ত্বকের যত্নে সত্য়িই কোনও জুড়ি নেই গোলাপ জলের। আপনার মুখকে সতেজ ও সুন্দর রাখতে খুবই কার্যকরী গোলাপ জল। যেমন আপনি ফেস মাস্কে গোলাপ জল ব্যবহার করতে পারেন, একইভাবে আপনি ব্যবহার করতে পারেন টোনার হিসেবেও। আসুন জেনে নিই ত্বকের যত্নে গোলাপ জল (rose water) কতটা কার্যকরী।
ত্বকের পি এইচ ভারসাম্য বজায় রাখে গোলাপ জল (rose water)
ফেস টোনারের অন্যতম কাজই আপনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখা। গোলাপ জল সেই কাজ খুব ভালভাবেই করে। আপনার ত্বক হঠাৎই খুব রুক্ষ হয়ে যায়, আবার হঠাৎই তৈলাক্ত হয়ে যায়? তার মানেই পিএইচ ব্যালেন্সের নিশ্চয়ই কোনও সমস্যা হচ্ছে। তবে এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ গোলাপ জল (rose water) আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখবে। দিনে আপনি যতবার মুখ ধুয়ে থাকেন, গোলাপ জলের ঝাপটা দিয়ে মুখ ঘুয়ে নিতে চেষ্টা করুন। বা মুখ ধোয়ার জলে গোলাপ জল (rose water for skin care)মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ভাল থাকবে। এছাড়াও আপনি মুখ ধোওয়ার পরে ফেস টোনার হিসেবে গোলাপ জল (rose water) লাগিয়ে নিতে পারেন। একই কাজ দেবে।
ত্বকের সংক্রমণ সারিয়ে তোলে
গোলাপ জলে (rose water) রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ। তাই ত্বকের কোথাও জ্বালাভাব হলে আপনি সেখানে অবশ্য়ই গোলাপ জল লাগিয়ে নিতে পারেন। সামান্য কোনও স্কিন ব়্যাশে আপনি অবশ্য়ই গোলাপ জল লাগিয়ে নিন(rose water for skin care)।
ত্বক আর্দ্র রাখে
আপনার ত্বক কি এমনিই রুক্ষ? আপনি মুখে অবশ্য়ই গোলাপ জল লাগাতে পারেন। আগে সারা মুখে গোলাপ জল (rose water) স্প্রে করে নিন(rose water for skin care)। এরপর ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন। এতে আপনার মুখ আরও ভাল থাকবে। এক্ষেত্রেও ফেস টোনার হিসেবেই কাজ করল গোলাপ জল।
ফেস টোনার হিসেবে গোলাপ জল (rose water)
বিভিন্ন ফেস টোনার আপনি নিশ্চয়ই ব্যবহার করেন। এইবার টোনার হিসেবেও আপনি গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জলে আছে অ্যান্টি ব্য়াকটেরিয়াল গুণ। যা ত্বকের জ্বালাভাব কমাবে। কোনও স্কিন ব়্যাশ হলে তাও সারিয়ে তুলবে। একইসঙ্গে ত্বককে রাখবে স্নিগ্ধ ও কোমল। তুলোয় করে গোলাপ জল(rose water for skin care) নিন। সারা মুখে লাগিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে লাগালে আরও ভাল হয়।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!