ঊষসী (Ushasi) রায়। গত দু’বছর ধরে যিনি সাধারণ দর্শকের কাছে বকুল (Bokul) নামে পরিচিত। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’। আপাতত শেষের পথে সেই ধারাবাহিক। এত দিন ধরে তৈরি হওয়া নস্ট্যালজিয়ার ঝাঁপি খুললেন ঊষসী।
গত দু’বছর ধরে আমি দর্শকের কাছে বকুল। আর কয়েকটা দিন পরে হয়তো ঊষসী হয়ে যাব।
১ ফেব্রুয়ারি লাস্ট টেলিকাস্ট। পাক্কা দু’বছর দু’মাস চলল।
যাঁরা এই ধারাবাহিক ভালবাসতেন, বকুলকে ভালবাসতেন তাঁরা তো রবিবার করেও টেলিকাস্ট চাইতেন। আমাদেরও তো ছুটির দরকার হয়। ফলে এখন তাঁরা বলছেন, কেন শেষ হয়ে যাচ্ছে? আমরা ১০০০ এপিসোড বা ২০০০ এপিসোড দেখতে চেয়েছিলাম।
অবশ্যই। বকুল আমাকে প্রচুর পরিচিতি দিয়েছে, অ্যাওয়ার্ড দিয়েছে, জনপ্রিয়তা দিয়েছে।
হ্যাঁ… আমি অডিশন দিতে গিয়েছিলাম। উইগ পরানো হয়েছিল। ভালই লেগেছিল। ২০১৭-র অক্টোবরের কথা বলছি। ঠিক তার আগেই ‘দঙ্গল’ দেখেছিলাম। ফলে আমার আরও ভাল লেগেছিল। নো-মেকআপ লুক ছিল। আমার তো রেডি হতে ১০-১৫ মিনিট লাগত। বকুলের বিয়ের আগের লুকটা আমার বেশি পছন্দের ছিল।
এখানে আমার যিনি ঠাম্মির চরিত্রটা করছেন, অনুরাধা আন্টি। প্রথম দিন থেকেই ওঁর সঙ্গে একটা দারুণ অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে আমার। দারুণ সম্পর্ক আমাদের। এখানে বিয়ের সিনে যখন বিদায়ের পর্ব চলছে, তখন আমরা দুজনেই ইমোশনাল হয়ে গিয়ে কাঁদতে শুরু করেছিলাম। আমাদের সামলাতে ডিরেক্টরের আধ ঘণ্টা সময় লেগে গিয়েছিল।
(একটু ভেবে) সিরিয়ালে আমার শ্বশুর যিনি হয়েছেন, মন্টু কাকু, ওঁর চরিত্রে নাম শেখর রায়, সিরিয়ালে দেখানো হয়েছে উনি মারা যাবেন, আমার সেটা ভাল লাগেনি। ওটা মনে হয়েছিল, স্ক্রিপ্টে না থাকলেও হত।
এই চরিত্রটার কোনও টার্গেট এজ গ্রুপ ছিল না। সব বয়সের মানুষ বকুলকে ভালবাসতেন। এটা সাধারণত দেখা যায় না। সব চরিত্রেরই একটা জেনারেল এজ গ্রুপের অডিয়েন্স থাকেন। বকুলের ক্ষেত্রে সেটা ছিল না।
বকুলের অনেক গুণ। আমার সেটা নেই। আমি অত গুণী নই। তবে ওর মতো আমিও ছটফটে, পরিবারকে ভালবাসি। সকলকে নিয়ে চলতে ভালবাসি।
আসলে প্রথম দিন থেকে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। আমি যেভাবে চরিত্রটা করত চেয়েছি, সেটা করতে পেরেছি। একটাই বিষয় বলব, যে মেয়েটা জিন্সে এত কমর্ফটেবল ছিল, সে হঠাৎ বিয়ের পর শাড়িতে কীভাবে মানিয়ে নিল? মাঝে যদিও দেখানো হয়েছিল ও কুর্তি পরতে পারবে। সেই পারমিশন শ্বশুরমশাই দিয়েছেন। কিন্তু মেয়েদের বিয়ের পর বাড়িতে সব সময় শাড়িই পরতে হবে, এটা সিরিয়ালে কেন দেখানো হবে? এই খটকাটা ছিল। সেটা বলেওছিলাম। তারপর ওই যা হয়…।
মিক্সড ফিলিং কাজ করছে। আমি কাজের জায়গাটাও মিস করব। আবার ছুটিটাও দরকার। ছুটিটা না হলে, নেক্সট কিছু ভাবতে পারব না। আমরা তো অন্যরকম চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্র খুঁজি, সেটার জন্য নিজেকে তৈরি করতেও ছুটিটা দরকার, সময় দরকার।
অবশ্যই। আমি বেড়াতে যেতে খুব ভালবাসি। ডিসেম্বরেই ইজিপ্ট গিয়েছিলাম। বন্ধুদের অলরেডি জানিয়ে রেখেছি, বেড়াতে যাওয়ার জন্য বলেছি। কিছু প্ল্যান তো আছেই, দেখা যাক।
(হাসি) আমি প্রেমিক মানুষ। প্রেমে থাকতে ভালবাসি। ভাল রাখতে জানি। এই তো…
এই রে… এই উত্তরটা দিতে পারব না (হাসি)।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!