ADVERTISEMENT
home / লাইফস্টাইল
ভ্যালেনটাইনস ডে-তে কলকাতার এই ছয়টি ক্যাফেতে ঢুঁ মারতে পারেন

ভ্যালেনটাইনস ডে-তে কলকাতার এই ছয়টি ক্যাফেতে ঢুঁ মারতে পারেন

ভ্যালেনটাইনস ডে (valentine day) তো আগামিকালই, কীভাবে দিনটা কাটাবেন ঠিক করে ফেলেছেন কি? তা আপনি আপনার ভালবাসার মানুষটির সঙ্গে কীভাবে ভ্যালেনটাইনস ডে কাটাবেন তা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে, খালি পেটে তো আর প্রেম হয় না ভাই! তাই আমরা, মানে POPxo বাংলার টিম চলে এসেছি আপনাদের কাছে কলকাতার (Kolkata) বেশ কয়েকটি অন্য রকমের ক্যাফে (cafes) ও ডাইনিং জয়েন্টের হদিশ নিয়ে, যেগুলোকে ঠিক সেই অর্থে রেস্তোরাঁ বলা চলে না। এক একটি ক্যাফের বিশেষত্ব এক এক রকমের। কোনওটির সঙ্গেই কোনওটির মিল পাবেন না। কাজেই, একঘেয়েমি আসার কোনও প্রশ্নই নেই। আর উপরি পাওনা হল, দারুণ দারুণ সব ভ্যালেনটাইনস ডে স্পেশাল মেনু! সঙ্গীর সঙ্গে পেটপুজো করতে করতে চুটিয়ে প্রেম – আর কী চাই ভ্যালেনটাইনস ডে-তে!

ট্রাইব ক্যাফে

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

ভ্যালেনটাইনস ডে-র শুরুটা করুন এক কাপ গরম কফি দিয়ে (ছবি সৌজন্য – জোমাটো)

দক্ষিণ কলকাতার বুকে অবস্থিত এই ক্যাফেটিতে (cafes) সকালের দিকে চলে যেতে পারেন আপনার সঙ্গীকে নিয়ে। দার্জিলিং চা বা ক্যাপুচিনোতে চুমুকের সঙ্গে চলতে পারে প্রেমালাপ। এখানে যে শুধুমাত্র কফি বা চা পাওয়া যায় তা নয়, ট্রাই করে দেখতে পারেন এঁদের ভ্যালেনটাইনস ডে (valentine day) স্পেশ্যাল মেনুও।  

ADVERTISEMENT

ঠিকানা – ৬৭, গোলপার্ক, বালিগঞ্জ গারডেনস, গড়িয়াহাট, কলকাতা – ৭০০০১৯ (Kolkata)

ফোন নম্বর – ৭০৪৪১৫৯১২১

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা

শিলং পয়েন্ট

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

ADVERTISEMENT

লাঞ্চে খেতে পারেন খাঁটি খাসি খাবার (ছবি সৌজন্য – জোমাটো)

অনেকেই আজকাল ব্যস্ত, আর ভ্যালেনটাইনস ডে (valentine day) যেহেতু এবারে শুক্রবার, কাজেই অফিসেই হয়ত দিনটা কেটে যাবে। তবে দুপুরে আপনারা একসঙ্গে খাওয়াটা সারতে পারেন। যদি খাঁটি মটন খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে শিলং পয়েন্টে। মনে রাখবেন এখানে কিন্তু খাবারগুলো ঝাল হয় (খাসি কুইজিন ঝাল হয়) কাজেই যদি ঝাল না খেতে পারেন, আগে থেকে তা জানিয়ে দেবেন।

ঠিকানা – ২০/১/১/সি, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা – ৭০০০১৯ (Kolkata)

ফোন নম্বর – ৯৮৩০৩১৬৭৪৭

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে দশটা

পট বয়েলার কফি হাউজ

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

বিকেলের দিকে কফি ও কুকি মন্দ হয় না (ছবি সৌজন্য – জোমাটো)

বিকেলের দিকে দুজনে মিলে চলে যেতে পারেন পট বয়েলার কফি হাউজে। এই ক্যাফেটির (cafes) অন্দরসজ্জা যেমন সুন্দর, খাবারও দারুণ। চেখে দেখতে পারেন ক্যাফে লাতে, সঙ্গে এঁদের হ্যান্ডমেড কুকি।

ADVERTISEMENT

ঠিকানা – ৯২/১বি, পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্ক, লেক টেরেস, কলকাতা – ৭০০০২৯ (Kolkata)

ফোন নম্বর – ৯৩৩০৯৬৪৮৪২

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা

উবুন্তু ভেগান ক্যাফে

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

ADVERTISEMENT

যারা ভেগান বা নিরামিষ খান, তাঁরা কি ভ্যালেনটাইনস ডে-তে বাইরে খাবেন না! (ছবি সৌজন্য – জোমাটো)

আজকাল অনেকেই ভেগান জীবনশৈলীতে বিশ্বাসী। আপনি এবং আপনার সঙ্গীও যদি ভেগান হন অথবা নিরামিষাশী হন, তাহলে ঢাকুরিয়ায় উবুন্তু ক্যাফেতে (cafes) অবশ্যই আসুন। ভ্যালেনটাইনস ডে-তে (valentine day) অবশ্য এখানে আপনি আপনার পোষ্যটিকে নিয়েও এখানে আসতে পারেন। একবার চেখে দেখতে পারেন Vegan Fysh Fry বা Vegan Neat।

ঠিকানা – ৬৭সি, মহারাজা ঠাকুর রোড, ঢাকুরিয়া, সেলিমপুর, কলকাতা – ৭০০০৩১ (Kolkata)

ফোন নম্বর – ৯৩৩০৮২৩০২০

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – মঙ্গল থেকে রবি বেলা ১২টা থেকে রাত দশটা। সোমবার বন্ধ থাকে

স্ন্যাকিং

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

টুকটাক স্ন্যাকের সঙ্গে দারুণ দারুণ চায়ের কম্বিনেশন (ছবি সৌজন্য – জোমাটো)

আপনি বা আপনার সঙ্গী অথবা আপনারা দু’জনেই যদি ভাল চা খেতে পছন্দ করেন তাহলে ভ্যালেনটাইনস ডে-র (valentine day) বিকেলে বা সন্ধের দিকে চলে যেতে পারেন স্ন্যাকিং ক্যাফেতে (cafes)। শুধু দার্জিলিং চা নয়, ডেজারট চা, ওয়েলনেস চা, ফ্লোরাল চা – নানা ধরনের চা-এ চুমুক দিতে দিতে সুন্দর সময় কাটাতে পারেন।

ADVERTISEMENT

ঠিকানা – ১৮৮, প্রিন্স আনোয়ার শাহ রোড, জোধপুর কলোনি, লেক গার্ডেনস, কলকাতা – ৭০০০৪৫ (Kolkata)

ফোন নম্বর – ৯৮৩১১৩৭৭৩৫

কতক্ষণ খোলা থাকে – সোম থেকে শুক্র সকাল ১১ টা থেকে রাত ১২টা, শনি-রবি সকাল আটটা থেকে রাত ১২টা

টিনটিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাব

best-cafes-and-dining-joints-in-kolkata-for-valentine-day-in-bengali

ADVERTISEMENT

ডিনার হোক টিনটিনের সঙ্গে বেলজিয়ান কুইজিন (ছবি সৌজন্য – জোমাটো)

ছোটবেলায় আমরা সব্বাই টিনটিন পড়েছি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টিনটিনের ভক্ত। ছোটবেলার স্মৃতি আরেকটু ভালভাবে রোমন্থন করতে চলে যেতে পারেন টিনটিন অ্যান্ড দ্য ব্রাসেলস ক্লাবে। বেলজিয়ান খাবারের পাশাপাশি পেয়ে যাবেন নানা সি-ফুড ও মিষ্টি। এখানে ভ্যালেনটাইনস ডে-তে (valentine day) থ্রি-লেয়ার চিজ কেক খেতে কিন্তু ভুলবেন না।

ঠিকানা – ৫২ ডি, গোলপার্ক, হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট, কলকাতা – ৭০০০২৯

ফোন নম্বর – ০৩৩-৪৬০২৪৫৯৭

ADVERTISEMENT

কতক্ষণ খোলা থাকে – প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে দশটা

https://bangla.popxo.com/article/last-minute-shopping-suggestion-for-valentine-day-gift-light-weight-jewellery-in-bengali

মূল ছবি সৌজন্য – ইনস্টাগ্রাম

ছবি সৌজন্য – জোমাটো 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

13 Feb 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT