একটা সম্পর্ক তৈরি করতে খুব বেশি সময় বা পরিশ্রম কোনওটাই প্রয়োজন হয় না। কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখতে এবং তাও সুন্দর ও সুস্থভাবে টিকিয়ে রাখতে যথেষ্ট আদর, যত্ন এবং পরিশ্রম প্রয়োজন। সম্পর্কে ভালবাসা, সম্মান এবং বিশ্বাস যেমন দরকার ঠিক সেরকমই সুস্থ শারীরিক সম্পর্কেরও প্রয়োজন। দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষই এই বিষয়টিকে গুরুত্ব দেন না এবং পরে গিয়ে সমস্যায় পড়েন। আচ্ছা, আমরা না হয় আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছি। আপনি আর আপনার সঙ্গী কতটা sexually compatible দেখে নিন এই কুইজ খেলে!
১। প্রথমবার আপনার সঙ্গীকে দেখে আপনার কী মনে হয়েছিল?
ক) একে না পেলে বাঁচব না (২ পয়েন্ট)
খ) ঠিকঠাক, তবে সম্পর্কে আসার পর থেকে আমাদের মধ্যে ভালবাসা অনেক বেশি গাঢ় হয়েছে। (sexually compatible) (১ পয়েন্ট)
গ) আমি এখনও ঠিক বুঝি না যে আমার ওকে ভাল লাগে কিনা (০ পয়েন্ট)
২। আপনার সঙ্গীর গন্ধ আপনার কেমন লাগে?
ক) ঠিক বলতে পারব না (১ পয়েন্ট)
খ) দারুণ!!! (২ পয়েন্ট)
গ) পারফিউমের গন্ধই পাই, আর কিছু না (০ পয়েন্ট)
৩। বেডরুমের বাইরে আপনাদের রসায়ন কেমন?
ক) খুবই ভাল (১ পয়েন্ট)
খ) খুব বেশি না (০ পয়েন্ট)
গ) আমাদের শারীরিক সম্পর্কটাই ভাল (১ পয়েন্ট)
৪। শারীরিক মিলনের সময়ে আপনার মাথায় কী চলে?
ক) আমার মনোযোগ সম্পূর্ণভাবে আমার সঙ্গীর উপরেই থাকে (২ পয়েন্ট)
খ) ব্ল্যাঙ্ক, কিন্তু আমি সচেতনভাবে আমার সঙ্গীর প্রতি মনোযোগ দিই (১ পয়েন্ট)
গ) অফিসের কাজ, ট্র্যাফিক জ্যাম, পরের দিনের প্রেজেন্টেশন – নানা অদ্ভুত বিষয় (০ পয়েন্ট)
৫। আপনি যতটা প্যাশনেট, আপনার সঙ্গীও কি তততাই প্যাশনেট বলে আপনার মনে হয়?
ক) হ্যাঁ (২ পয়েন্ট)
খ) আমার চেয়ে অনেক বেশি (১ পয়েন্ট)
গ) না (০ পয়েন্ট)
৬। শারীরিক মিলনের সময়ে আপনারা কি একে অন্যকে জানান যে সঙ্গীর থেকে ঠিক কী চান?
ক) না। যদি কিছু মনে করে? (০ পয়েন্ট)
খ) সব সময়ে (২ পয়েন্ট)
গ) কখনও কখনও (১ পয়েন্ট)
৭। আপনাদের কাছে ‘সাইজ ম্যাটারজ’ – এই কথাটির গুরুত্ব কতটা?
ক) এটা কোনও ব্যাপারই না, যৌন মিলনের সময়ে আমরা দু’জনেই আনন্দ পাই (sexually compatible) (২ পয়েন্ট)
খ) শরীরের কিছু-কিছু অঙ্গ একটু বড়/ছোট হলে ভাল হত (১ পয়েন্ট)
গ) আমি বা আমার সঙ্গী কেউই একে অন্যের সঙ্গে যৌন মিলনে আনন্দ পাই না/ব্যথা পাই (০ পয়েন্ট)
৮। আপনারা দু’জনেই কখন একসঙ্গে মুডে থাকেন?
ক) মাঝে-মাঝে (১ পয়েন্ট)
খ) সব সময় (২ পয়েন্ট)
গ) আমাদের একে অন্যের সঙ্গে খুব কম দেখা হয়, শারীরিক মিলনের (sexually compatible) জন্য সময় কোথায়? (০ পয়েন্ট)
৯। আপনারা সম্পর্ক স্পাইস-আপ করার জন্য কী করেন?
ক) বিশেষ কোনও অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি (১ পয়েন্ট)
খ) আমরা সিনেমা বা নভেলের মতো রোল-প্লে করি (২ পয়েন্ট)
গ) স্পাইস-আপ মানে কী? (০ পয়েন্ট)
যদি আপনার স্কোর ১৩ থেকে ১৮-র মধ্যে হয়
আপনারা একে অন্যের জন্যই জন্মেছেন! বিছানায় উনি যা চান, আপনিও তাই চান। আপনার সঙ্গী শারীরিক মিলনের সময়ে ঠিক যে-যে জিনিসগুলো পছন্দ করেন, আপনি সেগুলো জানেন এবং ব্যাপারটা ওঁর ক্ষেত্রেও একইরকম। আপনাদের সেক্সুয়াল লাইফ দারুণ এবং তার জন্য আপনাদের দু’জনের মধ্যের বোঝাপড়া অনেকটাই দায়ী। আপনারা দু’জনেই জানেন যে কীভাবে বহু বছরের সম্পর্কের পরেও মিলনে উদ্দীপনা ফিরিয়ে আনতে হয়!
যদি আপনার স্কোর ৬ থেকে ১২-র মধ্যে হয়
বেশ কিছুটা সময় একটা সম্পর্কে থাকতে থাকতে কিছুটা একঘেয়েমি এসে যায় এক-এক সময়। তবে সঠিক সময়ে যদি একঘেয়েমি দূর না করা যায়, তা হলে কিন্তু বড় সমস্যা হতে খুব বেশি সময় লাগে না। সম্পর্কের প্রথমদিকে শারীরিক মিলনের ইচ্ছে বা ফোরপ্লে বা রোলপ্লে-তে যে ধরনের বিষয় পছন্দ থাকে, একটা সময় পরে সেই চাওয়া-পাওয়াগুলো বদলাতে পারে, আর তা খুবই স্বাভাবিক। কিন্তু এই কথাগুলো যদি একে অপরকে না বলেন, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে একটা তিক্ততা আসতে দেরি হবে না। কাজেই, মন খুলে কথা বলুন একে অন্যের সঙ্গে।
যদি আপনার স্কোর শূন্য থেকে পাঁচের মধ্যে হয়
আপনাদের এত লজ্জা কীসের বলুন তো? একটা সম্পর্কে ভালবাসা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া – এসবের সঙ্গে যৌনতাও প্রয়োজন। এই কথাটা না বুঝলে কিন্তু নৌকাডুবি হতে পারে। হ্যাঁ, হতে পারে যে কোনও-কোনও দিন হয়তো আপনি চাইলেন না বা আপনার সঙ্গী চাইলেন না। কিন্তু এই কোনও-কোনও দিনটা যদি প্রতিদিন হয়ে যায়, তা হলেই মুশকিল! একটু ভেবে দেখবেন।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…