!

ADVERTISEMENT

৩। “যা হয় ভালর জন্যই হয়”

আচ্ছা, কারও স্বামী বা স্ত্রী তাকে চিট করছে, এতে কোন ভালোটা হচ্ছে একটু বুঝিয়ে বলবেন?

৪। “আমি বুঝতে পারছি তোমার মধ্যে কি চলছে, আমার সাথেও এরকম হয়েছিল”

via GIPHY

এই কথাটা ভুল করেও বলবেন না। যিনি আপনাকে তার সমস্যার কথা বলছেন তার পরিস্থিতিটা একটু বুঝুন, তিনি একটু হালকা হতে চাইছেন বলেই আপনার সাথে কথাটা শেয়ার করছেন, সেখানে আপনি যদি নিজের কথাই বলতে থাকেন সেটা কি ঠিক?

৫। “এমন কোনও ব্যাপার না, এর থেকেও খারাপ কিছু তো হতে পারত”

আচ্ছা, আমার সাথে আর কি কি খারাপ হলে আপনার ভালো লাগত?

ADVERTISEMENT

৬। “আহা! কি কষ্ট!”

হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, আর সেজন্যই কথাটা বলেছি, আপনি কি কষ্টলাঘব করতে পারেন?

৭। “এতো ভেবো না”

সমস্যার সমাধান করতে ভাববোনা, আপনাআপনিই বুঝি সমাধান হয়ে যাবে?

৮। “এতো কান্নাকাটি করার মতোও কিছু হয়নি”

via GIPHY

এই কথাটা বলেই আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আমার হিতৈষি নন, ধন্যবাদ! যখন কেউ কোনোরকম সমস্যায় থাকে, অথবা তার দিনটা খারাপ যায়, সেই সময়ে সে যে কান্নাকাটি করবে বা দুঃখের কথা কাছের মানুষদের সাথে শেয়ার করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না!

ADVERTISEMENT

এই কথাগুলো বলার বদলে বরং আপনি যদি সত্যিই কোনও ভাবে আপনার সামনের মানুষটিকে সাহায্য করতে পারেন সেই চেষ্টা করে দেখুন। সব সময়ে হয়তো সাহায্য করা সম্ভব হয় না, তবে আপনি সামনের মানুষটিকে এটা অন্তত বোঝাতেই পারেন যে আপনি তার সমস্যার সময়ে তার সঙ্গে আছেন, এটাও কিন্তু অনেক!

ছবি সৌজন্যেঃ জি ফাইভ

গ্রাফিক্স সৌজন্যেঃ giphy

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

 

05 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT