ADVERTISEMENT
home / বিনোদন
জিতকে আগামী ছবির জন্য ভিডিয়ো শুভেচ্ছাবার্তা অমিতাভের! দেব বললেন, দারুণ প্রোমোশন!

জিতকে আগামী ছবির জন্য ভিডিয়ো শুভেচ্ছাবার্তা অমিতাভের! দেব বললেন, দারুণ প্রোমোশন!

প্রতি বছরই এই পয়লা বৈশাখ, ঈদ, দুর্গাপুজোর ষষ্ঠী, দিওয়ালি আর বড়দিন, এই সময়গুলো নিয়ে টলিউডে বেশ একটা যুদ্ধ-যুদ্ধ ব্যাপার ঘটে! সকলেই কে বা আগে প্রাণ করিবেক দান গোছের একটা ব্যাপার করে লাইন দিয়ে নিজের ছবি রিলিজ করান! কে জানিনে বাপু, যেন বছরের অন্য সময়ে ছবি মুক্তি পেলে আমরা কেউ দেখতে যাব না! কই, সত্যজিৎ রায় এমনধারা করতেন বলে তো কোনওদিন শুনিনি! তাঁর ছবি লোকে দেখতে যেত না বুঝি? যাক গে, তাঁদের ছবি, তাঁরা যেদিন খুশি রিলিজ করান, ভাল হলে আমরা লাইন দিয়ে টিকিট কাটব আর খারাপ হলে পোস্টারের আঠা শুকানোর আগেই ছবি হল থেকে উঠে যাবে!

এবছরই এই ট্র্যাডিশনের ব্যতিক্রম হয়নি। সেই জিত (Jeet) এবং দেব (Dev), দুই মহারথীই ছবি রিলিজ করাচ্ছেন সেই ঈদের দিনে! কী জ্বালা বলুন দিকি! দেবের কিডন্যাপ আর জিতের শেষ থেকে শুরু, এই দুটি ছবি ৫ জুন আছড়ে পড়বে বাংলার সব সিনেমা হলে। যথারীতি দুই তারকাই প্রচার নিয়ে কোনও চেষ্টার খামতি রাখছেন না। দেব অবশ্য মাঝে নির্বাচন পড়ে যাওয়ায় একটু ব্যাকফুটে ছিলেন। তাঁর জায়গায় প্রচারের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তাঁর প্রেমিকা ও কো-স্টার রুক্মিণী মৈত্র। কিন্তু জিত তো আর ভোটে দাঁড়াননি! কাজেই তিনি নিত্যি তিরিশটা দিন একশো পঁচিশরকম উপায়ে সকলকে মনে করিয়ে দিচ্ছিলেন যে ৫ তারিখেই কিন্তু শেষের শুরু হবে! 

এবার সেই প্রচারে ওই হিন্দিতে বলে না, চাঁদ চাঁদ লাগিয়ে দিয়েছেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেই সুদূর মুম্বইয়ে বসে জিতের জন্য একটি শুভেচ্ছা বার্তা ভিডিয়ো করে পাঠিয়েছেন অমিতাভ, যেখানে তিনি জিতকে তাঁর ৫০তম ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এবং শেষ থেকে শুরু জমিয়ে ব্যবসা করুক বলে উইশ করছেন! বিশ্বাস না হলে মিলিয়ে নিন, নীচে দেখে নিন…

ব্যস, আর যায় কোথায়! সঙ্গে-সঙ্গে জিতের বুকের ছাতি একশো বত্রিশ ইঞ্চি আর দেবের মুখ শুকনো আমসি…না, না, এমনটা আমরা বলছি না, বলছে জিতের ভক্তকুল! জিতের ছবির পরিচালক রাজ চক্রবর্তীও ঘোলা জলে খানিক মাছ ধরার চেষ্টা করেছেন একখানা টুইট করে…

ADVERTISEMENT

সবচেয়ে মজার ব্যাপার হল, দেবের এই টুইট-ভিডিয়ো নিয়ে রিঅ্যাকশন! এমনিতেই তাঁর ভক্তরা মুচকি হেসে বলছে, ওসব তো জিত নিজেরাই গিয়ে মুম্বইয়ে ভিডিয়ো করে এনেছে! অমিতাভ বচ্চনের খেয়েদেয়ে কাজ নেই, তিনি শেষ থেকে শুরুর রিলিজ ডেট খেয়াল রেখেছেন! যত্ত সব! আর দেব স্বয়ং একটি ভা-রী অর্থবহ টুইট করেছেন। সেটি হল এইটি…

প্রোমোশনাল ব্যাপারটা নিয়ে অবশ্য আমাদের মনেও একটু সন্দেহ আছে। তবে যা-ই বলুন, স্বয়ং অমিতাভ বচ্চনকে দিয়ে ভিডিয়ো রেকর্ড করানোও কিন্তু চাট্টিখানি কথা নয়!

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

30 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT