ADVERTISEMENT
home / Fitness
স্প্লিট স্ট্রেচ কী, কেন করবেন, কিভাবে করবেন

স্প্লিট স্ট্রেচ কী, কেন করবেন, কিভাবে করবেন

শরীর সুস্থ রাখার জন্য আমরা অনেকেই ব্যায়াম ও নানারকমের আসন করে থাকি, আর এই ধরনের আসনের মধ্যে স্প্লিট স্ট্রেচ (all you need to know about split stretch) কিন্তু বেশ জনপ্রিয়। আমাদের শরীরের মাংসপেশিগুলিকে সচল করে তুলতে এই ব্যায়ামটি উপযুক্ত।

অনেকেই গা ম্যাজম্যাজ, হাতে-পায়ে বা শরীরের অন্যান্য অংশে, বিশেষ করে জয়েন্টগুলিতে ব্যথা বা কটকট করে আওয়াজ হওয়ার সমস্যায় ভোগেন; সেই সঙ্গে সারাদিন একটা ক্লান্তিবোধও হয়। তাঁরা যদি সারাদিনে দশ মিনিটও সময় বের করে স্প্লিট স্ট্রেচ করতে পারেন, তা হলে কিন্তু এসব ছোটখাটো সমস্যাগুলি অনায়াসে দূর করতে পারবেন। কিন্তু তার আগে জানতে হবে, স্প্লিট স্ট্রেচ ব্যাপারটা আসলে ঠিক কী!

ব্যাপারটা আদতে কী

আগেই বলেছি যে, শরীরের মাংসপেশি সচল করে তুলতে স্প্লিট স্ট্রেচ করা হয়, এবং স্প্লিট স্ট্রেচ নিয়মিত করতে হয়। খেয়াল করে দেখবেন, যাঁরা নিয়মিত খেলাধুলা করেন বা নাচ করেন, তাঁরা কাজের ফাঁকে মাঝে মাঝেই স্প্লিট স্ট্রেচ করে নেন, এতে মাংসপেশি সচল থাকে এবং মুভমেন্ট করতে সুবিধে হয়।

এছাড়াও আমাদের শরীরের ‘কোর এরিয়া’ অর্থাৎ কোমর, নিতম্ব, পেলভিক মাসল এবং থাইয়ের মাংসপেশি সচল করতে স্প্লিট স্ট্রেচ (all you need to know about split stretch) সাহায্য করে। এই পর্যন্ত পড়ে যাঁরা ভাবছেন যে, স্প্লিট স্ট্রেচ করা শুরু করবেন এবং শরীর সচল ও সুস্থ করে তুলবেন, তাঁদের জন্য রইল কয়েকটি সহজ স্প্লিট স্ট্রেচ ব্যায়াম। নিয়মিত অনুশীলন করতে থাকুন।

ADVERTISEMENT

হিপ স্ট্রেচ

কেন করবেন: যদি আপনার কাফ মাসল বা হিপ মাসলে ব্যথা থাকে অথবা নড়াচড়া করতে অসুবিধে হয়, সেক্ষেত্রে কিন্তু এই স্প্লিট স্ট্রেচটি করলে উপকার পাবেন। শুধু তাই না, কোমরের অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে এই ব্যায়ামটি।

কীভাবে করবেন: মাটিতে পা ছড়িয়ে বসুন। দুটো পা যতটা সম্ভব দু’দিকে ছড়িয়ে দিন, যাতে দু’ পায়েরই থাইয়ের ভিতরের অংশে একটু চাপ অনুভূত হয়। এবারে বাঁ হাত মাথার উপর দিক দিয়ে তুলে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরার চেষ্টা করুন। দেখবেন, যাতে কোমরে চাপ পড়ে। দশ গুণে এবারে হাত ও পা বদল করুন। এটি হল একটি সেট।

কত বার করে করবেন: ছয়টি সেট করুন প্রতিদিন।

ফ্রগ পোজ

কেন করবেন: এই স্প্লিট স্ট্রেচ ব্যায়মটিকে (all you need to know about split stretch) ওয়ার্ম আপ রুটিনের মধ্যে ফেলতে পারেন। আপনার কোমর, নিতম্ব এবং থাইয়ের ভিতর দিকের মাংসপেশি সচল করে তোলার জন্য এই ব্যায়মটি আদর্শ।

ADVERTISEMENT

কীভাবে করবেন: পেটের উপরে ভর দিয়ে শুয়ে পরুন এবং হাঁটু মুড়ে আপনার মাথার কাছাকাছি পায়ের পাতাদুটোকে নিয়ে আসুন। যতটা সম্ভব পেটের উপরে ভর দিয়ে শরীরটাকে উপর দিকে তোলার চেষ্টা করুন। এবার একটি পায়ের পাতা অন্য পায়ের পাতার উপরে তুলে আবার পেটে ভর দিয়ে শরীরটাকে উপরে তোলার চেষ্টা করুন এবং দশ গোনার পর পা বদল করুন। এটি হল এক সেট।

কত বার করে করবেন: প্রতিদিন পাঁচ সেট করে ফ্রগ পোজ স্প্লিট স্ট্রেচ শুরু করুন এবং ভালমতো অভ্যাস হয়ে গেলে ধীরে-ধীরে বাড়াতে থাকুন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!          

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

ADVERTISEMENT
24 Mar 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT