‘শাখা প্রশাখা’ ছবির সেই দৃশ্যের কথা মনে আছে আপনাদের? সবাই মিলে পিকনিক করতে গেছে মুঙ্গেরি। আর সেখানে শুরু হয়েছে আজব এক খেলা। বাংলায় বলতে হবে টাং টুইসটার (tongue twister) ! যেটা ছিল বেশ কঠিন। আচ্ছা এই টাং টুইসটার (tongue twister) আসলে কী? কিছুই না ইংরিজি, বাংলা সহ পৃথিবীর প্রায় সব ভাষাতেই আছে এই টাং টুইসটার (tongue twister)। একই অক্ষর দিয়ে শুরু চার পাঁচটা শব্দ পাশাপাশি বসিয়ে এই টাং টুইসটার (tongue twister) তৈরি করা হয়। যেমন ইংরিজিতে একটি বহুল প্রচলিত টাং টুইসটার (tongue twister) হল she sells sea shells by the seashore. বা এই টাং টুইসটার হল Betty bought butter but the butter was bitter। বুঝতে পারছেন প্রথম টাং টুইসটারে ‘এস’ দিয়ে তৈরি শব্দের প্রাধান্য আছে আবার দ্বিতিয় টাং টুইসটারে ‘বি’ দিয়ে তৈরি শব্দ আছে। একসাথে পাশাপাশি একই রকম শুনতে শব্দ থাকলে সেটা তাড়াতাড়ি বলতে গেলে সব শব্দ জড়িয়ে যায়। আর এটাই হল টাং টুইসটারের মজা। আস্তে ধীরে বললে টাং টুইসটারের কোনও মানে হয় না। অনেকে আছেন তারা এই টাং টুইসটার খুব দ্রুত বলতে পারেন। অনেকেই আবার থতমত খেয়ে যান। নববর্ষের গোড়ায় তাহলে এক হাত হয়ে যাক। উঁহু, ইংরিজিতে নয়, বাঙালি (bengali) বলে কথা। বাংলায় (bengali) রয়েছে দুর্দান্ত সব টাং টুইসটার। ট্রাই করে দেখুন তো এক মিনিটের মধ্যে কতবার বলতে পারেন।
#টাং টুইসটার ১
জলে চুন তাজা, তেলে চুল তাজা
এই টাং টুইসটারটাই ছিল ‘শাখা প্রশাখা’ ছবিতে। আর এটা শুনতে সহজ লাগলেও বলা বেশ কঠিন।
#টাং টুইসটার ২
পাখি পাকা পেঁপে খায়।
পর পর ‘প’এর প্রাধান্য আছে। এটাও ওই একই ব্যাপার। শুনতে সহজ তবে বলা খুব কঠিন।
#টাং টুইসটার ৩
বাবলা গাছে বাঘ ঝুলছে।
#টাং টুইসটার ৪
বারো হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি
#টাং টুইসটার ৫
কলকাতার কাকরা আজ কাল কাকা করে কেন
#টাং টুইসটার ৬
কলকাতার কাকলী কাকাকে কহিল কাকা কাকা কাক কেন কা-কা করে
#টাং টুইসটার ৭
কাঁচা গাব পাকা গাব, পাকা গাব কাঁচা গাব
#টাং টুইসটার ৮
নিল রিলে লাল রিল, লাল রিলে নিল রিল
#টাং টুইসটার ৯
শ্যাম বাজারের শশীবাবু সকাল বেলা সাইকেল চড়ে সাত সকালে সরসরিয়ে শশা খেয়ে স্বর্গে গেলেন!
#টাং টুইসটার ১০
লিনা আর নিল, নীলিমায় লিন।
#টাং টুইসটার ১১
চাচা চেঁচায় চাচি চেঁচায় চাচা চাচি এত চেঁচায় চামেলি চমকে যায়
#টাং টুইসটার ১২
কলকাতার কালীঘাটের কালীচরণ কর্মকারের কনিষ্ঠা কন্যা কমলকলির কপাল কুঞ্চিত হল।
#টাং টুইসটার ১৩
পিতলের পাত্রে পান আর পেঁপে আছে।
#টাং টুইসটার ১৪
ভাজাভুজি ভেজে রাখো, ভোরে উঠে ভেজে খাব।
#টাং টুইসটার ১৫
কালোবরণ কাল কালো রঙের কাক দেখেছে।
তাহলে মোদ্দা ব্যাপারটা কীরকম দাঁড়াল? কটা বলতে পারলেন? আর কটা বলতে গিয়ে জিভ জড়িয়ে গেল? আসলে সামনেই তো পয়লা বৈশাখ তাই আপনাদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করলাম আর কি। আপনারা হলেন আপনজন। একটু তো হাসি মজা চলতেই পারে। আচ্ছা কখনও ভেবে দেখেছেন টাং টুইসটারকে বাংলায় কী বলে? জিভছোলা? জিভ জড়ানো নাকি অন্য কিছু? ভাবতে থাকুন… শুভ নববর্ষ!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!