ADVERTISEMENT
home / ওয়েলনেস
ফুসফুসে কি বড় কোনও অসুখ বাসা বাঁধছে? এই লক্ষণগুলি  বুঝুন

ফুসফুসে কি বড় কোনও অসুখ বাসা বাঁধছে? এই লক্ষণগুলি বুঝুন

প্রায়ই কি কাশি-সর্দি হয় আপনার? বুকে ব্যথা হয়। ঠান্ডা লেগে যায় প্রায়ই? এসব উপসর্গ থাকলে কিন্তু আপনার একটু সাবধানে থাকা প্রয়োজন। আপনি ভাবছেন, কেন এই কথা বলছি? এইসব উপসর্গই ফুসফুসে সংক্রমণের সংকেত দেয়। এমনকী ফুসফুসে ক্যান্সারের সঙ্কেতও হতে পারে। আর সত্য়ি বলতে, ফুসফুসে ক্যান্সার (lung cancer) খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই সতর্ক থাকতে হবে আপনাকে। । ধূমপানের অভ্যাস নেই? তবুও বুকে ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন। সব বয়সের নারী-পুরুষের প্রতিই এমন বার্তা দেয় আমেরিকান ক্যানসার সোসাইটি।

কোন কোন সঙ্কেত পেলে আপনাকে সাবধান হতে হবে?

Respiratory System Anatomy GIF - Find & Share on GIPHY

প্রায়ই সর্দি-কাশি হচ্ছে (lung cancer)

আপনার কি প্রায়ই ঠান্ডা লেগে যাচ্ছে? প্রায়ই সর্দি-কাশি হচ্ছে আপনার? এরকম হওয়া কিন্তু স্বাভাবিক নয়। যদি প্রায়ই ঠান্ডা লেগে থাকে তবে ফুসফুসে অবশ্যই কোনও সমস্য়া আছে। কাশি হলে যদি কমতে না চায়, তবে এমন প্রবণতা দেখলেও সাবধান। চিকিৎসকের পরামর্শ নিন (lung cancer) ।

কাঁধে-পিঠে ব্যথা

প্রতিদিন ঘুম থেকে ওঠেন, দেখেন কাঁধে ও পিঠে খুবই ব্যথা হচ্ছে। এরকম উপসর্গ দেখলে সাবধান হন। আসলে শরীরের কোনও অংশে যদি সমস্য়া তৈরি হয়, তবে শরীরের অন্য়ান্য় অঙ্গও তা জানান দিতে থাকে। চিকিৎসা পরিভাষায় এই ধরনের ব্যথাকে বলে ‘রেফার্ড পেন’।

শ্বাস নিতে সমস্য়া হচ্ছে (lung cancer)

শ্বাস নিতে গেলে কি আপনার খুব কষ্ট হচ্ছে? মানে শ্বাস নিতে সমস্য়া হচ্ছে আপনার? এই সমস্যাও অবহেলা করার মতো নয়। ফুসফুস জানান দিচ্ছে, ভিতরে কোনও সমস্যা আছে (lung cancer) । ফুসফুসের আশপাশে প্রদাহ তৈরি হলে কিন্তু এমন অনেক সময়েই হতে পারে।

ADVERTISEMENT

অতিরিক্ত ক্লান্তি

শরীরে কোনও বড় অসুখ হলেই কিন্তু শরীরে অতিরিক্ত ক্লান্তি আসে। তাছাড়া ফুসফুসে ক্যান্সার বা কোনও বড় সমস্য়া থাকলে অতিরিক্ত ক্লান্তি আসা স্বাভাবিক। কারণ, ফুসফুস পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন শরীরে সরবরাহ করতে পারছে না। তাই শরীরে অতিরিক্ত ক্লান্তি হবেই (lung cancer) ।

Tired Good Night GIF by HBO Max - Find & Share on GIPHY

অল্প কাশি হলেও বুকে কফ বসে যায়

কোনও বড় অসুখ হলে বা প্রচণ্ড ঠান্ডা লাগলে অনেক সময় আমাদের বুকে কফ বসে যায়। কিন্তু আপনার যখনই কাশি হয়, তখনই যদি বুকে কফ বসে যায়, তাহলে একটু ভাবুন। এই সঙ্কেত ভাল নয়। ফুসফুসে সমস্য়া থাকলে এই ধরনের সমস্য়া তৈরি হয়। একবার বুকে কফ জমলে যদি না যেতে চায়, তবে ফুসফুসের হাল (lung cancer) নিয়ে সতর্ক হওয়া দরকার।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
03 Feb 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT