গত কয়েক বছরে বেহালা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বেশ কয়েকটি পুজো বেশ নজর কেড়েছে। বিশেষ করে থিমের চমকে কলকাতার সেরার সেরা পুজোর তালিকায় এক্কেবারে উপরের দিকে উঠে এসেছে এই সব পুজো কমিটির নাম। তাই তো বেহালার এই সব পুজো মণ্ডপে ঢুঁ না মারলে যে এবছরের পুজো পরিক্রমা অসমাপ্তই থেকে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। তাই যে কোনও একদিন সময় করে বেহালার ঠাকুরগুলি দেখে ফেলতেই পারেন। কোন কোন পুজো মণ্ডপ দেখা মাস্ট? সেই খবরই এবার দিতে চলেছি, সঙ্গে থাকছে বাছাই পুজো মণ্ডপগুলির (pandal) খুঁটিনাটি নানা তথ্যও।
বেহালা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বাছাই পুজো মণ্ডপগুলির প্রয়োজনীয় তথ্য
১. বেহালা ক্লাব
ঠিকানা- ৫৮/১/১, বনমালী নস্কর রোড, নস্করপুর, বেহালা, কলকাতা- ৭০০০৬০।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। এই মেট্রো স্টেশন থেকে গাড়িতে বেহালা ক্লাব পৌঁছাতে মিনিকুড়ি সময় লাগবে। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড নয়তো বেহালা থানাতেও নামতে পারেন।
২. বেহালা নতুন দল
ঠিকানা- ১৬, শশিভূষণ মুখার্জি রোড, বেহালা, কলকাতা- ৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- রায় বাহাদুর রোড-জেম্স লং ক্রসিং অথবা বেহালা নতুন বাজার বাস স্টপে নামলেও চলবে।
৩. বেহালা ফ্রেন্ডস
ঠিকানা- ২১, রায় বাহাদুর রোড, বেহালা, কলকাতা-৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
৪. বড়িশা ক্লাব
ঠিকানা- সন্তোষ রায় রোড, সখেরবাজার, পূর্ব বড়িশা, কলকাতা-৭০০০০৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- সখেরবাজার।
৫. বেহালা নতুন সংঘ দুর্গা পুজো কমিটি
ঠিকানা- ৩৭৫, ডায়মন্ড হারবার রোড, ঘোলসাপুর, বেহালা, কলকাতা-৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
৬. বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ
ঠিকানা- মনমোহন ব্যানার্জি রোড, বুড়োশিবতলা, বেহালা, কলকাতা- ৭০০০৩৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
৭. বেহালা দেবদারু ফটক ক্লাব
ঠিকানা- ২এ, আর্য সমিতি রোড, পঞ্চানন তলা, বেহালা, কলকাতা-৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
আরও পড়ুন: পুজো পরিক্রমা (পর্ব ৪): উত্তরের থিমের জবাব দিতে কোমর বেঁধে তৈরি হচ্ছে দক্ষিণ কলকাতা
৮. বড়িশা জনকল্যাণ সংঘ
ঠিকানা- ১৮, ডায়মন্ড হারবার রোড, বেহালা চৌরাস্তা, বেহালা, কলকাতা-৭০০০০৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- জনকল্যাণ।
৯. প্লেয়ার’স কর্নার
ঠিকানা- ২/৬, বীরেন রায় রোড, বেহালা চৌরাস্তা, বড়িশা, বেহালা, কলকাতা- ৭০০০০৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- চৌরাস্তা।
১০. ২৯ পল্লী
ঠিকানা- চামড়া পট্টি, বেহালা, কলকাতা- ৭০০০৩৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- অজন্তা সিনেমা হল।
১১. বেহালা প্রগতি সংঘ
ঠিকানা- ভূপেন রায় রোড, সারদা পল্লী, কলকাতা-৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- ম্যান্টন।
১২. ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক
ঠিকানা- ১৩৩, ডায়মন্ড হারবার রোড, ইস্ট বড়িশা গভর্নমেন্ট কলোনী, স্টেট ব্যাঙ্ক পার্ক, ঠাকুরপুকুর, বেহালা, কলকাতা-৭০০০৬৩।
নিকটবর্তী মেট্রো স্টেশন- নেতাজী অথবা মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- পঞ্চানন তলা।
১৩. ঠাকুরপুকুর ক্লাব
ঠিকানা- ৮৮৯, পদ্ম পুকুর, পশ্চিম বড়িশা, কলকাতা- ৭০০০৬৩।
নিকটবর্তী মেট্রো স্টেশন- নেতাজী অথবা মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- ঠাকুরপুকুর পুলিশ স্টেশন।
১৪. অজেয় সংহতি ক্লাব
ঠিকানা- ৪৭, মহাত্মা গান্ধী রোড, হরিদেবপুর, কলকাতা- ৭০০০৮২।
নিকটবর্তী মেট্রো স্টেশন- নেতাজী নয়তো মাহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- হরিদেবপুর বাস স্ট্যান্ড।
১৫. হরিদেবপুর ৪১ পল্লী ক্লাব
ঠিকানা-২৭৬, মহাত্মা গান্ধী রোড, হরিদেবপুর, কলকাতা- ৭০০০৮২।
নিকটবর্তী মেট্রো স্টেশন- নেতাজী। বাস স্টপ- হরিদেবপুর ফাঁড়ি।
১৬. বড়বাগান সর্বজনীন
ঠিকানা- সুকান্ত সরণি, বড়বাগান, পূর্ব বড়িশা, কলকাতা- ৭০০০৬৩।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- সরশুনা।
১৭. বড়িশা নবীন সংঘ
ঠিকানা- সখেরবাজার, পশ্চিম বড়িশা. কলকাতা-৭০০০০৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ)। বাস স্টপ- সখেরবাজার।
১৮. বেহালা আদর্শ পল্লী
ঠিকানা- ১৬৫, রায় বাহাদুর রোড, বুড়োশিবতলা, বেহালা, কলকাতা-৭০০০৩৪।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- বেহালা ১৪ নং বাস স্ট্যান্ড।
picture courtesy: durgapujakolkata
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…