ADVERTISEMENT
home / লাইফস্টাইল
বন্ধু হোক বা সহকর্মী, কাকে কীভাবে ফেয়ারওয়েল দেবেন জেনে নিন (Farewell Quotes In Bengali)

বন্ধু হোক বা সহকর্মী, কাকে কীভাবে ফেয়ারওয়েল দেবেন জেনে নিন (Farewell Quotes In Bengali)

ফেয়ারওয়েল। শব্দটার মধ্যেই মনকেমন লুকিয়ে রয়েছে। বন্ধুর ফেয়ারওয়েল (Farewell) হোক বা সহকর্মী, শিক্ষক-শিক্ষিকার ফেয়ারওয়েলও হতে পারে। বিদায় মুহূর্তটা যে কোনও ক্ষেত্রেই মন খারাপের। ফেয়ারওয়েলের মুহর্ত স্মরণীয় করতে আমরা অনেকেই বিদায় কবিতা বা বিদায় বাণীর আশ্রয় নিই। কখনও বা ফেয়ারওয়েল যার তার জন্যই ফেয়ারওয়েল কবিতা রচনা হয়। কাকে কীভাবে ফেয়ারওয়েল জানাতে পারেন, তার হদিশ (Farewell Quotes In Bengali) দেওয়ার চেষ্টা করলাম আমরা। রইল কিছু বিদায় কবিতাও। 

বন্ধুদের জন্য ফেয়ারওয়েল কোটস (Farewell Quotes for Friends In Bengali)

Farewell Quotes for Friends In Bengali - বন্ধুদের জন্য ফেয়ারওয়েল কোটস

১| তুমি যে আমার বন্ধু, সেটাই আমার কাছে বিশাল পাওনা- ই বি হোয়াইট।

২| আসল বন্ধুরা কখনও বিদায় বলে না। তারা শুধু একে অন্যের জীবনে অনুপস্থিত থাকে। কিন্তু ডাকলেই সেই বন্ধুকে আবার পাওয়া যায়- অজানা

ADVERTISEMENT

৩| কিছু মানুষ আমাদের জীবনে খুব তাড়াতাড়ি আসে, আবার চলেও যায়। কিছু মানুষ যত অল্প সময়ের জন্যই আসুক না কেন, জীবনে স্থায়ী দাগ রেখে যায়, আমরা কখনও এক মানুষ হতে পারব না- ফ্লাভিয়া উইডন।

৪| বিদায় বলার আসলে কোনও মানেই নেই। যে মুহূর্তগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি, সেটাই আসল। আমরা দূরে চলে গেলেও সেগুলো থেকে যাবে- টেরি পারকার (Farewell Quotes for Friends In Bengali)।

৫| তুমি আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছ। আমি তোমাকে জীবনেও ভুলতে পারব না- কিয়েরা কেস।

৬| তোমার আমার যাত্রাপথে আমি অনেক কিছু শিখেছি। তুমি চলে যাচ্ছ মানে তোমাকে আর ভালবাসব না, এমনটা মনে করো না কিন্তু- অ্যালেক্স এলি।

ADVERTISEMENT

৭| একটা সময়ের পর হয়তো তুমিও এটা বিশ্বাস করবে, কিছু মানুষ সারা জীবন তোমার হৃদয়ে থাকবে, কিন্তু তোমার জীবনে নয়– অজানা।

৮| হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব না (Farewell Quotes In Bengali)। কিন্তু তুমি যে আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা ভেবে ভাল লাগবে- অজানা।

৯| জীবনের সবচেয়ে কঠিন দুটো কাজ হল, প্রথম দেখা হওয়ার সময় হ্যালো বলা, আর শেষ বিদায়ের সময় গুডবাই- মোইরা রজার্স।

১০| গতকাল শুরু হয়েছিল। আগামিকাল হয়তো শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমরা প্রিয় বন্ধু হয়ে উঠেছি- অজানা।

ADVERTISEMENT

১১| আবার দেখা হওয়ার আগে বিদায় জানানো খুব জরুরি (Farewell Quotes for Friends In Bengali)। জীবনের অনেক সুন্দর মুহূর্ত নিয়ে আবার দেখা হবে দুই বন্ধুর- রিচার্ড বাচ।

১২| আমরা যখন কোনও একটা জায়গা ছেড়ে চলে যাই, আমাদের নিজেদের কিছুটা অংশ সেখানে ছেড়ে যাই। আবার ফিরে আসলে ঠিক সেই জিনিসগুলোই ফেরত পাওয়া যায়- পাসকাল মারসিয়ার।

১৩| আমার জার্নিতে অংশ নেওয়য়ার জন্য বন্ধু হিসেবে তোমাকে ঝন্যাদ দেব- অজানা

১৪| বন্ধুত্ব কোনও দূরত্ব বোঝে না। একমাত্র হৃদয়ের সম্পর্ক দিয়েই বন্ধু তৈরি হয়।

ADVERTISEMENT

১৫| যদি আমাদের মধ্যে কয়েক মাইলের দূরত্বও তৈরি হয়, মনে মনে আমরা বন্ধুই থাকব।

সহকর্মীদের জন্য ফেয়ারওয়েল কোটস (Farewell Quotes for Colleagues In Bengali)

Farewell Quotes for Colleagues In Bengali - বিদায় বাণী

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

১| এই কয়েক বছরে আমি তোমার থেকে অনেক কাজ শিখতে পেরেছি। আমি নিশ্চিত নতুন যে দায়িত্বে তুমি যোগদান করছ, সেখানেও সফল হবে। বিদায় বন্ধু (Farewell Quotes for Colleagues In Bengali)।

ADVERTISEMENT

২| তোমার মতো সহকর্মী পাওয়া সত্যিই খুব বড় বিষয়। বিদায় জানানোর আগে তোমাকে এটুকু বলতে চাই, প্রতিদিন তুমি কিছু না কিছু শিখিয়েছ আমাদের। সব কিছুতে তোমার সাহায্য পেয়েছি। নতুন কাজের মধ্যেও তুমি নিজের সত্তাকে খুঁজে পাবে, এটাই আমার বিশ্বাস।

৩| নতুন চাকরির জন্য অনেক শুভেচ্ছা। নতুন জায়গাতেও সহকর্মীদের তুমি এভাবেই আগলে রাখবে বলে আমার বিশ্বাস। নতুন অফিসের কর্মীরা সত্যিই ভাগ্যবান, যে তারা তোমাকে পাবে। যোগাযোগ রেখো।

৪| কাজের জায়গায় সত্যিই তোমাকে মিস করব (Farewell Quotes In Bengali)। টিফিনের সময়েও মনে পড়বে তোমার কথা। আবার কখনও হ.তো আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পাব।

৫| আমরা হয়তো আর সহকর্মী থাকব না। কিন্তু আজীবন আমরা বন্ধু থাকব। তাই গুডবাই বলব না তোমাকে। বরং বলব, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।

ADVERTISEMENT

৬| কাজ তো তুমিই আমাকে হাতে ধরে শিখিয়েছ। এখন সম্পর্কটা তার থেকেও বেশি। ফলে এই বন্ধুত্বটা থেকেই যাবে।

৭| নতুন পদের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই। এখনও পর্যন্ত আমার কেরিয়ারে সেরা সময় কাটিয়েছি তোমার সঙ্গেই। ফলে এই ঋণ কখনও শোধ হবে না। ভাল থেকো (Farewell Quotes for Colleagues In Bengali)।

৮| তোমাকে কলিগ এবং বন্ধু হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আমাদের টিম ওয়ার্কটা খুব মিস করব। তুমি বা আমি আলাদা জায়গায় কাজ করলেও যোগাযোগ নিশ্চয়ই থাকবে আমাদের।

৯| কাজের জায়গায় তোমার উপর ভরসা করা যায়। তুমি সাহস দাও। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। উৎসাহ দাও। আবার সঠিক সমালোচনাও কর। আমি তো বলব, তোমার নতুন অফিস তোমার মতো একজন কর্মী পেয়ে সত্যিই লাভবান হবে।

ADVERTISEMENT

১০| অফিসে যত ভাল মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি, তার জন্য ধন্যবাদ। কী করে একজন নতুন সহকর্মীকে কমফর্ট জোন দিতে হয়, তাও তুমি শিখিয়েছ। আমি এর জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।

১১| তুমি এমন একজন সহকর্মী যার সঙ্গে জোকস শেয়ার করা যায়। আবার ডেডলাইন এগিয়ে এলে কাজ না শেষ হলে সাহায্যও চাওয়া যায়। আমি নিশ্চিত, নতুন অফিসেও সহকর্মীরা তোমাকে একই রকম সার্টিফিকেট দেবে।

১২| জীবনের বা বলা ভাল, কেরিয়ারের আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছ। অনেক শুভেচ্ছা। ভাল হোক তোমার। সব কাজে সাফল্য আসুক (Farewell Quotes In Bengali), এই কামনা করি।

১৩| নিঃসন্দেহে তুমি খুব ভাল অফার পেয়েছ। তোমার কেরিয়ারের জন্য মাইলফলক হয়ে থাকবে এই নতুন পদ। কিন্তু তুমি সত্যিই আমাদের ছেড়ে যাচ্ছ, এটা এখনও বিশ্বাস করতে পারছি না।

ADVERTISEMENT

১৪| এতদিন ধরে যত সাপোর্ট করেছ, যতবার বসের বকুনি থেকে বাঁচিয়েছ, তার জন্য ধন্যবাদ। তুমি চলে যাচ্ছ, এখন আমাকে এভাবে কে সাহায্য করবে  (Farewell Quotes for Colleagues In Bengali) , সেটাই ভাবছি।

১৫| এখনও পর্যন্ত এই অফিসে আমার সবচেয়ে পছন্দের সহকর্মী ছিলে তুমি। আরও ভাল জায়গায় কাজ করতে যাচ্ছ, সেটার জন্য যেমন ভাল লাগছে। তেমনই তোমাকে সত্যিই খুব মনে পড়বে ভেবে খারাপও লাগছে।

শিক্ষকদের জন্য ফেয়ারওয়েল কোটস (Farewell Quotes for Teachers In Bengali)

Farewell Quotes for teachers - ফেয়ারওয়েল পার্টি - বিদায় কবিতা

ADVERTISEMENT

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

১| উইলিয়াম গ্লেসার- ভাল শিক্ষক, শিক্ষিকার কাছে পড়ার সুবিধে হল তাঁদের পড়ানোর স্টাইল থেকেই অনেক কিছু শেখা যায়।
আপনার কাছ থেকেও আমরা তেমন অনেক কিছুই শিখেছি। সত্যিই আপনাকে খুব মিস করব। 

২| জ্যাকউইনস বারজুন- শিক্ষক, শিক্ষিকারা এমন একটি পেশার সঙ্গে যুক্ত একদিনে এই কাজের ফল পাওয়া যায় না। হয়তো ২০ বছর পরে গিয়ে তাঁদের কাজের স্বীকৃতি মেলে। কেউ বা ফেয়ারওয়েলের সময় কাজের স্বীকৃতি পান।

৩| উইলিয়াম আর্থার ওয়ার্ড- ভাল শিক্ষক বুঝিয়ে দেন (Farewell Quotes for Teachers In Bengali)। তার থেকে ভাল শিক্ষক ব্যাখ্যা দেন। আর সবচেয়ে ভাল শিক্ষক অনুপ্রাণিত করেন।

ADVERTISEMENT

৪| জোয়ে ম্যানকিন- প্রত্যেক শিশুর একজন কেয়ারিং অভিভাবকের প্রয়োজন। সব সময় যে সেই অভিভাবক বাবা, মা বা পরিবারের কাউকে হতে হবে, এমনটা কখনও নয়। তিনি অবশ্যই একজন শিক্ষকও হতে পারেন।

৫| যখনই কোনও একটা ভাল বই আমি পরি, সব সময় আমার শিক্ষক (Farewell Quotes In Bengali), শিক্ষিকাদের ধন্যবাদ দিই। কারণ এই ভাল বই পড়ার অভ্যেসটা আমার মধ্যে তাঁরাই তৈরি করে দিয়েছেন- অজানা।

৬| সিডনি হুক- পড়াশোনা ব্যবস্থার হৃদয় হলেন শিক্ষক-শিক্ষিকারা। একজন মানুষ যখন তার পড়াশোনার কথা ভাববে, তখন মেথড বা টেকনিক নয়, মনে পড়বে তার শিক্ষক-শিক্ষিকার কথাই।

৭| মুস্তাফা কামাল আতাতুর্ক- একজন শিক্ষক মোমবাতির মতো। তার ছাত্রছাত্রীদের চলার পথে আলো দেখিয়ে দেওয়াই তাঁর কাজ (Farewell Quotes for Teachers In Bengali)।

ADVERTISEMENT

৮| অ্যারিস্টটল- যে কোনও মানুষের জীবনে অনেক সময় বাবা-মায়ের থেকেও বেশি সম্মান পান শিক্ষক-শিক্ষিকারা। কারণ তাঁরা মানুষকে শিক্ষার মাধ্যমে অন্য এক জীবন দান করেন।

৯| শুধু পড়াশোনায় ভাল হওয়া নয়, ভাল মানুষ হতে সাহায্য করেন শিক্ষক। তাই বিদায়ের দিনেও মনে পড়ে যায় তাঁর প্রথম দিনের মুহূর্তগুলো- অজানা।

১০| চলার পথে হোঁচট খেলে, মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা (Farewell Quotes for Teachers In Bengali)। তাঁদের বিদায় বেদনাদায়ক। সারা জীবনেও তাঁদের ঋণ শোধ করা যায় না- অজানা। 

ADVERTISEMENT

ইমোশনাল ফেয়ারওয়েল কোটস (Emotional Farewell Quotes In Bengali)

১| বিদায়ের মুহূর্তটা সত্যিই বেদনাদায়কয কিন্তু আমি হাসি মুখে থাকি। কারণ আমি জানি, তুমি চিরকাল আমারই থাকবে, দূরত্ব কোনও বাধা সৃষ্টি করবে না।

২| আমরা এতটা সময় ধরে পরস্পরের সঙ্গে রয়েছি যে বিদায়ের মুহূর্তটা কেমন হতে পারে, তা কখনও ভেবেই দেখিনি। অবশেষে সেই মুহূর্তটা এসেই গেল (Emotional Farewell Quotes In Bengali)।

৩| গুডবাই যদি এমন হয়, তা হলে বিদায় জানাতে অসুবিধে নেই। এটা বলছি বলে রাগ করো না। আসলে দুঃখটা লুকিয়ে রাখতে চাইছি।

৪| তোমাকে বিদায় জানানোর মতো সাহস আমার নেই(Farewell Quotes In Bengali)। তোমার সব সময় ভাল হোক, এটাই চাইব।

ADVERTISEMENT

৫| তোকে কত বিরক্ত করেছি, সেটা ভেবেই এখনও মজা পাই। আসলে তোর বিদায় মুহূর্তেও মন খারাপ করে বসে থাকতে চাই না। ভাল থাকিস।

৬| কিছু মানুষ জীবন থেকে চলে গেলেও কিছু যায় আসে না। কিন্তু তোর বিদায় মুহূর্তে সত্যিই খুব কষ্ট হচ্ছে।

৭| আমরা একসঙ্গে বুড়ো হয়েছি। পৃথিবীর কত বদল আমরা একসঙ্গে দেখলাম। ভাল থাকিস খুব।

৮| তোর বিদায় মানে, আমার জীবনের একটা যেন চলে যাচ্ছে (Emotional Farewell Quotes In Bengali)। আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমাদের।

ADVERTISEMENT

৯| বিদায় মুহূর্ত মানেই নতুন দরজা খুলে যাওয়া। তোর জীবনে আরও নতুন মানুষ আসবে। তাদের সঙ্গেও রঙিন মুহূর্ত তৈরি হোক, এটাই চাইব।

১০| বিদায় মুহূর্তে এতদিন যাদের সঙ্গে কাটালে, তাদের খারাপ নয়, ভাল গুণগুলোকে মনে রাখার চেষ্টা কর। তাহলেই নিজে ভাল থাকবে। 

মজার বিদায়ী কোটস (Funny Goodbye Quotes In Bengali)

বন্ধুর বিদায়েও তৈরি হয় আবেগঘন মুহূর্ত - Farewell Quotes In Bengali

ADVERTISEMENT

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

১| কীভাবে গুডবাই বলতে হয় তা একজন পুরুষ জানে না। আর কখন গুডবাই বলতে হয়, তা মহিলাদের অজানা- হেলেন রাউল্যান্ড।

২| হ্যালো বলতে ঠিক এক মিনিট সময় লাগে (Funny Goodbye Quotes In Bengali)। আর গুডবাই বলতে অনেকটা সময় চলে যায়- অজানা।

৩| প্রত্যেকটা শুরুই অন্য কোনও শেষের থেকে হয়- সেমিসনিক।

ADVERTISEMENT

৪| ভাল থাক, ভাল কাজ কর। আর হ্যাঁ, যোগাযোগ রাখতে ভুলে যেও না- গ্যারিসন কেলিওর।

৫| সুযোগের উপর দাঁড়িয়ে আমাদেরজীবনের ব্যখ্যা দেওয়া হয়, যে সুযোগগুলো মিস করছি সেটাও ধরা হয় বৈকি- বেনজামিন বটন (Farewell Quotes In Bengali)।

৬| সূর্যাস্ত দেখে বোঝা যায়, শেষটাও কত সুন্দর হতে পারে- গৌতম বুদ্ধ।

৭| যেখানে গিয়ে শেষ করবে ভেবেছিলে, তা হয়তো অনেক সময়ই হয়ে ওঠে না। কিন্তু যেখানে রয়েছ সেখান থেকে শেষ করা সম্ভব- অজানা।

ADVERTISEMENT

৮| এটা বিদায় নয় বন্ধু, এটা আসলে ধন্যবাদ- নিকোলাস স্পার্কস।

৯| যদি গুডবাই বলার মতো সাহসী হও, তাহলে জীবনে তোমাকে আর একটা দারুণ হ্যালো উপহার দেবে- পাওলো কোহেলো (Funny Goodbye Quotes In Bengali)।

১০| আবার দেখা হওয়ার আনন্দের কাছে বিচ্ছেদের দুঃখটা কিছুই নয়- চার্লস ডিকেন্স।

ADVERTISEMENT

ফেয়ারওয়েল কবিতা (Farewell Poem In Bengali)

১| যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! ছবি আমার বুকে বেঁধে পাগল হ’লে কেঁদে কেঁদে ফিরবে মর” কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি’ যেদিন আমায় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! – কাজী নজরুল ইসলাম

২| কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে (Farewell Poem In Bengali) কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন। – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৩| ফোটে যে ফুল আঁধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথী আয়রে আয় সজল করুণ নয়ন তোলো দাও বিদায়।। – কাজী নজরুল ইসলাম

৪| আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায় (Farewell Poem In Bengali)।। – কাজী নজরুল ইসলাম

ADVERTISEMENT

৫| অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়- সেখান হইতে রাগ-দ্বেষের দ্বন্দ্বকোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না – রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুন – 

Farewell Quotes in Hindi for Seniors

Farewell Quotes in English

ADVERTISEMENT

POPxo এখন ৪টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

16 Jul 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT