ADVERTISEMENT
home / বাজার ও কেনাকাটা
কলকাতার এই পাঁচটি  দোকানে পেয়ে যাবেন মনের মতো হ্যান্ডব্যাগ

কলকাতার এই পাঁচটি দোকানে পেয়ে যাবেন মনের মতো হ্যান্ডব্যাগ

একটা হ্যান্ডব্যাগ (handbag), সিম্পল একটা হ্যান্ডব্যাগ কীভাবে লুক পাল্টে দিতে পারে, ভাবতেও পারবেন না। অবশ্য এর পিছনে একটা বিজ্ঞানসম্মত কারণও আছে। ফিকফিক করে হাসলে চলবে না। এক-একটা ব্যাগের আকার এবং রঙ এক-এক রকম হয়। আর সেটাই আপনার লুকে অন্য মাত্রা নিয়ে আসে। তবে অনেকেই ভাবছেন, ভাল হ্যান্ডব্যাগের তো দামও অনেক বেশি হয়। কথাটা নেহাত মিথ্যে নয়। খাঁটি লেদারের ব্যাগ বেশ দামিই হয়। তবে এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি তো রোজ-রোজ আলু-পটল কেনার মতো ব্যাগ কিনবেন না। কিনলে একবারই কিনবেন। আর সেটাই যখন করবেন, তখন দেখে শুনে দাম দিয়েই কিনুন না! জানেন নিশ্চয়ই যে সস্তার তিন অবস্থা। আমরা সন্ধান দিচ্ছি কলকাতার (kolkata) সেরা পাঁচটি দোকানের (stores) যেখানে আপনি মনের মতো হ্যান্ডব্যাগ পেয়ে যাবেন। সব ব্যাগই যে সাঙ্ঘাতিক দামি হয় তা কিন্তু নয়। 

১) লেদার ল্যান্ড 

bag 1

কলকাতার অন্যতম জনপ্রিয় দোকান। শুধু হ্যান্ডব্যাগ নয় এখানে পাবেন ওয়ালেট, বেল্ট থেকে শুরু করে চামড়ার আরও অনেক কিছু। এদের আছে তিনটি শাখা। একটি শরত বোস রোডে, একটি প্রিন্স আনোয়ার শাহ রোডে (সাউথ সিটি মলের বিপরিতে)আরেক্তি নতুন শাখা খোলা হয়েছে কসবায়। এখানে আনোয়ার শাহ রোডের ঠিকানা দেওয়া হল কারণ সেটাই বেশি জনপ্রিয়। 

ADVERTISEMENT

ঠিকানা: ৪১৪/৪, প্রিন্স আনোয়ার শাহ রোড। কলকাতা ৪৫। 

ফোন: ৯৮৩১০ ৩৮৮৫৭ 

২) লেদার টকস 

bag 2

ADVERTISEMENT

দুর্দান্ত ডিজাইন আর দারুণ রঙের সমাহার, দুটোই যদি একসঙ্গে চান তা হলে চলে যান এখানে। 

ঠিকানা: কোয়েস্ট মল। ৩৩, সইদ আমির আলি এভিনিউ। পার্ক সার্কাস। কলকাতা ১৭ 

ফোন: ০৩৩ ২২৮৭ ০৪৪৯

অনলাইনেও এখান থেকে ব্যাগ কিনতে পারেন। ক্লিক করুন এখানে। 

ADVERTISEMENT

৩) ফেনেসিয়া 

bag 3

লেদার ডিজাইনার মিনি জুনেজা এই ব্র্যান্ডের কর্ণধার। এখানকার ব্যাগের বৈশিষ্ট্য হল এই ব্যাগ যতটা বাহারি ঠিক ততটাই কাজের। 

ঠিকানা: ৮৫, শরৎ বোস রোড 

ADVERTISEMENT

ফোন: ৯০৫১০ ৭৭৭৭৭  

৪) ইন্ডিয়ান রেন 

bag 4 

এই দোকানে আপনি সব রকম দামের মধ্যে হ্যান্ডব্যাগ পেয়ে যাবেন। আর এই দোকানের ব্যাগ খুব টেঁকসই হয়। তাই বার বার যাওয়ার কোনও দরকার নেই। 

ADVERTISEMENT

ঠিকানা: সিডি ৩৩৯, গ্রাউন্ড ফ্লোর, সেক্টর ১, বিধাননগর কলকাতা ৬৪

ফোন: ০৩৩ ৪০০৪ ৮৩৪৪   

৫)  ডলফিন লেদার

bag 5

ADVERTISEMENT

যারা অফিস যান, তাঁদের জন্য এই দোকান আদর্শ। তবে রোজকার ব্যবহারের ব্যাগ ছাড়াও দারুণ দেখতে ডিজাইনার ব্যাগও পেয়ে যাবেন। 

ঠিকানা: কিম লিং রেস্তোরাঁ, ৬০, মাথেশ্বরতলা রোড, ট্যাংরা, কলকাতা 

ফোন: ৭০৪৪৯ ১৯৬৪৩ 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

ADVERTISEMENT

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

10 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT